দুটি পিচ দিয়ে তিন জোয়ান হত্যার কাহিনী


       খৃষ্টপূর্বসপ্তম শতাব্দীর সময় চীনে অনেক ছোট ছোট রাজ্য ছিলো । ছি রাজ্যে তিন জোয়ানের নাম থিয়েন খাই ছিয়ান , কু ইয়েন চি আর কোন সুন চিয়ে । এই তিন জোয়ান যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন , রাজা তাদের খুব আদর করেন , স্থানীয় অধিবাসীরা তাদেরকে তিন বীর বলতেন । কিন্তু ধীরে ধীরে এই তিন জোয়ান নিজের অবদানের জন্য অহংকারী হয়ে উঠেন । তারা স্থানীয় অধিবাসীদের ওপর অত্যাচার করেন , কেউ তাদের দুরাচার থামাতে পারে না । এই সময় ছেন উ ইউ নামে একজন ধূর্ত ব্যক্তি এই সুযোগে এই তিনকেটাকা দিয়েহাত করেশাসন ক্ষমতা দখলেরচেষ্টা করে । 

   ছি রাজ্যের প্রধানমন্ত্রী ইয়েন ইংরাজ্যের এই অবস্থার জন্য উদ্বিগ্ন । রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি এই তিন জোয়ানকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন । রাজ্যের প্রধানমন্ত্রী হলেও ইয়েন ইং কিভাবে রাজার আস্থাভাজনএই তিন জোয়ানকে হত্যা করতে পারেন ? ইয়েন ইং সব সময় এই কথা চিন্তা করেন । একদিন ছি রাজ্যের প্রতিবেশীলু রাজ্যের রাজা ছি রাজ্যেআসেন।ছি রাজা রাজপ্রাসাদে লু রাজা ও তার সফরসঙ্গীদের আপ্যায়ন করেন । ইয়েন ইং , তিন জোয়ান ও রাজ্যের প্রধান প্রধানকমর্কর্তারা ভোজানুষ্ঠানে উপস্থিত ছিলেন । ভোজানুষ্ঠান শেষ হওয়ার আগে ইয়েন ইং রাজাকে বললেন তিনি বাগান থেকে কিছু পিচ ফল নিয়ে অতিথিদের খাওয়াবেন । রাজা রাজী হলেন । ইয়েন ইং বাগান থেকে ছয়টি পিচ ফল নিয়ে আসেন । দুই রাজা প্রত্যেকে একটি করে খেলেন । দুটি রাজ্যের দুই প্রধানমন্ত্রীওএকটি করে খেলেন । বাকী দুটি পিচ ফল রইলো । ইয়েন ইং প্রস্তাব করলেন , পাশে বসা কমর্কর্তারা রাজ্যের প্রতি নিজের অবদানের বিবরণ দেবেন , যার অবদান বেশী , তিনি পিচ ফল পাবেন। 

   রাজা ইয়েন ইংয়ের প্রস্তাবভালো মনে করেন । কারণ কমর্কর্তাদের অবদান তুলনার মাধ্যমে ভোজানুষ্ঠানের পরিবেশ আরো প্রাণবন্ত হয় । তাই রাজা তার মন্ত্রী ও কমর্কতার্দের নিজের অবদান বণর্নার নির্দেশ দিলেন । তিন জোয়ানের মধ্যে কোন সুন চে সর্বপ্রথমে তার অবদান বণর্না করলেন । তিনি বললেন , আমি রাজার সঙ্গে শিকার করার সময় একটি বাঘ মেরে ফেলেছিলাম। আমি এই বাঘ মেরে না ফেললে রাজা বিপদগ্রস্ত হতেন , আপনারা বলুন , আমার অবদান বড় কিনা ? ইয়েন ইং বললেন , আপনার অবদান বড় , আপনাকে একটি পিচ ফল দেওয়া উচিত । কোন সুন চে সবার সামনে পিচ ফল পেয়ে খুব খুশি । 

  তিন জনের মধ্যে দ্বিতীয় জোয়ানের নাম কু ইয়েন চি । কোন সুন চে পুরস্কার পিচ ফল পেয়েছে দেখে তিনি উঠে দাঁড়িয়ে বললেন , বাঘ মেরে ফেলা বড় অবদান নয় । আমি হোয়াং হো নদীতে একটি বড় কাছিম হত্যা করে রাজার জীবন রক্ষা করেছিলাম । আমার এই অবদান কোন সুন চের চেয়ে বড় । রাজা তার কথা শুনে শায় দিয়ে আরেকটি পিচ ফল কু ইয়েন চিকে দিলেন ।  

  এই সময় তিনজনের মধ্যেশেষ জোয়ান থিয়েন খাই ছিয়ান আর বসে থাকতে পারেন না । তিনি ক্ষুব্ধ কন্ঠেনিজের অবদান বণর্না করলেন । তিনি বললেন , যুদ্ধের সময় তিনি বীরত্বের সঙ্গে লড়াই করে পাঁচ শ’ শত্রুবন্দী করে রাজ্যের জন্য বড় অবদান রেখেছিলেন । তিনি রাজাকে জিজ্ঞেস করেন , তার অবদান বড় কিনা। রাজা তাকে সান্ত্বনা করে বললেন , আপনার অবদান সত্যই বড় , কিন্তু আপনি সবশেষে নিজের অবদান বলেছেন , আমার হাতে পিচ ফল শেষ হয়েছে , পরে আমি আপনাকে পুরস্কার দেবো , কেমন ? 

  থিয়েন খাই ছিয়ান রাজার এই কথা শুনে খুব রাগ হলেন । তার ধারণা , তিনি দেশের জন্য অনন্যসাধারণ অবদান রেখেছেন , কিন্তু সবার সামনে অপমানিত হয়েছেন । তাই তিনি রাগের মাথায় গায়ে বাঁধা তলোয়ার বের করে আত্মহত্যা করলেন । প্রথম জোয়ান কোন সুন চে থিয়েন খাই ছিয়ানের আত্মহত্যা দেখে তলোয়াল বের করে বললেন , আমার অবদান ছোট , তবে পুরষ্কার পেয়েছি , জেনারেল থিয়েন খাই ছিয়ানের অবদান বড় , কিন্তু পুরস্কার পান নি , এটা সত্যই এক অযৌক্তিক ব্যাপার । এই কথা বলে তিনিও আত্মহত্যা করলেন । এই সময় জোয়ান কু ইয়েন চিও লাফিয়ে উঠে বললেন , আমরা তিনজন একসঙ্গে জীবিত থাকা ও মৃত্যুবরণের প্রতিজ্ঞা করেছিলাম । এখন তারা দুজন মারা গেছে , আমি কি করে একা বেঁচে থাকবো ? এই কথা বলে কু ইয়েন চিও আত্মহত্যা করলেন । 

  অল্পক্ষণের মধ্যে তিন জোয়ান আত্মহত্যা করলেন । ছি রাজা ও ভোজানুষ্ঠানে উপস্থিত সকল লোক এই দৃশ্য দেশে হতভম্ব হলেন , তাদের বাধা দেওয়ার সময়ও তারা পান নি । ইয়েন ইং বুদ্ধি খাটিয়ে মাত্র দুটি পিচ ফল দিয়ে তিন জোয়ানকে হত্যা করে দেশের নিরাপত্তা নিশ্চিত করলেন ।