ছি পি যুদ্ধের কাহিনী  


        চীনের সামরিক ইতিহাসে অনেকঅল্প সৈন্য বহু সৈন্যকে পরাজিত করার কিছু যুদ্ধ ছিল । এই সব যুদ্ধের মধ্যে ত্রিভুজ রাজ্য আমলে আগুন দিয়ে ছাও ছাকে পরাজিত করার কাহিনী সবচেয়ে বিখ্যাত । এই কাহিনীতে সৃষ্ট কয়েকটি রণকৌশলগত প্রবাদ এখনও চীনা নাগরিকরা ব্যবহার করেন । 

  খৃষ্টীয় দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে পূর্ব হান রাজবংশের কেন্দ্রীয় শাসন অত্যন্ত দুর্বল ছিল । যুদ্ধবাজদের মধ্যে দীর্ঘকালীন লড়াইয়ের পর ছাও ছা , লিউ পেই ও সুন ছুয়ান এই তিনটি সামরিকশক্তি চীনের বেশীর ভাগ জায়গা দখল করে , এদের মধ্যে ছাও ছায়ের শক্তি সবচেয়ে বেশী । ছাও ছা মধ্য চীন , লিউ পেই পশ্চিম চীন আর সুন ছুয়ান ইয়াংসি নদী বরাবর অঞ্চল দখল করে । খৃষ্টীয় ২০৮ সালে ছাও ছায়ের বাহিনী লিউ পেইয়ের বাহিনীকে পরাজিত করে তার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি চিনচৌয়ের বেশীর জায়গা দখল করে । ফলে লিউ পেই সিয়া খৌয়ে ( আজকের হু পেই প্রদেশের হান খৌ শহর ) পশ্চাত্সরণ করতে বাধ্য হন ।ছাও ছা লিউ পেইয়ের বাহিনী নিশ্চিহৃ করতে চান এবং সুন ছুয়েনের দখল করা ইয়াংসী নদী বরাবর অঞ্চল দখল করতে চান । লিউ পেই ও সুন ছুয়ান মিলিতভাবে ছাও ছার আক্রমণ প্রতিরোধ করার সিদ্ধান্ত নিলেন । সেই সময় ছাও ছা দুই লক্ষ সৈন্য নিয়ে চিয়ান লিন ( আজকের হু পেই প্রদেশ ) থেকে ইয়াংসি নদী অনুসরণ করে পূর্বের দিকেযান । সুন ছুয়ান ও লিউ পেইয়ের ৫০ হাজার সৈন্য উত্তর দিকে যায় , দু পক্ষ ছি পিই ( আজকের হু পেই প্রদেশের উ ছানের পশ্চিম ছি চি পাহাড় ) নামে এক জায়গায় মুখোমুখি হয়। ছাও ছার সৈন্যরা উত্তরাংশের লোক বলে সাতার জানে না , তাই প্রথম লড়াইয়ে ছাও ছার পরাজয় হলো । ছাও ছা সৈন্য নিয়ে ইয়াংসী নদীর উত্তর তীরে পিছু হটেন , লিউ পেই ও সুন ছুয়ানের বাহিনী নদীর দক্ষিণ তীরে অবস্থান করে । পরাজিত হয়ে ছাও ছাও দখলকৃত চিংচৌ নগরের দুজন আত্মসমর্পনকারী কমান্ডার ছাই মাও ও চান ইয়োনকে তার সৈন্যদের নৌ যুদ্ধেরকৌশল প্রশিক্ষণের অনুরোধ করেন । সুন ছুয়ানের কমান্ডার চৌ ইয়ু আশংকা করেন যে ছাই মাও ও চান ইয়োনের প্রশিক্ষন পেয়ে ছাও ছাওয়ের বাহিনী নদীতে নৌযুদ্ধের কৌশল আয়ত্ত করবে , তাইছাও ছাওয়ের সামনে ছাই মাও ও চান ইয়োনের বিরুদ্ধে প্ররোচনার জন্য লোক পাঠালেন । তারাইচ্ছা করে এই বলে প্রচার করে বেড়াচ্ছেন যেছাই মাও ও চান ইয়োন দুজনই লিউ পেইয়ের গুপ্তচর । ছাও ছাও এই কথা বিশ্বাস করলেন এবং ছাই মাও ও চান ইয়োনকে হত্যা করলেন । 

