ঘাসভরা নৌকা দিয়ে তীর ধার করার কাহিনী


       খৃষ্টীয় তৃতীয় শতাব্দীর সময় চীনত্রিভুজ রাজ্য আমলে ছিলো ।এই তিনটি রাজ্য হল উত্তর অংশের উই রাজ্য ,দক্ষিণ –পশ্চিম অংশের সু রাজ্য আরদক্ষিণ অংশের উ রাজ্য । একবার উই রাজ্যের সৈন্যনদী অতিক্রম করে ইয়াংসি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত উ রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালাতে চায় । উই রাজ্যের বাহিনী উ রাজ্যের অদূরে সেনানিবাস তৈরী করে আক্রমণের প্রস্তুতি নেয় ।

  উ রাজ্যের কমান্ডার চৌ ইয়ু তীর ছোড়ার মাধ্যমে শত্রুর আক্রমণ প্রতিরোধ করার সিদ্ধান্ত নিলেন । কিন্তুঅল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় এক লক্ষ তীর তৈরী অসম্ভব । উরাজ্যেরমিস্ত্রীরা বলেছেন , এক লক্ষ তীর তৈরী করতে কমপক্ষে দশ দিন লাগে । উ রাজ্যের প্রতিরক্ষার জন্য দীর্ঘ দশ দিন অপেক্ষাও অসম্ভব । 

  ঠিক এই সময় সু রাজ্যের সামরিক উপদেষ্টা চুকে লিয়ান উ রাজ্যে সফরে গেলেন । চুকে লিয়ান একজন বুদ্ধিমান লোক । চৌ ইয়ু তাকে কম সময় প্রয়োজনীয় তীর যোগাড় করার উপায় জিজ্ঞেস করেন । চুকে লিয়ান চৌ ইয়ুকে বললন , তিনি তিন দিনের মধ্যে এক লক্ষ তীর যোগাড় করতে পারেন । সবাই মনে করেন চুকে লিয়ান বাড়িয়ে বলছেন , কিন্তু চুকে লিয়ান এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিন দিনের মধ্যে এক লক্ষ তীর যোগাড় করতে না পারলে তার শিরশ্চেদ হবে । এই প্রতিশ্রুতির জন্য চুকে লিয়ানচিন্তিত নন।তিনি উ রাজ্যের মন্ত্রী লু সুকে বললেন , সাধারণ উপায়ে এতো কম সময়ের মধ্যে এক লক্ষ তীর যোগাড় করা সম্ভব হবে না । তিনি লু সুর সাহায্য চান । তিনি লুসুকে বলেছেন তিনি বিশটি ছোট নৌকা চান , প্রতি নৌকায় ত্রিশজন সৈন্য থাকতে হয় । প্রতিটি নৌকায় নীল রংয়ের কাপড় পর্দার মতো টাঙাতে হয় এবং কাপড়ের উপর প্রচুর ঘাস গজাতে হয় । চুকে লিয়ান লু সুকে গোপনে এই সব প্রস্তুতির কাজ করার অনুরোধ জানালেন । লু সু চুকে লিয়ানের কথা মতো প্রস্তুতির কাজ করেছেন , কিন্তু চুকে লিয়ানের পরিকল্পনা জানেন না।  

  প্রথম দিন চুকে লিয়ান কোনো কাজ করেন নি । দ্বিতীয় দিনও তিনি প্রথমদিনের মতো কাটালেন । তিন দিনের মেয়াদ দু দিন পার হয়ে গেছে , কিন্তু চুকে লিয়ান একটি তীরও যোগাড় করতে পারেন নি । সবাই তার জন্য চিন্তিত , কারণ তিন দিনের মেয়াদ পার হলে চুকে লিয়ানের মৃত্যু হবে । তৃতীয় দিন মধ্য রাতে চুকে লিয়ান লু সুকে একটি নৌকায় নিয়ে তাকে বললেন , আপনি আমার সঙ্গে তীরযোগাড় করতে যাবেন কেমন ? লু সু বললেন , আমরা কোথায় তীর যোগাড় করতে যাবো ? চুকে লিয়ান হেসে বললেন , গিয়েই আপনি সব বুঝবেন । এই কথা বলে চুকে লিয়ান লম্বা ও মোটা দড়ি দিয়েবিশটি নৌকা এক সঙ্গেজোড়া দেয়ার আদেশ জারি করেন এবংনৌকা করে উই রাজ্যেরসেনানিবাসের দিকে রওয়ানা হলেন ।

