চীনের পেইচিং অপেরার মধ্যে শেং , তান, চিং আর
ছৌ- এই চারটি পেশা আছে এবং প্রতি পেশার মধ্যে আবার শাখা-প্রশাখা রয়েছে ।
|
|
|
লাওশেং/《কানলু মন্দির》 |
সিয়াওশেং /《লিউইনচি》 |
লাউতান/《ছিনসিয়াংলিয়ান》 |
|
|
|
ছিংই/《কুয়েফেইচুইচিউ》 |
উচিং/《ওয়ানছেংয়ের লড়াই》 |
ওয়েনছৌ/《বীরদেমহামিলন》 |
“শেং” “লাও শেং” আর “সিয়াও শেংয়ে” বিভক্ত হয় । “লাও শেং” পরিপক্ক মধ্যবয়সী পুরুষদের ভূমিকায় এবং ভাল মানুষ অথবা সম্রাট আর সেনাপতির ভুমিকায় অভিনয় করে। “সিয়াও শেং” তরুণদের ভূমিকায় অভিনয় করে ।
“তান” “ছিং ই”, “উ তান” আর “হুয়া তান”য়ে বিভক্ত হয় । “ছিং ই” মধ্যবয়সী মহিলাদের ভূমিকায় অভিনয় করে এবং সাধারণত অভিজাত্য পরিবারের মহিলা আর মেয়েদের ভূমিকায় অভিনয় করে । “উ তান” লড়াইয়ে নিপুণ মেয়েদের ভূমিকায় অভিনয় করে “হুয়া তান” যুবতী আর সমাজের নিম্নস্তরের মেয়েদের, যেমন চাকরানীদের ভূমিকায় অভিনয় করে ।
“চিং” বলতে বিভিন্ন ধরণের “হুয়া লিয়ান” বুঝায় এবং “চিং” সাধারণত বিশেষ বা অদ্ভুত স্বভাব , চরিত্র আর চেহারার পুরুষদের ভূমিকায় অভিনয় করে।
“মো”ও “লাওশেং”য়ের পেশায় অন্তর্ভুক্তহয় । তবুও বয়সে আরও বেশী , চেতনায় অস্পষ্ট আর সমাজের নিম্নস্তরেজীবনযাপনকারী বুড়োদের ভূমিকায় “মো” অভিনয় করে। মেক আপের সময়ে নাকের উপর সাদা চুণ দেয়া হয় বলে “মো”র সাধারণ নাম হচ্ছে “ক্ষুদে হুয়া লিয়ান” এবং তা “চিং” ভূমিকার “বৃহত হুয়া লিয়ান” আর “মেজো হুয়ালিয়ানের” সংগে মিলে “ তিনটি হুয়া লিয়ান” বলে অভিহিত হয় ।
“ছৌ”র অর্থ হচ্ছে ক্ষুদে হুয়া লিয়ান । ছৌ বহুলাংশে সমাজের নিম্নস্তরেবসবাসকারী লোকদের আর তৃণমূলের বীরদের প্রদর্শন করে এবং বিজ্ঞতা আর রসিকতার পরিচায়ক ।
|