পাই পু ছুয়ান ইয়ানের কাহিনী


       প্রাচীন চীনের যুদ্ধমান রাজ্যসমুহেরসময় অনেক ছোট ছোট রাজ্য ছিলো । এই সব রাজ্যের কিছু নামকরা ব্যক্তির কাহিনী আজ পর্যন্ত লোকের মুখে মুখে ।  

  ছিন রাজবংশের কমান্ডার পাই ছি যুদ্ধ করতে অভিজ্ঞ । তার নেতৃত্বাধীন যুদ্ধ কখনও পরাজিত হয় নি , তাই সবাই তাকে চিরবিজয়ী কমান্ডার ডাকেন । এক বছর ছিন রাজ্যের রাজাপাই ছিকে সৈন্য নিয়ে ওয়েই রাজ্যের বিরুদ্ধে আক্রমণের আদেশ জারি করেন । ওয়েই রাজ্য পরাজিত হলে আশেপাশের রাজ্যের নিরাপত্তাও নিশ্চিত হবে না , তাই অনেকেই এর জন্য উদ্বেগ প্রকাশ করেন । 

  ওয়েই রাজ্যের রাজা সু লি নামেএকজন উপদেষ্টাকেপাই চিকে ওয়েই রাজ্যের উপর আক্রমণ না করার পরামর্শ দেওয়ার নির্দেশ দিলেন । সুলি পাই ছির সঙ্গে দেখাকরেন এবং তাকে একটি কাহিনী বলেন ।  

  ইয়ান ইউ চি নামে এক তীরন্দাজ ছিলেন । তিনি ছোট বেলা থেকেই বাণ ছুড়তে পটু । তিনি শত পদক্ষেপ দূরের গাছের পাতা ভেদ করতে পারেন । অন্য একজন তীরন্দাজের নাম ফান হু । একদিন তারা দুজন তীর নিক্ষেপের প্রতিযোগিতাকরেন , পাশে অনেক লোক তাদের প্রতিযোগিতা দেখেন । 

  প্রতিযোগিতার লক্ষ্যবস্তু ৫০ পদক্ষেপ দূরে অবস্থিত । সেখানে খাড়া করা একটি কাঠের উপরগোল আকারের একটি লাল বিন্দু থাকে । ফান হু তিন বার তীর ছুড়ে তিনবারই লাল বিন্দুর উপরে পড়েছে , পাশেরদশর্করাতা’ দেখে উল্লাস প্রকাশ করেন ।  

  ইয়ান ইউ চি চার পাশের পরিবেশ দেখে বললেন , ৫০ পদক্ষেপের লাল বিন্দু ভেদ করা বেশী সহজ হয়েছে , আমরা শত পদক্ষেপ দূরের পপলার গাছেরপাতা ভেদ করার প্রতিযোগিতা করি , কেমন ? 

  এই কথা বলে ইয়ান ইউ চি শতপদক্ষেপ দূরের একটি পপলার গাছ নির্বাচণ করেন এবং একজন দশর্ককে এই গাছের একটি পাতার উপর লাল রং দিয়ে পাতাটি লক্ষ্যবন্তু হিসেবে তৈরী করার অনুরোধ জানালেন । তার পর তিনি ধনুক টেনে তীর ছুড়লেন । এই তীরের মাথা ঠিক এই পাতার কেন্দ্রে ভেদ করেছে ।  

  এই দৃশ্য দেখে উপস্থিত দশর্করা অবাক হলেন । ফান হু জানেনইয়ান ইউ চির মতো এতো দূরের গাছের পাতা ভেদ করার দক্ষতা তার নেই , কিন্তু তিনি বিশ্বাস করেন না ইয়ান ইউ চিপ্রতিবার শতপদক্ষেপ দূরের গাছের পাতা ভেদ করতে পারেন । তাই তিনি নিজে সেই গাছের নীচে গিয়ে তিনটি পাতা বেছে নিলেন এবং এই তিনটি পাতার উপর তিন ধরনের রং দিয়ে নম্বর লিখলেন । তিনি ইয়ান ইউ চিকে নম্বর অনুসারে সেই তিনটি পাতা ভেদ করার অনুরোধ জানালেন ।  

  ইয়ান ইউ চি সেই গাছের নীচে গিয়ে ফান হুর বেছে নেয়া তিনটি পাতার নম্বর দেখলেন , তার পর তিনি শত পদক্ষেপ দূরে গিয়ে একটানা তিনটি তীর ছুড়লেন । এই তিনটি তীর সেই তিনটি পাতার কেন্দ্রস্থলে ভেদ করলো । দশর্করা উল্লাস প্রকাশ করেন , ফান হুওস্বীকার করলেন যে ইয়ান ইউ চি তার চেয়ে বেশী পারদর্শী । 

  ঠিক এই সময় একজন ব্যক্তি ইয়ান ইউ চির পাশে গিয়ে শান্তভাবে বললেন , শতপদক্ষেপ দূরের পপলার গাছের পাতা ভেদ করার দক্ষতাসম্পন্ন ব্যক্তিই শুধু আমার উপদেশ শুনতে পারেন ।

  ইয়ান ইউ চি এই ব্যক্তির কথা শুনে ভাবলেন , এই অহংকার ব্যক্তি কি কথা বলছে , তাই তিনি একটু রাগ করে লোকটিকে জিজ্ঞেস করেন , আপনি কি আমাকে তীর ছুড়ার দক্ষতা শিখাবেন ?  

  সেই ব্যক্তি আরো শান্তভাবে ধীরে ধীরে বললেন , আমি আপনাকে তীর ছুড়ার কৌশল শিখাবো না , আমি শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি যেআপনাকে নিজের তীর ছুড়ার সুনাম বজায় রাখার চেষ্টা করতে হবে । পরবর্তীকালে যদি আপনার গায়ের শক্তি কমেছে অথবা আপনিলক্ষ্যবস্তুর কেন্দ্রস্থলে ভেদ করতে না পারেন , তাহলে আপনার প্রতিবার লক্ষ্যবস্তু ভেদ করার সুনাম নষ্ট হবে । এক সত্যিকার তীরন্দাজকে নিজের সুনাম রক্ষা করতে হবে । 

  সু লি পাই ছিকে বললেন , আপনি যুদ্ধের সময় প্রতিবারই জয় লাভ করেন , তাই সবাই আপনাকে চিরবিজয়ী কমান্ডার ডাকেন । আপনিকে কিন্তু নিজের এই সুনাম রক্ষা করতে হবে । ওয়েই রাজ্যকে পরাজিত করা সহজ ব্যাপার নয় । আপনি যদি আক্রমণ চালিয়ে অল্প সময়ের মধ্যে বিজয় লাভ করতে পারেন না , তাহলে আপনার সুনামের ক্ষতি হবে । পাই ছি সু লির এই কথা শুনেমনে করেনসুনাম বজায় রাখা সত্যিই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার,অনিশ্চিত আক্রমণ চালানো উচিত নয় । তাই তিনি নিজের শরীর ভালোনয় বলে অজুহাত দেখিয়ে ওয়েই রাজ্যের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করলেন ।