  সেদিন রাত্রে ঘন কুওয়াসা ছিলো ।হাত বাড়ালে হাতের পাঁচটি আঙুল দেখা যায় না । চুকে লিয়ান নৌবহরকে দ্রুত গতিতে যাওয়ার নির্দেশ দিলেন । নৌকাগুলো যখন উই বানিহনী সেনানিবাসের নিকর্টবর্তী জায়গায় পৌছে ,চুকে লিয়ান নৌকার সৈন্যদের ঢোল বাজিয়ে চিত্কার করার আদেশদিলেন । লু সু তার এই আদেশ শুনে ভয় পেয়ে চুকে লিয়ানকে বললেন , আমাদের হাতে মাত্র বিশটি নৌকা ও ছয় শ’ সৈন্য , উই রাজ্যের বাহিনী আক্রমণ চালালে আমাদের পরাজয় নিশ্চিত । চুকে লিয়ান হেসে বললেন , আপনি চিন্তা করবেন না , আমি নিশ্চিতভাবে বলতে পারিএমন ঘন কুওয়াসার রাত্রে উই বাহিনী আক্রমন চালাবে না , আসুন আমরা নৌকায় বসে মদ খাই । 

   উই রাজ্যের সেনানিবাসের সৈনিকরা নদী থেকে ভেসে আসা ঢোল ও চিত্কার শুনেছে । কমান্ডার ছাও ছাও ও অফিসারদের সঙ্গে প্রতিরোধের উপায় আলোচনা করেন । তারা মনে করেন , ঘন কুওয়াসায় সৈন্য পাঠানো বিপদজনক । শত্রুসৈন্য ঠেকানোর জন্য ছাও ছাও দশ হাজার তীরন্দাজকে নদী তীর থেকে তীর ছোড়ার আদেশ দিলেন । তীরন্দাজরা চিত্কারের আওয়াজ অনুসরণ করে তীর ছুড়তে শুরু করে । প্রচুর তীরচুকে লিয়ানের নৌকাগুলোতে পড়ে । অল্পক্ষণের মধ্যেই বিশটি নৌকায় টাঙানোঘাসপূর্ণ কাপড় তীরে ভরে যায় । চুকে লিয়ান নৌকাগুলোকে ঘুরিয়ে দেয়ার আদেশ দিলেন , যাতে কাপড়ের অন্য দিকেও তীর বিধতে পারে।বিশটি নৌকার টাঙানো কাপড়ে তীর ভর্তি হয়েছে দেখে চুকে লিয়ান নৌকাগুলোকে প্রত্যাবর্তনের আদেশ দিলেন । এই সময় কুওয়াসা ধীরে ধীরে কমে গিয়েছে । উই রাজ্যের কমান্ডাররাউ রাজ্যের মতলব বুঝতে পেরেআফসোস করেন । 

   চুকে লিয়ানের নৌকাগুলোউ রাজ্যের সেনানিবাসে পৌঁছার সময় উ রাজ্যের কমান্ডার চৌ ইয়ুতীর বহণের জন্য পাঁচ শ’জন সৈন্য পাঠিয়েছেন । গণনার পর বিশটি নৌকায় বিধ হওয়া উই রাজ্যের তীরের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যায় । উ রাজ্যের কমান্ডার চুকে লিয়ানের মেধার ভুয়শী প্রশংসা করেন । অনেকে এই প্রশ্ন করেন যে , চুকে লিয়ান কিভাবে জানবেন যে তৃতীয় দিন রাত্রে নদীতে ঘন কুয়াসা হবে ? আসলে চুকে লিয়ান আবহাওয়ার পরিবর্তন সম্বন্ধে গবেষণা করেন । আবহাওয়া পর্যবেক্ষণ ও বিশ্লেষন করে তিনি জানতে পারেন তৃতীয় দিন রাত্রে ইয়াংসি নদীকে ঘন কুয়াসা হবে । চুকে লিয়ান বুদ্ধি খাটিয়ে শত্রুর হাত থেকে এক লক্ষ তীর হস্তগত করলেন ।