হৌ-ইর সুর্য্য নামিয়ে দেওয়ার কাহিনী


       প্রাচীনকালে আকাশে দশটি সুর্য্য ছিলো । দশটি সুর্য্যের প্রখর রোদে পৃথিবীর মাটিতে ফাটল ধরে , ক্ষেতের খাদ্যশস্য শুকিয়ে যায় । মানুষ গরমে শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে যেতো । প্রচন্ড গরমের দরুন হিংস্র পশু শুকনো হ্রদ , নদী ও বন থেকে বেরিয়ে মানুষের বিরুদ্ধে আক্রমণ করতো।

   মানবজাতির দুঃখদুর্দশার খবর পেয়ে স্বর্গীয় রাজা তীরন্দাজ হৌইকে পৃথিবীতে পাঠান । হৌই স্বর্গীয় রাজার দেয়া একটি লাল রংয়ের ধনুক ও এক থলি সাদা রংয়ের তীর নিয়ে তার সুন্দরী স্ত্রী ছানউওর সঙ্গে পৃথিবীতে আসেন ।  

  পৃথিবীতে আসার পর হৌই প্রথমে আকাশের দশটি সুর্য্যকে পালাক্রমে একদিন একটি সুর্য্য বের করার পরামর্শ দিলেন , এই ভাবে মানুষরা যেমন সুর্য্যের আলো ও উষ্ণতা পান , তেমনি মাটিতেও গরমে ফাটল ধরে না । কিন্তু দশটি সুর্য্যের কোনোটিই হৌইর পরামর্শে রাজী হয় না । হৌই রেগে গিয়ে সুর্য্যগুলো লক্ষ্য করে তাদের নামিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলেন । তিনি কাঁধের ধনুক নামিয়ে সাদা রঙয়ের তীর বের করে আকাশের সুর্য্য লক্ষ্য করে তীর ছুড়লেন । অল্পক্ষণের মধ্যেই হৌই নয়টি সুর্য্য নামিয়ে দিলেন । আকাশে মাত্র একটি সুর্য্য রইলো । পৃথিবীর মানুষ প্রচন্ড গরম থেকে মুক্তি পেয়ে শান্তিতে বসবাস করতে শুরু করলো । তারা সবাই হৌইর সাহায্যের জন্য কৃতজ্ঞ ।  

  হৌইর বিরাট অবদান দেখে স্বর্গের অন্যান্য দেবতাদের ঈর্ষা হলো । তারা স্বর্গীয় রাজার কাছে হৌইর বিরুদ্ধে অভিযোগ করে । স্বর্গীয় রাজা তাদের কথা বিশ্বাস করে হৌই ও তার স্ত্রী ছানউওকে স্থায়ীভাবে পৃথিবীতে থাকার সিদ্ধান্ত নিলেন , হৌই ও তার স্ত্রী আর আকাশে ফিরে যেতে পারেন না , তারা বাধ্য হয়ে পৃথিবীতে জীবনযাপন করতে লাগলেন , হৌই বনে শিকার করেন , তাদের জীবন কষ্টকর । 

  নিজের স্ত্রীও তার কারণে স্বর্গে ফিরে যেতে পারছেন না দেখে হৌইর মন খারাপ । তিনি শুনেছেন , কুনলুন পাহাড়ের দেবী সিওয়ামুর হাতে এক ধরনের ওষুধ আছে । এই ওষুধ খেয়ে পৃথিবীর মানুষ আকাশে উঠতে পারে । তাই হৌই পাহাড় ডিঙিয়ে নদী অতিক্রম করে কুনলুন পাহাড়ের সিওয়ামুর কাছে গেলেন । তিনি সিওয়ামুকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ওই ওষুধ পাওয়ার অনুরোধ জানালেন । তবে সিওয়ামুর হাতে ওষুধ কম , মাত্র একজনের জন্য যথেষ্ঠ । হৌই স্ত্রীকে রেখে একা আকাশে উঠতে চান না । তিনি এটাও চান না যে স্ত্রী তাকে পৃথিবীতে রেখে একা ওষুধ খেয়ে আকাশে চলে যান । তাই হৌই বাসায় ফিরে এই ওষুধ লুকিয়ে রাখলেন । 

হৌইর স্ত্রী ছানউও পৃথিবীর কষ্টকর জীবন সহ্য করতে পারেন না । একদিন হৌই যখন শিকার করতে বেরিয়ে যান , ছানউও হৌইর লুকানো ওষুধ খুঁজে বের করে খেয়ে ফেলেন । ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ছানউও অনুভব করেন নিজের শরীর ক্রমেই হালকা হচ্ছে । ছানউও ধীরে ধীরে উপরে উড়তে শুরু করেন এবং চাঁদের কুয়ানহান ভবনে পৌছেন । বাড়ী ফিরে স্ত্রী ওষুধ খেয়ে আকাশে চলে গেছেন দেখে হৌই অত্যন্ত দুঃখ পান । কিন্তু তিনি স্ত্রীকে লক্ষ্য করে তীর ছুড়েন না। 

  হৌই পৃথিবীতে একা থাকতে শুরু করেন । তিনি নিজেকে নিসঙ্গ মনে করেন , তাই শিকার করার সঙ্গে সঙ্গে স্থানীয় অধিবাসীদেরও তীর ছুড়তে শেখান । তার ছাত্রদের মধ্যে ফোংমেং নামক এক যুবক খুব তাড়াতাড়ি তীর ছোড়া শেখে । কিন্তু ফোংমেং সত্ লোক নয় । ফোংমেং মনে করে যতোদিন হৌইর জীবীত আছেন , ততো দিন তিনি পৃথিবীর এক নম্বর তীরন্দাজ হতে পারবেন না । তাই একবার মদ খাওয়ার সময় ফোংমেং পিছন থেকে তীর ছুড়ে হৌইকে হত্যা করে ।  

  হৌইর স্ত্রী ছানউও চাঁদে থাকা সত্বেও নিঃসঙ্গ মনে করেন । তার পাশে মাত্র একটি খরগোস ও একটি কাঠুরিয়া ছিলো । স্বামীর সঙ্গে জীবনযাপনের কথা স্মরণ করে ছানউও বেদনা বোধ করেন , তিনি বিষন্ন মনে আজ পর্যন্ত চাঁদের কুয়ানহান ভবনে বাস করেন ।