চীনের সংখ্যালঘু জাতিগুলোর বসন্ত উত্সবের রীতিনীতি

       বসন্ত উত্সব চীনের ৫৬টি জাতির অভিন্ন উত্সব । হান জাতি ছাড়া , চীনের অনেক সংখ্যালঘু জাতি নিজস্ব রীতিতে এই ঐতিহ্যিক উত্সব উদযাপন করেন ।

লি জাতি(প্রধানত দক্ষিণ চীনের হাইনান প্রদেশ)
    চান্দ্রবর্ষের শেষ দিন রাত্রে অর্থাত্ বসন্ত উত্সবের আগের দিন রাত্রে লি জাতির পরিবারের লোক এক সংগে বসে মদ পান করেন এবং সুস্বাদু খাদ্য খান । খাওয়ার সংগে সংগে তারা গান গেয়ে নববর্ষকে স্বাগত জানান । বসন্ত উত্সবের প্রথম অথবা দ্বিতীয় দিন লি জাতির অধিবাসীরা এক সংগে শিকার করতে যান । শিকারের সময় যিনি সর্বপ্রথমে তীর ছুড়ে পাখি-পশু মারতে পারেন , তিনি শিকারে পাওয়া পাখি-পশুর অর্ধেক অংশ পান , বাকি অর্ধেক অংশ সমানভাবে ভাগ করে সবাইকে দেয়া হয় , কিন্তু গর্ভবর্তী নারী দুই ভাগ পান ।

ই জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশে)
    বসন্ত উত্সবের সময় ই জাতির লোকেরা এক সংগে ‘ আসি থিয়াও ইউয়ে ’ নামে এক ধরনের নাচ নাচেন । কোনো কোনো গ্রামে বসন্ত উত্সবের প্রথম দিন বাড়ীর গৃহিনীকে ছুটি দেয়া হয় , সেই দিন পুরুষরা বাড়ির কাজ করেন এবং সারা বছরে নারীর পরিশ্রমের জন্য সমবেদনা জানান ।

মিয়াও জাতি(প্রধানত চীনের হুনান ও কুই চৌ প্রদেশে)
    মিয়াও জাতির লোক বসন্ত উত্সবকে ‘ খেচিয়া নিয়েন’ ডাকেন । ‘ খেচিয়া নিয়েন ’ উদযাপন উপলক্ষে তারা গবাদি পশু জবাই করে নতুন বছরে সুফলনের আশা প্রকাশ করেন । তা ছাড়া বসন্ত উত্সবের সময় তারা বসন্তকালকে স্বাগত জানানোর জন্য বসন্তের গান গান ।

মান জাতি(প্রধানত উত্তর-পূর্ব চীনের তিনটি প্রদেশ, হোপেই প্রদেশ ও পেইচিং মহানগরে )
    মান জাতির লোক বসন্ত উত্সব দু বার উদযাপন করেন , চান্দ্র বর্ষের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন অর্থাত বসন্ত উত্সবের আগের দিন ও বসন্ত উত্সবের প্রথম দিন দুই বার উদযাপন করেন । তারা বসন্ত উত্সবের প্রাক্কালে ঘোড়া ও উটের উপর থেকে ঝাপিয়ে পড়ার প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেন ।

তোন জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের কুই চৌ প্রদেশ)
    তোন জাতির লোক বসন্ত উত্সবের প্রথম দিন সকালে পুকুর থেকে কয়েকটি জ্যান্ত রুই মাছ ধরে রান্না করে খান , এই অভ্যাসের অর্থ হলো নতুন বছরে কোনো অভাব হবে না , কারণ চীনা ভাষায় মাছের উচ্চারণ হলো ‘ য়ু ’ , উদ্বৃত্ত শব্দের উচ্চারণও ‘ য়ু ’ ।

চুয়ান জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের কুয়াং সি চুয়ান জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল)
    চুয়ান জাতির লোক বসন্ত উত্সবের আগের দিন রাতেই নতুন বছরের প্রথম দিনের ভাত ও তরী-তরকারী রান্না করে রাখেন , বসন্ত উত্সবের প্রথম দিন তারা রান্না করেন না , তারা এই খাবারকে ‘ ইয়ানিয়েন ফান ’ বলেন , অর্থাত গত বছরের উদ্বৃত্ত খাবার । এতে নতুন বছরে তাদের সুফলন পাওয়ার আশা প্রকাশ পায় ।

ছিয়ান জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশ)
   বসন্ত উত্সবের সময় ছিয়ান জাতির লোকেরা গরু ও ছাগল জবাই করে পূর্বপুরুষদের স্মৃতির জন্য শ্রাদ্ধ্যানুষ্ঠানের আয়োজন করেন । বসন্ত উত্সবের আগের দিন রাতে পরিবারের সবাই মদের বাটি ঘিরে বসেন এবং পরিবারের বয়োবৃদ্ধ সদস্য থেকে এক মিটার লম্বা শিষ দিয়ে বাটির মদ চুষে খান ।

