উই রাজ্যকে ঘেরাও করে চাও রাজ্য বাঁচানোর কাহিনী


       সুন পিন চীনের রাজ্যসমূহের যুদ্ধমান আমলের একজন বিখ্যাত সমরবিদ । সুন পিন ও ফান চুয়ান এক শিক্ষকের কাছ থেকে সমরবিদ্যা শিখেন এবং এক সঙ্গে উই রাজ্যের সেবা করেন । ফান চুয়ান সুন পিনের দক্ষতার ঈর্ষা করেন এবং বার বার রাজার সামনে তার বিরুদ্ধে দোষারোপের চেষ্টা করেন । ফলে উই রাজার আদেশেসুন পিনের হাটু কাটা হয় । পরে ছি রাজ্যের কমান্ডার থিয়েন চিসুন পিনকে গোপনে ছি রাজ্যে নিয়ে যান । উই রাজ্য ঘেরাও করে চাও রাজ্য বাঁচানোর কাহিনী সুন পিন ও ফান চুয়ানের মধ্যে একটি যুদ্ধের বাহিনী । 

  খৃষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে চীন রাজ্যসমূহ যুদ্ধমানছিল । উই রাজ্য সর্বপ্রথমেরাজনৈতিক ও সামরিক সংস্কার ব্যবস্থা নেয় , ফলে উইরাজ্য ক্রমেই শক্তিশালী হয় এবং আশেপাশের কয়েকটি দুর্বল রাজ্যকে গ্রাস করে ।তখন উই রাজ্য ছাড়া পূর্বাঞ্চলের ছি রাজ্য ও পশ্চিমাঞ্চলের ছিন রাজ্যও শক্তিশালী ছিল । উই রাজ্যের প্রতিবেশী চাও রাজ্য ও উয়েই রাজ্য দুর্বল ছিল । 

  খৃষ্টপূর্ব ৩৬৮ সালে ছি রাজ্যের সমর্থনে চাও রাজ্য উই রাজ্যের অধীনস্থ ওয়েই রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালায় । উই রাজ্যের রাজা কমান্ডার ফান চুয়ানকে এক লক্ষ সৈন্য নিয়ে চাও রাজ্যের রাজধানী হানতান ঘেরাও করার আদেশ দিলেন ।দুর্বল চাও রাজ্য ছি রাজ্যের সাহায্যের দাবী জানাল । 

  ছি রাজ্যের মন্ত্রী চৌ চি চাও রাজ্যকে সাহায্য না করার পক্ষপাতী । তিনি মনে করেন , সৈন্য পাঠিয়ে চাও রাজ্যকে সাহায্য করলে ছি রাজ্যের শক্তির ক্ষতি হবে । কিন্তু মন্ত্রী তুয়ান কান লুন মনে করেন , উই রাজ্যচাও রাজ্যকে পরাজিত করে তার শক্তি আরো বাড়বে । এক শক্তিশালী উই রাজ্য ছি রাজ্যের পক্ষে হুমকি হয়ে দাঁড়াবে , তাই তিনি চাও রাজ্যকে সাহায্য করার পক্ষপাতী । 

  ছি রাজ্যের রাজা মন্ত্রী তুয়ান কান লুনের প্রস্তাব গ্রহণ করলেন । তিনি চাও রাজ্যকে সাহায্য করার জন্য আশি হাজার সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিলেন । কমান্ডার থিয়েন চি এই বাহিনীর প্রধান আর সুন পিন এই বাহিনীর উপদেষ্টা । 

  সুন পিনের সামরিক দক্ষতা সম্পর্কিত একটি কাহিনী চীনের সবাই জানেন ।  

  ছি রাজ্যের অভিজাত ব্যক্তিরা ঘোড়দৌড় প্রতিযোগিতা পছন্দ করেন । কমান্ডার থিয়েন চিও প্রায়ই রাজা ও রাজপুত্রদের সঙ্গে এই প্রতিযোগিতায়অংশ নেন । প্রতিযোগিতার আগে পন রাখতে হয় । প্রতিযোগিতায় থিয়েন চি খুব কম জয় লাভ করেন , এর জন্য থিয়েন চির মন খারাপ । সুন পিন লক্ষ্য করেছেন , থিয়েন চির ঘোড়াগুলো রাজা ছি ওয়েই ওয়ানের ঘোড়ার মান প্রায় একই ।দৌড় দেয়ার গতি অনুসারে ঘোড়াগুলোকে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতেবিভক্ত করা হয় । সুন পিন থিয়েন চিকে বললেন , পরবর্তী ঘোড় দৌড় প্রতিযোগিতায় আপনি বেশী পন রাখবেন , আমি নিশ্চিতভাবে বলতে পারি , আপনি জয়ী হবেন ।

