ছান ফিন যুদ্ধের কাহিনী


       খৃষ্টপূর্ব চতুর্থ শতাব্দীর সময় চীনেররাজ্যসমূহ যুদ্ধমান ছিলো । ছিন রাজ্যে শাসন ব্যবস্থা সংস্কার করার পর দেশের শক্তি ক্রমেই বাড়ে । রাজা ছিন চাও ওয়ানের সময় ছিন রাজ্য তখনকার সাতটি অপেক্ষাকৃত বড় দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হয় । ছান-ফিন যুদ্ধ ছিন রাজ্যের চীনকে একত্রিত করার আগে চালানো একটি বিখ্যাত যুদ্ধ । 

  সেই আমলে হান , উই , ইয়েন ও চাও রাজ্য ছিন রাজ্যের প্রতিবেশী রাজ্য । ছিন রাজ্যের সম্প্রসারণ ঠেকানোর জন্য এই চারটি রাজ্য পরস্পরকে সাহায্য ও সমর্থন করতে রাজী হয় । এই চারটি রাজ্যের মধ্যে চাও রাজ্য সবচেয়ে শক্তিশালী আর উই রাজ্য সবচেয়ে দুর্বল । খৃষ্টপূর্ব ২৬৮ সাল থেকে ছিন রাজ্য উই রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে উই রাজ্যকে ছিন রাজ্যের অধীনে থাকতে বাধ্য করে । তার পর ছিন রাজ্য আবার হান রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালায় । হান রাজা আক্রমনের সামনে ভয় পেলেন , তিনিসান তান জেলা ( আজকের সানসি প্রদেশের ছান চি শহর ) উপহার হিসেবে ছিন রাজাকে দিয়ে তার সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করতেলোক পাঠালেন । কিন্তু হান রাজ্যের সান তান জেলা প্রশাসক ফোং থিন রাজার এই প্রস্তাবের বিরোধিতা করেন । চাও রাজ্যের সঙ্গে মিলিতভাবে ছিন রাজ্যের আক্রমণ প্রতিরোধের জন্য তিনি উদ্যোগের সঙ্গে সান তান জেলা চাও রাজ্যকে উপহার দিলেন । 

  চাও রাজাদূরদর্শী ব্যক্তি নন । তিনি নিজ রাজ্যের স্বার্থ বিবেচনা করে উপহার গ্রহন করে সান তান জেলা নিজের ভুখন্ডের অন্তর্ভুক্ত করেন । চাও রাজার এই কান্ডে ছিন রাজ্যের ক্ষোভ সঞ্চার করেছে । খৃষ্টপূর্ব ২৬১ সালে ছিন রাজা কমান্ডার ওয়ান ছিয়েনকে সৈন্য নিয়ে সান তানে আক্রমণ করতে পাঠান । সান তানে মোতায়েন চাও বাহিনী ছিন বাহিনীর আক্রমণ প্রতিরোধ করতে না পেরেসান তান ছেড়ে ছান ফিনে ( আজকের সানসি প্রদেশের কাও পিন ) পশ্চাত্পসরণ করে।চাও রাজা ছিন রাজ্যের আক্রমণের খবর পেয়ে সান তান আবার দখল করার জন্য কমান্ডার লিয়েন ফোকে ছান পিনে পাঠালেন । 

  কমান্ডার লিয়েন ফো ছান ফিন পৌঁছার পর ছিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালালেন । কিন্তু বেশ কয়েকবার আক্রমণে চাও বাহিনী পরাজিত হয় , চাও বাহিনীর ক্ষয়ক্ষতি বেশী । এই অবস্থার পরিপ্রেক্ষিতে লিয়েন ফো তার রণনীতি পরিবর্তন করে আক্রমণের পরিবর্তে অনুকূল ভৌগলিক অবস্থান দখল করে আত্মরক্ষামূলক নীতি কার্যকরী করেন । তার এই রণকৌশল সফল হয় । ছিন ও চাওয়ের বাহিনী ছান ফিনে কেউ কাউকে পরাজিত করতে পারে না ।  

