তুংফানসোর ‘ সোমি ছানআন ’ –এর কাহিনী


        তুংফানসো চীনের একজন বিখ্যাত ব্যক্তি । তার ধীশক্তি সংক্রান্ত গল্পগুলো চীনে বহুল প্রচারিত হয় ।  

  তুং ফান সো খৃষ্টপূর্ব তৃতিয় শতাব্দীর হান রাজবংশের একজন পন্ডিত । তিনি ভালো প্রবন্ধ লিখতে পারেন এবং মজার মজার কথা বলতে পারেন । তিনি তখনকার রাজধানীর ছান আনেরনিম্নপদেরএকজন কর্মচারী ছিলেন। সেই সময় বামনরা রাজপ্রাসাদের ঘোড়াগুলো দেখাশোনার দায়িত্ব পালন করে । তারা নিম্ন শ্রেণীর লোক হলেও রাজার সঙ্গে দেখাসাক্ষাতের সুযোগ বেশি পায় । নিজের উপর রাজার দৃষ্টি আকর্ষনের জন্য তুং ফান সো একটি মতলব আটাঁর সিদ্ধান্ত নিলেন ।  

  একদিন তুং ফান সো একজন বামনকে বললেন , রাজা বলেছেন , তোমরা বামনরা সব বেঁটে মানুষ , গায়ে জমি চাষ করার শক্তি নেই , যুদ্ধের সময় শত্রুকে হত্যা করতে পারে না , স্থানীয় অফিসারের কাজও করতে পারে না। তোমাদের মতো বামনরা খামাখা দেশের সম্পত্তি নষ্ট করতে পারো , তাই তিনি দেশের সব বামন হত্যা করার কথা চিন্তা করছেন । 

  বামনরাতুং ফান সোর এই কথা শুনে ভয়ে কেঁদে উঠলো । 

  তুং ফান সো বললেন , আমি তোমাদেরসাহায্য করতে পারি ।

  বামনরা তার কথা শুনে খুব খুশী । তারা তুং ফান সোকে জিজ্ঞেস করেন যে কি উপায়ে তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে । তুং ফান সো বললেন , তোমাদেরকে সকল বামনকে একত্র করে রাজার সামনে হাটু গেড়েরাজার ক্ষমা চাইতে হবে । 

  পরদিন সকল বামনরা রাজা বাইরে যাওয়ার সময় তার সামনে হাটু গেড়ে ক্ষমা চাইল । রাজা তাদের ক্ষমা চাওয়ার কারণ জিজ্ঞেস করলে বামনরা বললো , তুং ফান সো বলেছেন রাজা আমাদের হত্যা করবেন ।

  রাজা তুং ফান সোকে ডেকে পাঠিয়ে তাকেমিথ্যা কথা রটিয়ে বামনদের ঠকানোর কারণ জিজ্ঞেস করলে তুং ফান সো বললেন , আপনি হয়ত আমার কথা শুনে আমাকে মৃত্যুদন্ড দেবেন , তবুওসত্যি কথা বলছি । বামনদের উচ্চতা এক মিটারও হয়নি , তাদের বেতনএক বস্তা চাউল ও দু শ’ ইউয়ান । আমার উচ্চতা প্রায় দু মিটার , আমিও বামনের একই পরিমানের বেতন পাই । ফলে বামনরা প্রতি দিন পেট ভরে খাচ্ছে , আমি কিন্তু না খেয়ে মরে যাচ্ছি । এই নিয়ম একেবারে যুক্তিযুক্ত নয় । রাজা যদি আমার কথা ঠিক মনে করেন , তাহলে দয়া করে এই নিয়ম পরিবতর্নের কথা বিবেচনা করুন । 

  রাজা তুং ফান সোর কথা শুনে হেসে উঠলেন । এই মতলব এটেঁ তুং ফান সোর রাজার দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য হাসিল হলো , রাজা তাকে নিজের রক্ষী হিসেবে রাজপ্রাসাদে কাজ করার আদেশ দিলেন । এটাই ‘ সো মি ছান আন ’ –এর কাহিনী । 

  তুং ফান সোর কাহিনী আরো অনেক আছে । গ্রীষ্মকালের একদিনতুং ফান সো ও মন্ত্রীরা কাজ করছিলেন । সেই সময় রাজার ভৃত্যরা এক প্যাকেট পশুর মাংস নিয়ে এসে বলেছেন , এটা রাজা উপহার । নিয়ম অনুসারে রাজার আদেশপত্র জারীর পরই শুধু তারা এই উপহারখেতে পারেন । কিন্তু তুং ফান সো আদেশপত্র জারির আগেইগায়ে বাঁধা তরোয়াল দিয়ে এক টুকরো মাংস কেটেবাড়ী ফিরে গেলেন । তার সহকর্মীরা এই জন্য রাজার সামনে তার বিরুদ্ধে অভিযোগ করেন । রাজা তাকে ডেকে এই ঘটনা ব্যাখ্যা করার নিদের্শ দিলেন । তুং ফান সো বললেন , এই সব মাংস আপনি আমাদের উপহার দিলেন , আদেশপত্র জারি করার পর খাওয়া শুধু একটি নিয়মের ব্যাপার । আমি যে আদেশপত্র জারির আগে কিছু মাংস কেটে নিয়েছি , তাতে আমার বীরত্ব দেখানো হয়েছে । যদিও আমি অনুমতি ছাড়া মাংস কেটেছি , কিন্তু আমি মাত্র ছোট এক টুকরো মাংস কেটেছি , তাতে আমার আত্মনিয়ন্ত্রনের শক্তি দেখানো হয়েছে । তা ছাড়া আমি বাবা মার জন্য একটুকরো মাংস কেটেছি , এতে বয়োবৃদ্ধদের প্রতি আমার শ্রদ্ধা প্রতিফলিত হয়েছে । রাজা কেমন করে এই কাজের জন্য আমাকে শাস্তি দেবেন ? রাজা তুং ফান সোর কথা শুনে হেসে উঠলেন ।