ছাও কুইর ছি রাজ্যের আক্রমণ প্রতিরোধ যুদ্ধের কাহিনী


        সাধারণতভাবে বলতে গেলে যুদ্ধ সৈন্যদের কাজ । কিন্তু প্রাচীন চীনের সামরিক ইতিহাসে একজন সাধারণ অধিবাসী নিজের দক্ষতা দেখিয়ে সামরিকবাহিনী পরিচালনা করে বিদেশেরআক্রমণ প্রতিরোধ করে বিজয় অজর্ন করেছিলেন। ছি রাজ্যের আক্রমণ প্রতিরোধ যুদ্ধের প্রধান অধিনায়ক ছাও কুই এই ধরনের একজন সাধারণ অধিবাসী ছিলেন । 

  যুদ্ধমান রাজ্যসমূহের আমলে চীনে অনেক ছোট ছোট রাজ্য ছিল । এই সব রাজ্যের মধ্যে শক্তিশালী কয়েকটি রাজ্য আধিপত্য স্থাপনের চেষ্টা করে । ছি রাজ্য এই কয়েকটি রাজ্যের অন্যতম । ছি রাজ্যের রাজা ছি হুয়ান কোন খৃষ্টপূর্ব ৬৮৪ সালে দুর্বল লু রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিলেন । লু রাজ্যের রাজা লু চিয়ান কোন দৃঢভাবেছি রাজ্যের আক্রমণ প্রতিরোধ করতে বদ্ধপরিকর । 

  ছি রাজ্যের আক্রমনের সামনেলু রাজ্যের অধিবাসীরাও ক্ষোভ প্রকাশ করেন । ছাও কুই নামে এক সাধারণ অধিবাসীছি রাজ্যের আক্রমন প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়ার জন্য রাজা লু চুয়ান কোনের সঙ্গে দেখা করার অনুরোধ জানালেন । তার বন্ধু ছাও কুইকে বলেন , এই সবসরকার ও সৈন্যবাহিনীর কাজ , এতে আপনি কিভাবে অংশ নেবেন ? 

  ছাও কুই বললেন , সরকারী কমর্কর্তারা শুধু সামনের স্বার্থের কথা বিবেচনা করেন , তাদের হাতে কোনো ভালো উপায় থাকবে না । এখন দেশের অবস্থা বিপদজনক , আমিবসে থাকতে পারি না । তিনি রাজপ্রাসাদে গিয়ে রাজার সঙ্গে দেখা করার অনুরোধ জানালেন । 

   রাজার সঙ্গে সাক্ষাত্কারে ছাও কুই ছি আক্রমণের প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়ার অনুরোধ জানালেন । তিনি রাজাকে জিজ্ঞেস করেন , ছি রাজ্য আমাদের লু রাজ্যের চেয়ে অনেক শক্তিলালী , আপনি কি ভাবে ছি রাজ্যের আক্রমণ প্রতিরোধ করবেন ? 

  রাজা লু চুয়ান কো বললেন , রাজা হলেও কোনো ভালো খাবার বা ভালো কাপড় আমি একা উপভোগ করি নি , সব সময় অন্যদের বিলি করে এক সঙ্গে উপভোগ করতাম । আমি মনে করিএই জন্য সবাই আমাকে সাহায্য করবেন । ছাও কুই রাজার এই কথা শুনে আপত্তি করে বললেন , এই ধরনের ছোটোখাটো সুবিধা বেশী লোক পান নি , তাই সাধারণ অধিবাসীরা এই জন্য আপনাকে সাহায্য করবেন না।  

  রাজা বললেন , প্রাথর্না অনুষ্ঠানে আমি আনুগত্যের সঙ্গে দেবতার সাহায্য কামনা করেছি ।  

  ছাও কুই বললেন , দেবতা আপনাকে সাহায্য দিতে পারবে না ।

  লু চুয়ান কোন একটু ভেবে বললেন , সাধারণ অধিবাসীদের দায়ের করা মামলাগুলো আমি প্রতিটিতদন্ত না করলেও ন্যায় বিচারের চেষ্টা করেছি । 

   ছাও কুইসায় দিয়ে বললেন , এই ব্যাপারে অধিবাসীরা সন্তুষ্ট । আমি মনে করি আপনার এই হিতকর কাজের জন্যই আপনি ছি রাজ্যকে পরাজিত করতে পারবেন ।

  ছাও কুই রাজার সঙ্গে রণক্ষেত্রে যাওয়ার অনুরোধ জানালেন । বিজয় সম্পর্কে ছাও কুই আস্থাবান দেখে রাজা তার অনুরোধমঞ্জুর করলেন । তারা এক সঙ্গে একটি গাড়ীতে করে সৈন্যদের নিয়ে রওয়ানা হলেন । 

  প্রাচীন চীনে দুটি রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে দু পক্ষ প্রথমে সৈন্য সমাবেশ করে । তার পর এক পক্ষ ঢাক-ঢোল পিটিয়ে যুদ্ধের আহ্বান জানায় , অন্য পক্ষও ঢাক পিটিয়ে উত্তর দেয় । এক পক্ষের ঢাকেরশব্দ শুনে অন্য পক্ষ যদি উত্তর না দেয় , তাহলে এই পক্ষ তিন বার ঢাক পিটার পর আক্রমণ শুরু করতে পারে । ছি ও লু রাজ্যের সৈন্যরা ছান সাওয়ে ( আজকের সান তুং প্রদেশের লাই উ শহর ) সৈন্য সমাবেশ করলো । ছি রাজ্যের সৈন্য সংখ্যা বেশী ভেবেসর্বপ্রথমে ঢাক –ঢোল পিটাতে শুরু করে , ঢাক-ঢোলের শব্দ শুনে লু রাজাও উত্তর দিতে চেয়েছিলেন । ছাও কুই বাধা দিয়ে বললেন , আপনি একটু অপেক্ষা করুন , উত্তর দেয়ার সময় হয় নি ।  