সুই জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশ)
    বসন্ত উত্সবের সময় সুই জাতির ছেলেমেয়েরা আত্মীয়সজন ও প্রতিবেশীর বাড়ীতে গিয়ে তাদের কাছ থেকে মিষ্টি আদায় করে , সুই জাতির লোকেরা মনে করেন , যিনি সবচেয়ে বেশী মিষ্টি পান , তিনি সৌভাগ্যবান এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন ।

পাই জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশে)
    পাই জাতির লোকেরা বসন্ত উত্সবের প্রথম দিনের খাবার হলো চিনি মেশানো পানিতে খই , এটা নতুন বছরে সুখী জীবনের প্রতীক ।

কোরিয় জাতি(প্রধানত উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশ)
    কোরিয় জাতির লোকেরা বসন্ত উত্সবের সময় বাড়ীর প্রধান দরজার উপর উত্সবের দ্বি-চরণ শ্লোক এটেঁ দেন , ভালো খাবার খান এবং বসন্ত উত্সবের প্রথম দিন সকালে সুন্দর সুন্দর জামা-পোশাক পরে পরিবারের বয়োবৃদ্ধদের নববর্ষের শুভেচ্ছা জানান ।

মঙ্গলীয় জাতি(প্রধানত উত্তর-পশ্চিম চীনের অন্তর্মঙ্গলীয় স্বায়তশাসিত অঞ্চল)
    বসন্ত উত্সবের প্রথম দিন সকালে মঙ্গলীয় জাতির যুবক-যুবতী উত্সবের পোশাক পরে ঘোড়ার পিঠে চড়ে মঙ্গলীয়দের বৈশিষ্ট্যময় বসতবাড়ী--- মঙ্গলীয় তাবুতে গিয়ে বাবা মা ও নানা-নানী দাদা-দাদীকে নববর্ষের শুভেচ্ছা জানান , নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা সুখোশ পরে বিরাটাকারের নাচের অনুষ্ঠানের আয়োজন করেন ।

হানি জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশ)
    হানি জাতির যুবক-যুবতীরা বসন্ত উত্সবের সময় এক সংগে বসে মদ খান , নাচগান করেন এবং নিজের প্রেমিক বা প্রেমিকা বেছে নেয়ার চেষ্টা করেন ।

নাসি জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান ও সি ছুয়ান প্রদেশ)
    বসন্ত উত্সবের সময ফুমি জাতির লোকেরা পটকা ফাটান বা শঙ্খ ফুটিয়ে আনন্দ করেন ।

ফুমি জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান ও সি ছুয়ান প্রদেশে)
   বসন্ত উত্সবের সময় ফুমি জাতির লোকেরা পটকা ফাটান বা শঙ্খ ফুটিয়ে আনন্দ করেন।

পু ই জাতি(প্রধানত দক্ষিণ-পশ্চিম চীনের কুই চৌ প্রদেশ)
    বসন্ত উত্সবের সময় পু ই জাতির যুবক-যুবতীরা সুন্দর সুন্দর পোশাক পরে পরস্পরের বাড়ীতে বেড়াতে যান অথবা এক সংগে পার্কে নাচগান করেন ।

ওরেছুন জাতি(প্রধানত উত্তর-পূর্ব চীনের হেই লোং চিয়াং প্রদেশ)
    বসন্ত উত্সবের প্রথম দিন সকালে এই জাতির যুবক-যুবতীরা পরিবারের বয়োবৃদ্ধদের হাতে এককাপ মদ দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান , পরিবারের সমবয়সী সদস্যরা পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে মদ খান , সকালের খাওয়া শেষ করে যুবক-যুবতীরা খোলামাঠে ঘোড়সওয়ার প্রতিযোগিতা ও তীর নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেন ।

তাউর জাতি(প্রধানত উত্তর-পূর্ব চীনের হেই লোং চিয়াং প্রদেশ)
   এই জাতির অধিবাসীদের বসন্ত উত্সব উদযাপনের রীতিনীতি একটু অন্যরকম । বসন্ত উত্সবের প্রথম দিন সকালে তাউর জাতির যুবক-যুবতীরা রান্নার বাটির নীচের কালো পাউদা অন্যের মুখে , বিশেষ করে সুন্দরী মেয়ের মুখে মাখার চেষ্টা করেন , সে দিন সুন্দরী মেয়ের মুখের কালো রঙ নতুন বছরের সুফলন ও সুখী জীবনের প্রতীক ।