সংখ্যালঘূ জাতির চিকিত্সাবিদ্যার সংক্ষিপ্ত পরিচিতি

       চীনা চিকিত্সাবিদ্যা বলতে বৃহত্তম জাতির চিকিত্সাবিদ্যাই শুধু বোঝায় না, এতে রয়েছে সংখ্যালঘূ জাতির চিকিত্সাবিদ্যাও। বিভিন্ন বৌগোলিক অবস্থান ও সংস্কৃতির প্রভাবে সংখ্যালঘূ জাতি গোষ্ঠীর রয়েছে নিজস্ব ধরণের ওষুধপত্র। এসব জাতির মধ্যে রয়েছে তিব্বতী, মঙ্গোল, উইগুর, কোরীয় , চুয়াং, দাই, ঈ, মিয়াও, লাহু ইত্যাদি।  

       বিভিন্ন জাতির ওষুধপত্র ইতিহাস ও সংস্কৃতির ভিন্নতার কারণে বিভিন্ন। কিছু জাতিগোষ্ঠীর যেমন রয়েছে নিজস্ব চিকিত্সা পদ্ধতি, তেমনি রয়েছে বিশেষ তত্ত্বও। কিছু জাতির কয়েকটি বই-পুস্তক নানা জনের হাতে সংরক্ষিত। ওই সব বাছাই করা প্রয়োজন। কিছু কিছু জাতিগোষ্ঠীর ওষুধ শুধু মুখে খাওয়া হয়।  

       আর কিছু জাতিগোষ্ঠী আছে, যারা হান জাতির ওষুধ ও বিদেশী ওষুধ দিয়ে নিজেদের ওষুধ বানায়। যেমন, তিব্বতী ওষুধে হান ওষুধ আর প্রাচীণ ভারতীয় ওষুধের উপকরণ মেশানো হয়। মঙ্গোলীয় ওষুধে থাকে হান, তিব্বতী আর রুশ ওষুধের উপকরণ।