তাইওয়ান দ্বীপের নাম
 

       চীনের ইতিহাসে তাইওয়ানকে ই চৌ, লৌছৌ,তং ফান ও তাইওয়ান বলে অভিহিত করা হয় ।পরে তার বৈশিষ্ট্য বিবেচনা করে তাকে অনেক সুন্দর নামও দেয়া হয়েছে ,যেমন ঐশ্বচর্যময় দ্বীপ , হাইথাং ফুল দ্বীপ , বসন্ত দ্বীপ , প্রজাপতি দ্বীপ ,প্রবাল দ্বীপ এবং মিষ্টি দ্বীপ।ইউরোপের উপনিবেশবাদীরা তাইওয়ানকে ফোমোসা ও জেলে দ্বীপ বলে অভিহিত করেন । 

 তাইওয়ান দ্বীপের নামের মত তার বিভিন্ন স্থানের নামও শ্রুতিমধুর। একজন সাহিত্য অনুরাগী তাইওয়ানের স্থানগুলোর নাম দিয়ে দুই শ্লোক লিখেছেন : 

সবুজ দ্বীপের ইয়াংমিং পাহাড় , হৃদয় মাতানো পুষ্পোদ্যান। 

রিইয়ো দীঘির নীল জল, প্রেমনদীতে কোকিলের গান । 

দুই শ্লোকসবুজ দ্বীপ, ইয়াংমিং পাহাড়, হৃদয় মাতানোপুষ্পোদ্যান , রিইয়ো দীঘি, নীল জল,প্রেমনদী, কোকিলের গান ইত্যাদি আটটি স্থানের নাম নিয়ে গঠিত হয়েছে। তাইওয়ানের এই আটটি স্থানের প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম ।  

অন্য দুটো শ্লোক এমনই: 

সুগন্ধি পাহাড়ে লাল বেইবেরি ফল , স্বচ্ছ জলে পদ্ম ফুল , অপুর্বশীতকালে ঘাস-গ্রাম শিল্পমাধুর্যে ভরা ।; 

সৌরভমোহিত বাগান, শ্যামল বন , সুবাদিত উদ্যানে প্রস্ফুটিত পিয়েন ফুল , অর্কিড দ্বীপে চিরবসন্তের শোভা । 

চৌদ্দটি স্থানের নামের সমাবেশে গঠিত এই দুই শ্লোক কবিতার কল্পনা ও লালিত্যে পরিপুর্ণ । 

ঐশ্বর্যময় সুন্দর তাইওয়ান দ্বীপ মর্ত্যের স্বর্গ !