ছি রাজ্যের প্রধানমন্ত্রী চৌচি এক সুদর্শন ব্যক্তি । একদিন ভোর বেলায় তিনি কাপড় পরে আয়নার সামনে দাড়িয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেন , শহরের উওরাংশের সুই কোন ও তার মধ্যে কে বেশী সুন্দর ?
তার স্ত্রী বলেন , অবশ্যই তুমি বেশী সুন্দর , সুই কোন কেমন করে তোমার সঙ্গে তার তুলনা করতে পারে ?
শহরের উওরাংশের সুই কো ছি রাজ্যের এক বিখ্যাত সুন্দর ব্যক্তি । চৌচি বিশ্বাস করেন না যে তিনি সুই কোনের চেয়েও সুন্দর । তাই তিনি আবার তার উপপত্নীকে জিজ্ঞেস করেন , তিনি ও সুই কো কে বেশী সুন্দর ? তার উপপত্ণী বলেন , সুই কো আপনার সঙ্গে তুলনাই করা যায় না , অবশ্যই আপনি বেশী সুন্দর।
একদিন পর চৌচি’র একজন অতিথি আসেন , চৌচি তার অতিথিকে জিজ্ঞেস করেন , সে ও সুই কোন কে বেশি সুন্দর ? অতিথিও বলেন তিনি সুই কোনের চেয়ে বেশী সুন্দর ।
একদিন সুই কোন চৌচির বাসায় এলেন । চৌচি সুই কোনের চেহারা , ফিগার ও আচরণ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে আয়নার সামনে দাড়িয়ে বেশ কিছুক্ষণতুলনা করে বুঝতে পেরেছেন , সুই কোন তার চেয়ে অনেক সুন্দর ।
রাতে চৌচি বিছানায় শুয়ে তার স্ত্রী , উপপত্নী ও অতিথি তাকে সুই কোনের চেয়ে বেশী সুন্দরের কথা বলার কারণ অনেকক্ষণ চিন্তা করেবুঝতে পেরেছেন , তাকে ভালোবাসার জন্য তার স্ত্রী তাকে তিনিই বেশি সুন্দরের কথা বলেছেন , তার উপপত্ণী তাকে ভয় করেন বলে এই কথা বলেছেন আর তার অতিথি নিজের স্বার্থে তাকে খুশি করানোর জন্য এই কথা বলেছেন ।
এই উপকথা আমাদের জানিয়েছে , একজন মানুষকে নিজেকে জানতে হবে , পাশের লোকদের কথা অথবা নিজের স্বার্থের জন্য বলা প্রশংসার কথা সহজে বিশ্বাস করা যায় না ।
|