ইয়েন চি


       প্রাচীন চীনের সবচেয়ে বিখ্যাত রচনা ‘ সি চি ’তে লেখক সিমাছিয়েন একজন বুদ্ধিমান ও সাহসী কূটনীতিকের কথা বর্ণনা করেন । তিনিই খৃষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ছি রাজ্যের ইয়েন চি । ইয়েন চির কাহিনী চীনে বহুল প্রচারিত হয়।  

 একদিন ইয়েন চি ছু রাজ্যে যান । ছু রাজ্যের রাজা জানেন ইয়েন চি খাটো , তাই তিনি ইয়েন চিকে পরিহাস করতে চান । রাজা ছু রাজ্যের গেটের পাশে একটি ছোট দরজা তৈরি করতে আদেশ দেন এবং ইয়েন চিকে এই ছোট দরজা দিয়ে প্রবেশ করার নির্দেশ দেন ।  

ইয়েন চি বুঝেন ছু রাজ্যের রাজা ইচ্ছা করে তাকে পরিহাস করছেন । তাই এই ক্ষুদ্র দরজা দিয়ে ঢুকা প্রত্যাখান করেন । তিনি বলেন , কুকুরই শুধু এই ধরনের ক্ষুদ্র দরজা দিয়ে প্রবেশ করে , আমি ছু রাজ্য আসা ছি রাজ্যের দূত , আমি কেন কুকুরের দরজা দিয়ে প্রবেশ করবো ? 

ছু রাজ্যের লোকেরা তার কথা শুনে বাধ্য হয়ে ইয়েনচিকে প্রধান দরজা দিয়ে প্রবেশ করতে দিলেন । রাজার সঙ্গে সাক্ষাত্কালে ছু রাজা ইয়েন চিকে জিজ্ঞাসা করেন , ছি রাজ্যে কি অন্য কোনো লোক নেই যে আপনার মতো একজন লোক ছু রাজ্যে পাঠিয়েছেন ? 

ইয়েন চি উওরে বলেন , ছি রাজ্যে প্রচুর লোক আছে । রাজধানীতে প্রায় একশটি রাস্তা আছে , অধিবাসীরা হাত তুললে জামার হাতা আকাশের রোদ ঢেকে রাখতে পারে । অধিবাসীরা গায়ের ঘাম ফেললে যেন বৃষ্টি পড়ে । রাস্তায় এতো বেশী লোক যাতায়াত করেন যে পরস্পরের কাঁধ স্পর্শ করে । আপনি কি করে বলেন ছি রাজ্যে লোক নেই ? 

রাজা বলেন , ছি রাজ্যে এতো বেশি লোক আছে , কেন রাজা আপনাকে এখানে পাঠালেন ?  

ইয়েন চি ধীরে ধীরে বলেন , ছি রাজ্যের একটি নিয়ম আছে , যারা খুব কাজের , তাদেরকে উচ্চ নৈতিকতার দেশে পাঠানো হয় , শুধু নির্বোধ লোককেই অদ্ভুদ দেশগুলোতে পাঠানো হয় । আমি দূতদের মধ্যে সবচেয়ে নির্বোধ , তাই আমাকে ছু রাজ্যে পাঠানো হয়েছে । ছু রাজ্যের রাজা ইয়েন চিকে তাচ্ছিল্য করতে চেয়েছিল , ইয়েনচির কথা শুনে আর কোনো পরিসাসের কথা বলতে পারেন না ।  

আরেক বার ইয়েন চি কাজের জন্য ছু রাজ্যে যান । ছু রাজ্যের রাজা ইয়েন চির আসার খবর পেয়ে তার মন্ত্রীদের বলেন , ইয়েন চি ছি রাজ্যের সবচেয়ে কাজের ও বুদ্ধিমান লোক । এবার তিনি আবার আমাদের ছি রাজ্যে আসছেন । আমি তাকে তাচ্ছিল্য করতে চাই , তোমাদের কোনো ভালো প্রস্তাব আছে ? 

একজন মন্ত্রী বলেন , ইয়েন চি আসার সময় আমি একজন লোককে দড়ি দিয়ে বেঁধে আপনার সামনে পাঠাবো , আপনি তাকে জিজ্ঞেস করবেন , তুমি কোন দেশের লোক ? এই লোক উওর দেবে , আমি ছি রাজ্যে লোক । আপনি আবার জিজ্ঞেস করবেন , কি জন্য তাকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে ? আমি বলবো , লোকটি চুরি করেছে । ছু রাজা মনে করেন এটা ইয়েন চিকে অপমান ও তাচ্ছিল্য করার একটি ভালো উপায় ।  

ইয়েন চি যখন চু রাজ্যে যান , রাজা একটি ভোজসভার আয়োজন করে তাকে আপ্যায়ন করেন । মদ খাওয়ার সময় দুজন সৈনিক দড়ি বাঁধা একজন লোক নিয়ে হাজির হল । ছু রাজা জিজ্ঞেস করেন , তোমরা কেন লোকটিকে নিয়ে এসেছ ?  

সৈনিক উওর দিলোঃ লোকটি ছু রাজ্যের লোক , সে চুরি করেছে ।  

ছু রাজা ইচ্ছা করে ইয়েনচির দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন , ছি রাজ্যের লোক কি জন্ম থেকেই চুরি করে ? 

ইয়েনচি উঠে দাড়িয়ে বলেন , আমি এক ধরনের ফলের কথা শুনেছি । এই ফলের গাছ ছি রাজ্যে খুব সুস্বাদু ফল ফলে । কিন্তু ছু রাজ্যে যদিও এই ফলের গাছ দেখতে ছি রাজ্যের গাছের মতো , কিন্তু তার ফল খেতে পারে না । তার কারণ দুটি দেশের জলবায়ু একেবারে ভিন্ন । এই লোক ছি রাজ্যে চুরি করে না , কিন্তু ছু রাজ্যে এসে চুরি শিখেছে , তার কারণ ছু রাজ্যের জলবায়ু ও পরিবেশে লোকটি চুরি শিখেছে ।  

ছু রাজা ইয়েনচির কথা শুনে হেসে বলেন , আমি আপনাকে পরিহাস করতে চেয়েছি ,এখন আপনি আমাকে পরিহাস করেছেন । আপনি সত্যই এক বুদ্ধিমান লোক । 

ইয়েনচি সম্পর্কিত এই ধরনের কাহিনী আরো প্রচুর আছে । ইয়েনচি বুদ্ধি খাটিয়ে ছি রাজ্যে নিজেকে অপমান করার ফন্দী খন্ডন করেন । এর সঙ্গে সঙ্গে ইয়েনচির খ্যাতি ক্রমেই বাড়ে , তিনি প্রাচীন চীনের একজন বিখ্যাত কূটনীতিকবিদ ।