  ছি বাহিনীর দ্বিতীয় বার ঢাকের শব্দ শুনেও ছাও কুই লু রাজাকে নীরবে বসে থাকতে বললেন । লু বাহিনীর সৈন্যরা ছি বাহিনীর ঔদ্ধত্য দেখে রেগেতাদের সঙ্গে লড়াই করতে চেয়েছিল । কিন্তু রাজার হুকুম ছাড়া তাদের অপেক্ষা করতেই হয় ।  

  ছি রাজ্যের কমান্ডার লু রাজ্যের বাহিনীর কোনো উত্তর না পেয়ে তৃতীয় বার ঢাক পিটালো ।তারা মনে করে লু রাজ্যের বাহিনী ভয় পেয়েছে , তাই অহংকারীভাবে আক্রমণ করতে শুরু করল । 

  এই সময় ছাও কুই লু রাজাকে বললেন , এখন আপনি পাল্টা আক্রমণের আদেশ জারি করতে পারেন । 

  লু রাজ্যের অবস্থানে সৈন্যরা আক্রমণ চালানোর ঢাক-ঢোলের আওয়াজশুনে বাঘের মতো শত্রু সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ল । ছি বাহিনীর সৈন্য লু বাহিনীর প্রবল আঘাতে টিকে থাকতে না পারে পিছনের দিকে পশ্চাত্পসরণ করতে শুরু করে । 

  লু রাজা ছি বাহিনী পশ্চাত্পসরণ দেখে পিছু ধাওয়ার আদেশ জারি করতে চেয়েছিলেন । কিন্তু ছাও কুই তাকে বললেন , আপনি একটু অপেক্ষা করুন , আমি অবস্থা দেখে আসি । তিনি গাড়ী থেকে নেমে পথে ছি বাহিনীর রণ যানগুলোর দাগ পর্যবেক্ষণ করেন এবং ছি বাহিনীরঅপসরণের অবস্থা পর্যবেক্ষণ করেন । তার পর তিনি রাজাকে বললেন , এখন আপনি পিছু ধাওয়ার আদেশ দিতে পারেন । 

  লু বাহিনী রাজার আদেশ পেয়ে বীরত্বের সঙ্গে ছি বাহিনীর পিছু ধাওয়া করে শত্রু সৈন্যদের লু রাজ্য থেকে তাড়িয়ে দিলো । 

  লু বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে বিজয় অর্জন করল । লু রাজা মনে মনে রণক্ষেএে ছাও কুইয়ের ঠান্ডা মাথায় যুদ্ধ পরিচালনার দক্ষতারখুব প্রশংসা করেন , কিন্তু তার রণকৌশল সম্পর্কে তিনি পুরোপুরিভাবে বুঝতে পারেন নি । রাজপ্রাসাদে ফিরেতিনিছাও কুইকে জিজ্ঞেস করেন , ছি বাহিনীর প্রথম ও দ্বিতিয়বার ঢাক বাজানোর পর আপনি কেন আমাকে উত্তর দিতে বাধা দেন ? 

  ছাও কুই বললেন , রণক্ষেত্রে সৈনিকেরবীরত্ব ও দৃঢ মনোবল সবচেয়ে গুরুত্বপূর্ণ । ছি বাহিনীর প্রথমবার ঢাক বাজার সময় তাদের সৈন্যদের বীরত্ব সবচেয়ে প্রবল , দ্বিতীয় বার ঢাক বাজার সময় তাদের দৃঢ মনোবল কিছুটা শিথিল হল , তৃতীয়বার ঢাক বাজার সময় তাদের দৃঢ মনোবল অনেক কমেছে । প্রতিপক্ষের সৈন্যদের দৃঢ মনোবল ও বীরত্ব কমতে থাকার সুযোগে আমাদের সৈন্যরা ঢাক-ঢোলের আওয়াজ শুনে বীরত্বের সঙ্গে লড়াই করবে , এই ধরনের যুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত ।  

  রাজা আবার জিজ্ঞেস করেন , শত্রু সৈন্যরা যখন পিছু হটে , তখন কেন আপনি সঙ্গে সঙ্গে পিছু ধাওয়ার আদেশ জারি করতে আমাকেমানা করেন ? ছাও কুই বললেন , যদিও ছি বাহিনী পরাজিত হয়ে পিছনে পশ্চাত্পসরণ করছে , কিন্তু ছি রাজ্য একটি শক্তিশালী বড় রাজ্য । আমি ভেবেছিলাম তারা হয়ত পরাজয়ের ভান করে কোথায় ওত্পেতে থেকে আক্রমণের সুযোগের অপেক্ষা করছে । তাই আমি গাড়ী থেকে নেমে তাদের পশ্চাত্পসরণের অবস্থা পর্যবেক্ষণ করেছি । আমি লক্ষ্য করেছি তাদের পতাকাগুলো মাটিতে পড়ে , গাড়ীর দাগ গুলোও এলোমেলো , তাই আমি বুঝতে পেরেছি তাদের আর কোনো সংগ্রামী শক্তি নেই । তাই আমি আপনাকে পিছু ধাওয়ার আদেশ জারি করতে বলেছি । 

  ছাও কুইয়ের কথা শুনে লু চুয়ান কোনের মনের সংশয় দূর হলো , তিনি বুঝতে পেরেছেন ছাও কুই সত্যিই একজন বুদ্ধিমান ও দক্ষ ব্যক্তি ।