   পরবর্তী ঘোড় দৌড় প্রতিযোগিতায় সুন পিন থিয়েন চিকে বললেন . আপনির তৃতীয় শ্রেণীর ঘোড়াকে রাজার প্রথম শ্রেণীর ঘোড়া , আপনার প্রথম শ্রেণীর ঘোড়াকে রাজার দ্বিতীয় শ্রেণীর ঘোড়া আর আপনার দ্বিতীয় শ্রেণীর ঘোড়াকে রাজার তৃতীয় শ্রেণীর ঘোড়ার সঙ্গেপ্রতিযোগিতার ব্যবস্থা করুন । ফলেতিনটি প্রতিযোগিতায় থিয়েন চি দুটিতে জয়ী হয়ে জয়লাভ করলেন।এই রণকৌশলের জন্য সুন পিন এক বিখ্যাত ব্যক্তি হলেন । 

  একবার আলাপের সময় ছি রাজা সুন পিনকে জিজ্ঞাস করেন , রণক্ষেত্রে দুপক্ষের অবস্থা প্রায় একই , কিন্তু কেউ আক্রমণ চালানোর সাহস পায় না , এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার রণকৌশল কি ? 

  সুন পিন বললেন , এই অবস্থায় একজন সাহসী ও অভিজ্ঞ কমান্ডারকিছু সৈন্য নিয়ে শত্রুর বিরুদ্ধে আক্রমণ চালানোর ভান করবেন , শত্রুদের প্রতারিত করার জন্য এ আক্রমণে এ কমান্ডারকে পরাজয় বরণ করতে হবে । বাকী সৈন্য শত্রুর দুই পাশে ওত্পেতে থাকবে । সামনের শত্রু সৈন্য জয়ী হয়েছে দেখে দু পাশেরওত্পাতা সৈন্য শত্রুর বিরুদ্ধে আক্রমণ চালালে অবশ্যই জয়ী হবে ।  

   থিয়েন চি ও সুন পিন চাওরাজ্যকে সাহায্য করার জন্য রওয়ানা হলেন। উপদেষ্টা সুন পিন পরিস্থিতির বিশ্লেষন করে মনে করেন , উই রাজ্যের বাহিনী শক্তিশালী , সামনাসামনি উই বাহিনীর সঙ্গে লড়াই চালালে ছি রাজ্যের বিরাট ক্ষতি হবে । উই রাজ্যের প্রধান বাহিনী চাও রাজ্যের রাজধানী হানতানে পাঠানো হয়েছে বলে রাজধানী তা লিয়ানের প্রতিরক্ষা দুর্বল । তাই সুন পিনএই সুযোগে উই রাজ্যের রাজধানী তা লিয়ানের বিরুদ্ধে আক্রমন চালানোর সিদ্ধান্ত নিলেন । রাজধানীর পরিস্থিতি বিপদজনক দেখে উই বাহিনী চাও রাজ্য থেকে সৈন্য প্রত্যাহার করবে , এই ভাবে চাও রাজ্যও বিপদমুক্ত হবে। 

  ছি রাজ্যের বাহিনীর শক্তি দুর্বল--- এই ধারনা সৃষ্টির জন্য সুন পিন ইচ্ছা করে সবচেয়ে দুর্বল বাহিনীকে উই রাজ্যের গুরুত্বপূর্ণনগর ফিন লি আক্রমণের আদেশ জারি করলেন , এই যুদ্ধে ছি বানিহনী পরাজিত হলো । উই রাজ্যের কমান্ডার ফান চুয়ান মনে করেন ছি বাহিনীর কোনো সংগ্রামী শক্তি নেই , তাই তিনি চাও রাজ্যের বিরুদ্ধে আক্রমণ আরো জোরদার করলেন । তিনি ভাবতেওপারেন না যে ছি রাজ্যের বাহিনী উই রাজ্যের রাজধানী তা লিয়ানের বিরুদ্ধেআক্রমন চালাতে পারে । 

  একই সময় সুন পিন স্বয়ং ছি রাজ্যের সেরা সৈন্যদের নিয়ে উই রাজ্যের রাজধানী তা লিয়ানের বিরুদ্ধে আক্রমণ চালালেন । ফান চুয়ান এই খবর পেয়েউই রাজ্যের রাজধানী রক্ষার জন্য তত্ক্ষনাত্ চাও রাজ্যের রণক্ষেত্র ত্যাগ করে রাজধানী তা লিয়ান ফিরে যাওয়ার চেষ্টা করেন । দ্রুত গতিতে দীর্ঘ পথ অতিক্রম করার দরুণ সৈন্যরা ও ঘোড়াগুলো খুব ক্লান্ত, তা লিয়ান প্রবেশ করেইতারা সুন পিংয়ের ঘেরাওয়েরসম্মুখীন হয় , তাই এই লড়াইয়ে ফান চুয়ানের বাহিনী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় । 

   ছি রাজ্যের বাহিনী শক্তিশালী শত্রু এড়িয়ে শত্রুর দুর্বল পয়েন্টের উপর মোক্ষম আঘাত হানার কৌশল ব্যবহার করে শুধু চাও রাজ্য বাঁচায় নি ,উই রাজ্যের শক্তিকে আরো দুর্বল করেছে । চীনের সামরিক ইতিহাসে এই বিখ্যাত যুদ্ধের রণকৌশলের তাত্পর্য রয়েছে ।