আলোক-সংকেত টাওয়ারে মেকি আদেশ জারির কাহিনী 


         চীনের সামন্ততান্ত্রিক রাজবংশে রাজা দেশের সর্বোচ্চ শাসক , তার হাতের অধিকার সবচেয়ে বড় । কিন্তু রাজা যদি দেশের অধিকার যথাচ্ছা ব্যবহার করেন ,তাহলে শুধু নিজের পতন ডেকে আনবে । 

  চৌ ইউ ওয়ান খৃষ্টপূর্ব অষ্টম শতাব্দীর চৌ রাজবংশের শেষ রাজা । তার শাসনামলে চৌ ইউ ওয়ান শাসনের কাজ করতেন না , সারা দিন রাজপ্রাসাদের সুন্দরী নারী ও উপপত্নীর সঙ্গে খেলেন । চৌ ইউ ওয়ানেরপাওসি নামে এক সবচেয়ে প্রিয় উপপত্নী ছিলো । পাওসির সব অনুরোধ চৌ ইউ ওয়ান সবসময়ই মেটানোর চেষ্টা করতেন । তবুও পাও সি খুশি নয় , তার মুখ সবসময় গম্ভীর ,হাসি কম । পাও সির মুখের হাসি দেখার জন্য চৌ ইউ ওয়ান চেষ্টার কোনো ত্রুটি করতেন না। কিন্তু তিনি যতোই চেষ্টা করেন , পাও সির মুখ ততোই গম্ভীর হয় ।  

  একদিন চৌ ইউ ওয়ান পাওসিকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদের বাইরে বেড়াতে গিয়েছিলেন । তারা লি পাহাড়ের আলোক-সংকেত টাওয়ারে হাজির হন । চৌ ইউ ওয়ান পাওসিকেআলোক –সংকেত টাওয়ারের ভূমিকা ব্যাখ্যা করে বলেন , এটা যুদ্ধের খবর দেয়ার একটি টাওয়ার । সেই আমলে রাজধানী থেকে দেশের সীমান্ত অঞ্চল পর্যন্ত নির্দিষ্ট দূরত্বে পর পর মাটির তৈরী এই ধরনের সংকেত টাওয়ার তৈরী হয় ।সৈন্যরা দিন রাত এই সব সংকেত-টাওয়ারে পাহারা দেয় । শত্রু সীমান্ত অঞ্চলে আক্রমণ চালালে আলোক –সংকেত টাওয়ারের প্রহরীরা আলোক –সংকেত টাওয়ারে আগুন জ্বালিয়ে দেয়।আগুনের ধোয়া দেখে পাশের টাওয়ারও আগুন জ্বালানো হবে । এইভাবে দেশের অন্যান্য জায়গার সৈন্যরা খবর পেয়ে সাহায্য করতে আসে ।  

  পাও সি চৌ ইউ ওয়ানের কথা শুনে বিশ্বাস করেন না যে আলোক –সংকেত টাওয়ারে আগুন জ্বালানোর মাধ্যমে হাজার মাইল দূরের সৈন্য ডেকে আনতে পারে । পাও সিকে খুশী করানোর জন্য রাজা চৌ ইউ ওয়ান আলোক –সংকেত টাওয়ারে আগুন জ্বালানোর আদেশ জারী করলেন । টাওয়ারের ধোয়া দেখে একটির পর একটি টাওয়ারে আগুন জ্বালাতে শুরু হলো । বিভিন্ন জায়গার কমান্ডাররা ধোয়া দেখে মনে করেন রাজধানী শত্রুর আক্রমনের সম্মুখীন হচ্ছে , তাই তারা সৈন্য নিয়ে সাহায্য করতে আসে । 

  সৈন্যরা লি পাহাড়ের পাদদেশে হাজিরহয়ে দেখলো রাজা চৌ ইউ ওয়ান ও পাওসি টাওয়ারে বসে সানন্দে মদ খাচ্ছেন । চার পাশে কোনো শত্রু নেই ।প্রতারিত হয়েও বিভিন্ন জায়গার কমান্ডাররা রাজার সামনে অসন্তোষ প্রকাশ করতে সাহস পায় না , তাই তারা নিরুপায়ে সৈন্যদের নিয়ে ফিরে গেলেন । পাও সি কিন্তু কমান্ডারদের ক্ষুব্ধ ও নিরুপায় অবস্থা দেখে মজা মনে করেন , তাই মৃদুভাবে হাসলো । নিজের প্রিয় উপপত্নী পাও সি হাসছেন দেখে চৌ ইউওয়ান খুব খুশী । 

  কমান্ডার ও সৈন্যরা চলে যাওয়ার পর রাজাচৌ ইউ ওয়ান আবার সংকেত টাওয়ারে আগুন জ্বালানোর আদেশ দিলেন । কমান্ডাররা আবার সৈন্যদের নিয়েআসলো ।কমান্ডাররা আবার প্রতারিত হয়েছে দেখে রাজা ও পাও সিসংকেত টাওয়ারে হো হো করে হাসতে লাগলো । এই ধরনের ঘটনা বেশী ঘটার পর কমান্ডাররাআর সংকেত টাওয়ারের ধোয়াবিশ্বাস করেন না ।  

  কিছুদিন পর পাও সিকে খুশি করানোর জন্য চৌ ইউ ওয়ান পাও সিকে রাণী আর পাওসির ছেলেকে রাজপুত্র করার কথা চিন্তা করেন । এই লক্ষ্যহাসিলের জন্য রাজা চৌ ইউ ওয়ান রানী ও রাজপুত্র বাতিল করার আদেশ দিলেন । রাণীর বাবা সেন রাজ্যের রাজা , এই খবর পেয়ে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে চৌ রাজবংশের বিরুদ্ধে আক্রমণ চালালেন । চৌ ইউ ওয়ান শত্রুকে দেখে সাহায্যের জন্য আলোক-সংকেত টাওয়ারে আগুন জ্বালানোর আদেশ নিলেন । 

  কিন্তু বিভিন্ন জায়গার কমান্ডাররা আর চৌ ইউ ওয়ানকে বিশ্বাস করছেন না । সংকেত টাওয়ারে ধোয়াদেখেও কেউ সাহায্যের জন্য আসে না । শত্রু শীঘ্রই চৌ রাজের রাজধানী দখল করে । তারা রাজা চৌ ইউ ওয়ানকে হত্যা করলো এবং পাও সিকে নিয়ে গেলো । চৌ রাজবংশেরপতন হলো ।