শেন নুন সি


       পাঁচ হাজার বছর আগে শেননুনসি ছিলেন চিয়াং নামে একটি উপজাতির সর্দার। তার আমলে উপজাতির সর্দার হিসেবে তাকে উপজাতির সাধারণ সদস্যের মতো চাষ করতে হয় । চাষ করার বাস্তব অনুশীলনে শেননুনসি চীনের প্রথম কৃষি যন্ত্র আবিষ্কার করেন । কৃষি যন্ত্রের আবিষ্কার কৃষির উন্নয়নের গতি তরান্বিত করেছে । কৃষি ক্ষেত্রে তার বিরাট অবদানের জন্য সবাই তাকে শ্রদ্ধাসহকারে শেননুনসি ডাকেন । 

 শেননুনসির আমল আদিম কমিউন সমাজব্যবস্থা সময়পর্বের প্রথম দিক বলে সমাজে কোনো শোষণ ও অত্যাচার ছিল না , লোকেরা শান্তিতে বসবাস করতো । ঐতিহাসিক পুথিপত্রে বলা হয়েছে , শেননুনসির আমলে পুরুষরা চাষ করতো , মহিলারা বাসায় কাপড় বুনতো । রাজ্য শাসনে জেলখানা , দন্ডআইন, সৈন্যবাহিনী ও পুলিশের কোনো প্রয়োজন ছিল না । 

শেননুনসি প্রাচীন চীনের একজন চিকিত্সাবিদ । তিনি রোগাক্রান্ত অধিবাসীদের কষ্ট দেখে চিন্তিত । তিনি লক্ষ্য করেছেন , বিভিন্ন ধরনের খাদ্যশস্য খেয়ে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারেন , তাই বিভিন্ন গাছের ফল ও মূল হয়ত মানুষের অসুখ দূর করতে পারে । শেননুনসি পাহাড়ে উঠে নানা ধরনের ভেষজ ওষুধ সংগ্রহ করেন । বিভিন্ন ভেষজ ওষুধের ভূমিকা আয়ত্ত করার জন্য শেননুনসি তার সংগ্রহ করা ভেষজ ওষুধগুলো নিজে খেয়ে ওষুধের ভূমিকা পরীক্ষা করেন । কাজেই তিনি প্রায়ই বিষাক্ত ভেষজ ওষুধের বিষক্রিয়ার শিকার হতেন , কোনো কোনো সময় তিনি এক দিনে বার বার ওষুধের বিষক্রিয়ার শিকার হতেন । শেননুনসি ‘ শেননুন পাইছাও ’ নামে একটি চিকিত্সা বইও লিখেছেন । এই বইতে বিভিন্ন অসুখ চিকিত্সার পদ্ধতি লিপিবদ্ধ করা হয়েছে ।  

শেননুনসি প্রাচীন চীনের একজন জ্যোতির্বিদও ছিলেন । তার লেখা ‘ কুইচান ’ নামক একটি জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ বিখ্যাত । তাছাড়া , শেননুনসি লক্ষ্য করেন , অনেক অধিবাসী নিজের প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারেন না , কিন্তু তাদের তৈরি জিনিস চাহিদার অনেক বেশি ছাড়ে , ফলে জীবনে অনেক অসুবিধা দেখা দেয় । তাই শেননুনসি অধিবাসীদের নিজের উদ্বৃত্ত জিনিস নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে অন্যদের সঙ্গে বিনিময় করতে বলেন । এটাই চীনের সবচেয়ে আগেকার খোলা বাজার । 

অধিবাসীদের বিনোদনের জন্য শেননুনসি পাঁচ তারার এক ধরনের বাদ্যযন্ত্র তৈরি করেন । এই বাদ্যযন্ত্র বাজলে পাখির কিচির-মিচির শব্দের মতো শোনায় । তার ছেলে ‘ চুন ’ নামে আরেক ধরনের বাদ্যযন্ত্র তৈরি করেন এবং অনেক গান লিখেন । এই সব বাদ্যযন্ত্র এখনো আছে । 

রাজা হিসেবে শেননুনসি ১৪০ বছর ছিলেন । তার সমাধিস্থল আজকের হুনান প্রদেশের ছানসা শহরে । চীনারা তার সমাধিস্থলকে ইয়েনতিলিন বলেন ।