  এই অচলাবস্থা ভাঙ্গার জন্য চাও রাজা ও কমান্ডার লিয়েন ফোর মধ্যে মনোমালিন্য সৃষ্টির জন্য ছিন রাজার লোক প্রচুর উপহার ও টাকা-পয়সা নিয়ে চাও রাজার পাশের মন্ত্রীদেরদেন এবং এই বলে গুজব রটায় যে লিয়েন ফো যে আত্মরক্ষামূলক নীতি কার্যকরী করছেন , তা’ তার ছিন রাজ্যের কাছে আত্মসমর্পন করার প্রতীক । আসলে তিনি ছিন বাহিনীর কমান্ডার চাও কুয়াকে ভয় করেন । চাও রাজা বাস্তব অবস্থা কিছুই জানেন না , তিনিও মনে করেন কমান্ডার লিয়েন ফো ছিন বাহিনীকে ভয় করেন , তাই আত্মরক্ষামূলক নীতি কার্যকরী করেন। এই সব গুজব শুনে তিনি তত্ক্ষনাত্ চাও কুয়াকে লিয়েন ফোর স্থলাভিষিক্ত করার আদেশ দিলেন ।  

  আসলে চাও কুয়ার বাস্তব অভিজ্ঞতা খুব কম , তিনি শুধু মুখে বা কাগজে রণকৌশল নিয়েগবেষণা করেন । ছান ফিন পৌঁছে তিনি লিয়েন ফোর আত্মরক্ষামূলক রণকৌশল পরিবর্তন করেসান তান আবার দখল করার জন্য ছিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালানোর প্রস্তুতি নেন । 

  নিজের মনোমালিন্য সৃষ্টির কৌশল সফল হয়েছে দেখে ছিন রাজা ওয়ান ছিনের স্থলাভিষিক্ত করে অভিজ্ঞ কমান্ডার পাই ছিকে ছিন বাহিনীর কমান্ডার হিসেবে পাঠালো । চাও বাহিনীর হুঁশিয়ারী এড়ানোর জন্য ছিন রাজা এই সব তথ্য গোপন রাখার নিদের্শ দিলেন । 

  কমান্ডার পাই ছি ভালো করে জানেন , চাও বাহিনীর কমান্ডার চাও কুয়া একজন অভিজ্ঞ কমান্ডার নন , তাই শত্রু কে প্রলোভনের জন্য প্রথমে পিছু হটার ভান করে পরে ঘেরাও করে শত্রুনিশ্চিহৃ করার নীতি গ্রহন করেন । 

  খৃষ্টপূর্ব ২৬০ সালে চাও কুয়া ছিন বাহিনীর বিরুদ্ধে বিরাটাকার আক্রমণ চালালেন । প্রথম দিকে ছিন বাহিনী পরাজিত হয়ে পিছু হটার ভান করে । চাও কুয়া এই অবস্থা দেখে ছিন বাহিনীর পিছনে ধাওয়া করতে শুরু করে । কিন্তু ছিন বাহিনীর নির্দিষ্ট অবস্থানে প্রবেশের পর চাও বাহিনী ছিন বাহিণীর তীব্র প্রতিরোধের সম্মুখীন হয় । এই সময় চাও কুয়া পিছনে সরে যেতে চেয়েছিলেন , কিন্তু ততক্ষণে দেরী হয়ে গেছে , আগে দুই পাশে ওত্পেতে থাকা ছিন বাহিনী আক্রমণ চালিয়ে চাও বাহিনীকে ঘেরাও করে ফেলে । 

  নিরাশায় চাও কুয়া তার কিছু সৈন্য নিয়ে ছিন বাহিনীর ঘেরাও থেকে বের হবার চেষ্টা করেন , ফলে তিনি ছিন বাহিনীর তীরবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন । কমান্ডার নিহত হওয়ার পর চাও বাহিনীর আর কোনো সংগ্রামী শক্তি নেই , তারা সব ছিন বাহিনীর কাছে আত্মসমর্পন করলো । ছিন বাহিনী ছান ফিন যুদ্ধের চুড়ান্ত লড়াইয়ে জয়ী হলো । 

  ছান ফিন যুদ্ধ চীনের সামরিক ইতিহাসের একটি বিখ্যাত যুদ্ধ , এই যুদ্ধ চীনের ইতিহাসে সবচেয়ে আগেকারবিরাটাকার ঘেরাও যুদ্ধেরএকটি দৃষ্টান্ত ।