  চৌ ইয়ু ও লিউ পেইয়ের উপদেষ্টা চুকে লিয়ান ছাও ছাওকে পরাজিত করার কৌশল আলোচনা করেন । তারা মনে করেন , ছাও ছাওয়ের সৈন্য সংখ্যা বেশী , বিশেষ রণকৌশল ব্যবহার না করলে সুন ছুয়ান ও লিউ পেইয়ের যৌথ বাহিনীর বিজয় অসম্ভব। তাই তারা আগুন জ্বালানোর মাধ্যমে কৌশলগতভাবে ছাও ছাওকে পরাজিত করার পরিকল্পনা তৈরী করলেন । এক দিন চৌ ইয়ু তার বাহিনীর কমান্ডারদের সঙ্গে ছাও ছাও পরাজিত করার কৌশল আলোচনা করছিলেন , প্রবীণ কমান্ডার হুয়ান কাই বললেন , ছাও ছাওয়ের বাহিনী বেশী শক্তিশালী , তাদের পরাজিত করা সম্ভব হবে না , তাই ছাও ছাওয়ের কাছে আত্মসমর্পন করাই ভালো । এই কথা শুনে চৌ ইয়ু খুব রাগ করেন , তিনি লাঠি দিয়ে হুয়ান কানকে ৫০ বার মারার আদেশ দিলেন । মার খেয়ে হুয়ান কাই ছাও ছাওকে একটি চিঠি দিলেন , চিঠিতে হুয়ান কাইছাও ছাওকে আত্মসমর্পন করার ইচ্ছা প্রকাশ করলেন । এই সময় চৌ ইয়ুর সেনানিবাসে পাঠানো ছাও ছাওয়ের গুপ্তচরও হুয়ান কাইয়ের মার খাওয়ার খবর পাঠাল । তাই ছাও ছাও বিশ্বাস করেন হুয়ান কাই সত্যিই তার কাছে আত্মসমর্পন করতে চান । ঠিক এই সময় বিখ্যাত সমরবিদ ফান থোন ছাও ছাওয়ের সঙ্গে দেখা করতে আসেন । ফান থোনকে দেখে ছাও ছাও খুব খুশি । তিনি ফান থোনকে তাকে সাহায্য করার অনুরোধ জানালেন । ছাও ছাও ফান থোনকে বললেন , তার বেশির ভাগ সৈন্য উত্তর চীনের লোক , তাই নৌযুদ্ধের কৌশল জানে না । তা ছাড়া তারা দক্ষিণাংশের জলবায়ুতে অভ্যস্ত নয় , তাই অনেক সৈন্য অসুস্থ হয়েছে ।ফান থোন বললেন , এটা কোনো কঠিন সমস্যা নয় । আপনার নৌকাগুলো লোহার চেন দিয়ে জড়িয়ে দিয়ে নৌকাগুলোর উপর বড় কাঠ দিলেই ঠিক হয়ে যাবে । ছাও ছাও ফান থোনের কথা অনুসারে তার সব নৌকা এক সঙ্গে জড়িয়ে দেয়ার আদেশ দিলেন । নৌকাগুলো এক সাথে জড়ানোর পর প্রচন্ড ঢেউয়ের সামনেও নৌকাগুলো উঠানামা করে না , সৈন্যরা নৌকাগুলোর উপর রাখা তক্তার উপর দাড়িয়েমাটিতে থাকার মতো মনে করে , তাদের মাথা ঘুরে না । ছাও ছাও এই অবস্থা দেখে মহাখুশি , কিন্তু তার একজন উপদেষ্টা চিন্তিত হয়ে বললেন ,নৌকাগুলো জড়িয়ে দেয়া সৈন্যদের পক্ষে সুবিধাজনক , কিন্তু শত্রুরা আগুন জ্বালালে আক্রমণ চালালে কেউ পালাতে পারবে না । এই কথা শুনে ছাও ছাও হো হো করে হেসে বললেন , আপনি চিন্তা করবেন না । আমরা নদীর উত্তর দিকে আছি , সুন ছুয়ান ও লিউ পেইয়ের বাহিনী নদীর দক্ষিণ দিকে থাকে , এখন শীতকাল ,উত্তর-পশ্চিম বাতাস বেশী , দক্ষিণ-পূর্ব বাতাস নেই । আগুন জ্বালালে তাদেরই সর্বনাশ হবে । সবাই মনে করেন ছাও ছাও ঠিক বলেছেন , তাই সবার সতর্কতা শিথিল হলো । 

