পিয়েন ছুয়ের রোগ নির্ণয়ের কাহিনী


       একদিন বিখ্যাত চিকিত্সাবিদ পিয়েন ছুয়ে ও রাজা ছাইহুয়ান কোনের সঙ্গে দেখা হলো । পাশে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে পিয়েন ছুয়ে রাজাকে বলেন , আমি লক্ষ্য করেছি আপনার চামড়ায় কিছু সমস্যা আছে । সময়মতো চিকিত্সা না করলে সমস্যাটি শরীরের ভিতরে ঢোকার সম্ভাবনা আছে। রাজা ছাইহুয়ান কোন, কিন্তু পিয়েন ছুয়েকে বলেন , তার কোনো অসুখ নেই । এই কথা শুনে পিয়েন ছুয়ে বিদায় নিয়ে চলে গেলো । ছাইহুয়ান কোন পাশের মন্ত্রীদের বলেন , ডাক্তাররা সুস্থ ব্যক্তিদের চিকিত্সা করতে পছন্দ করেন , উপহার পাওয়াই তাদের আসল উদ্দেশ্য।  

  দশদিন পর পিয়েন ছুয়ে আবার রাজা ছাইহুয়ানকোনের কাছে গেলেন । পিয়েন ছুয়ে রাজাকে বলেন , আমি দেখেছি আপনার রোগ ইতিমধ্যে মাংসপেশীর ভিতরে ঢুকেছে , আপনি যদি চিকিত্সা না করেন , তাহলে রোগ আরো গুরুতর হবে। রাজা পিয়েন ছুয়ের কথা শুনেও কেসে কথা বলেন নি । রাজা নিজের কথা শোনেন না দেখে পিয়েন ছুয়ে কোনো উপায় না দেখে চলে গেলেন।  

  আরো দশদিন পার হলো । পিয়েন ছুয়ে আবার রাজার সামনে এসে পড়লেন । তিনি রাজাকে বলেন , আমি দেখেছি আপনার রোগ পাকস্থলীতে ঢুকেছে , চিকিত্সা না করলে আরো গুরুতর হবে । এবারও রাজা ছাইহুয়ান কোনো পিয়েন ছুয়ের কথা গুরুত্ব দেননি ।  

  দশদিন পর পিয়েন ছুয়ে দূর থেকে রাজা ছাইহুয়ানকোনকে দেখে কোনো কথা না বলে চলে গেলেন । রাজা এই অবস্থা দেখে তারকারণ জিজ্ঞেস করার জন্য লোক পাঠালেন ।  

  পিয়েন ছুয়ে রাজার লোককে বলেন , একজনের চামড়ায় কিছু সমস্যা হলে ওষুধ পানিতে রেখে ক্ষতস্থান পরিষ্কারঅথবা গরম পানি দিয়ে চামড়ার অসুখ দূর করা যায় , মাংসপেশীর অসুখ আকুপাংচার দিয়ে চিকিত্সা করা যায় , অসুখ পাকস্থলীতে প্রবেশ করলে ওষুধ খেয়ে সেলে যাবে , কিন্তু অসুখ রোগীর হাড়েরমজ্জায় প্রবেশ করলে ডাক্তারের আর কিছুই করার নেই । আমি দেখেছি রাজার অসুখ তার হাড়ের মজ্জায় প্রবেশ করেছে , তাই আমি তার জন্য কিছু করতে পারি না।  

  পাঁচদিন পর রাজা ছাইহুয়ান কোনের গোটা শরীরে প্রচন্ড ব্যথাশুরু হয় । তিনি পিয়েনছুয়েকে ডাকতে লোক পাঠালেন , কিন্তু এই সময় পিয়েন ছুয়েকে আর পাওয়া যায় না । তিনি আগে থেকেই পালিয়ে গেলেন । কিছুদিন পর রাজা ছাই হুয়ানকোনের মৃত্যু হলো ।  

  এই কাহিনী আমাদের জানিয়েছে একজনের ভুল বা ত্রুটি সময়মতো শুধরে নিতে হবে । যদি সময়মতো শুধরে না নেয়া হয় , ভুল বা ত্রুটি ছোট থেকে বড় হবে এবং এর পরিণতি মারাত্মক হবে ।