  ২০ নভেম্বরহঠাত্ দক্ষিণ-পূর্ব বাতাস বইতে শুরু হলো । লিউ পেইয়ের সামরিক উপদেষ্টা চুকে লিয়ান একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি , তিনি আকাশ পর্যবেক্ষণ করে আবহাওয়া আন্দাজ করতে পারেন । তিনি আগে থেকই জানতে পেরেছেন যে সেই দিন দক্ষিণ-পূর্বে বাতাস বইবে । তাই চৌ ইয়ুর সঙ্গে প্রস্তুতির কাজ করেছেন । সেই দিন ছাও ছাও হুয়ান কাইয়ের একটি চিঠি পেলেন , চিঠিতে হুয়ান কাই বলেছেন সেদিন তিনি আত্মসমর্পন করতে যাবেন । ছাও ছাও খুশি মনে জড়ানো নৌকাগুলোতে দাড়িয়ে হুয়ান কাইয়ের জন্য অপেক্ষা করেন । কিছুক্ষণ পর হুয়ান কাই দশ-বারোটি নৌকা নিয়ে ছাও ছাওয়ের নৌকাগুলোর দিকে আসেন । সেদিন দক্ষিণ-পূর্ব বাতাস বইছে বলে ছোট নৌকাগুলো শীঘ্রইছাও ছাওয়ের নৌকার কাছে পৌছে । হুয়ান কাইয়েরহাতের ইংগিত দেখেই তত্ক্ষনাত্ তার দশ-বারোটি ছোট নৌকায় আগুন জ্বলে উঠে ।জ্বালানী কাঠ ও তেলজাতীয় জিনিস ভরা এই সব নৌকা ছাও ছাওয়ের জড়ানো নৌকাগুলোর কাছে আসে , অল্পক্ষণেই ছাও ছাওয়ের নৌকাগুলোতেও আগুন ধরে । কিন্তু ছাও ছাওয়ের নৌকাগুলো লোহার চেন দিয়ে জড়ানো হয়েছে বলে কেউ আগুন থেকে পালাতে পারে না , পানিরনদী তত্ক্ষনাত্আগুনের নদীতে পরিণত হলো । ছাও ছাও নৌকা ছেড়ে নদীর তীরে উঠলেন ।চৌ ইয়ুর বাহিনী ছাও ছাওয়েরতীরেরখাদ্য শস্য রাখার গুদামেওআগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলো । সুন ছুয়ান ও লিউ পেইয়ের বাহিনী এই সুযোগে আক্রমণ চালিয়ে বিজয় লাভ করে , ছাও ছাও তার প্রহরীদের সাহায্যেপালিয়ে উত্তর চীনে ফিরে গেলেন । 

  ছি পিই যুদ্ধের পর ইয়াংসি নদী বরাবর অঞ্চলে সুন ছুয়ানেরঅবস্থান আরো মজবুত হলো , লিউ পেইএই সুযোগে চিংচৌয়ের বেশীর ভাগ এলাকা দখল করলেন । চীনে ছাও ছাও , সুন ছুয়ান ও লিউ পেই –এই তিনটিশক্তি পরস্পরকে প্রতিদ্বন্দ্বীর চোখে দেখতে শুরু করে । ছি পি যুদ্ধের বেশ কয়েকটি কাহিনী এখনও চীনাদের মুখে মুখে । যেমন কমান্ডার হুয়ান কাই চৌ ইয়ুর মার খেয়ে ছাও ছাওকে আত্মসমর্পনের ভান করার কাহিনীকে ‘ খু রো চি ’ বলা হয় , এর অর্থ হলো ছাও ছাওকে প্রতারনার জন্য চৌ ইয়ু ইচ্ছা করে হুয়ান কাইকে মারেন , এতে হুয়ান কাই যথেষ্ট শারীরিক কষ্ট পেয়েছেন । ফান থোন লিউ পেইয়ের সামরিক উপদেষ্টা চুকে লিয়ানের বন্ধু , তিনিই ছাও ছাওয়ের সঙ্গে দেখা করে ছাও ছাওকে লোহার চেন দিয়ে নৌকাগুলো জড়িয়ে দেয়ার প্রস্তাব করেন , ফলে ছাও ছাওয়ের বাহিনী ছি পি যুদ্ধে গুরুতরভাবে পরাজিত হয় । ফান থোনের এই প্রস্তাবকে ‘ লিয়েন হুয়ান চি ’ বলা হয় ।