চীনা ভেষজ ওষুধ

       চীনা ভেজজ ওষুধের লক্ষ হচ্ছে রোগ প্রতিরোধ, নির্ণয় ও চিকিত্সা করা। এটি প্রধানতঃ চীনা প্রাকৃতিক ওষুধপত্র এবং উত্পন্ন ওষুধ নিয়ে গঠিত , যেমন ভেজজ, প্রাণীজ, খনিজ, কিছু রাসায়নিক এবং জৈব পদার্থ নিয়ে তৈরি ওষুধ। চীনা ওষুধের আবিস্কার ও প্রয়োগের ইতিহাস হাজার বছর। তবে চীনা চিকিত্সাবিদ্যা কথাটি চীনে পশ্চিমা চিকিত্সাবিদ্যার প্রবেশের পরই পরিচিত হয়েছে। চীনা চিকিত্সাবিদ্যার লক্ষ্য হচ্ছে পশ্চিমা চিকিত্সাবিদ্যার সঙ্গে তার পার্থক্য নিরূপন করা।  

চীনা ভেষজ ওষুধের ইতিহাস

       চীনা ইতিহাসে এই গল্প প্রচলিত আছে যে, শেন নোং বলে এক লোক একই সময়ে অনেক গাছ-গাছড়া খেয়ে বিষক্রিয়ার শিকার হয়ে মারা যান। এতে বোঝা যায়, চিকিত্সাবিদ্যা আবিষ্কার করতে গিয়ে চীনাদের কতই না দুর্ভোগ পোহাতে হয়েছে।

       খ্রীষ্টপূর্ব ২২ শতাব্দি থেকে খ্রীষ্টপূর্ব ২৫৬ সাল পর্যন্ত সময়পর্বে অর্থাত্ শিয়া, শাং এবং চৌ রাজামলে এলকোহলিক ওষুধ আর স্যুপ ওষুধের আবির্ভাব ঘটে। চৌ রাজামলে (খ্রীষ্টপূর্ব ১১ শতাব্দি থেকে খ্রীঃ পূঃ ৭৭১) “কবিতার বই” বা চীনা ভাষায় “শি চিং গ্রন্থে” চিকিত্সাবিদ্যা সম্বন্ধে কিছু লেখা হয়েছিলো। এটিই হচ্ছে প্রাচীণ চীনা চিকিত্সাবিদ্যা সম্বন্ধে সবচেয়ে পুরনো বই। “নেই চিং” নামে আরেকটি বই, যেটিতে সবার আগে চীনা চিকিত্সাবিদ্যার তত্ত্ব লিখিত ছিল, তাতে উঁচু তাপমাত্রার জ্বর হলে রোগীর শরীর শীতল করতে বলা হয়। এতে ওষুধে পাঁচটি ভিন্ন সুগন্ধ যোগ করা এবং শরীরের ভেতরে তেতো ভাব হলে উদরাময় বা পাতলা পায়খানা হতে পারে, এমন সব কথাগুলোও লিপিবদ্ধ হয়েছে। এগুলোই চীনের চিকিত্সাবিদ্যার ভিক্তি।  

  প্রাচীণতম চীনা ভেষজ ওষুধের বইটির নাম “শেন নোং বেন ছাও চিং”। এখানে “বেন” মানে শেকড় আর “ছাও” মানে ডগা। বইটি লেখা হয় ছিন আর হান রাজামলে “খ্রীঃ পূঃ ২২১--খ্রীষ্টীয় ২২০), ছিন রাজামলের আগে চিকিত্সা বিশেষজ্ঞদের কাজের ভিত্তিতে। বইটিতে যে ৩৬৫ ধরণের ওষুধের উল্লেখ রয়েছে, তার অনেকগুলোই আধুনিক ক্লিনিকে ব্যবহৃত হচ্ছে। মূলতঃ এই বইটি প্রাচ্যের চিকিত্সাবিদ্যার গোড়াপত্তন করে।  

  থাং রাজামলে (খ্রীষ্টীয় ৬১৮--৯০৭) অর্থনীতির উন্নয়ন প্রাচ্যের চিকিত্সাবিদ্যার বিকাশে প্রভাব ফেলে। থাং রাজ সরকার থাং বেন ছাও নামে পৃথিবীর প্রথম ওষুধ বিজ্ঞানের বই লেখায়। এই বইতে ৮৫০ ধরণের সচিত্র ভেষজ গাছ-গাছড়া অন্তর্ভূক্ত হয়, যেগুও প্রাচ্যের চিকিত্সাবিদ্যার পর্যায়গত উন্নয়নে সহায়ক হয়।  

  মিং রাজামলে (খ্রীষ্টীয় ১৩৬৮--১৬৪৪), ভেষজ চিকিত্সাবিদ লি শি জেন ২৭ বছর সময় ব্যয় করে “বেন ছাও গাং মু” নামে একটি গ্রন্থ সম্পন্ন করেন। এই বইটিতে ১৮৯২ ধরণের ভেষজ ওষুধ অন্তর্ভূক্ত হয়, যার ফলে তা হয়ে পড়ে চীনের ইতিহাসের শ্রেষ্ঠ বই যার মাঝে সর্বাধিক ভেষজ ওষুধের প্রকারবৈচিত্র্য অন্তর্ভূক্ত হয়।  

  ১৯৪৯ সালে নয়াচীন প্রতিষ্ঠার পর , উদ্ভিদ বিজ্ঞান, সনাক্তকরণ বিজ্ঞান , রসায়ন, ওষুধ বিজ্ঞান আর ক্লিনিকাল মেডিসিন ইত্যাদি বহু ক্ষেত্রে প্রভূত গবেষণার কাজ হয়। এই সব গবেষণাকর্ম ভেষজ ওষুধের উত্স সনাক্তকরণ এবং ভেষজ ওষুধের সত্যতা আর কার্যকরীতা নিরূপনের জন্যে বৈজ্ঞানিক ভিত্তি যুগিয়ে দেয়। পরবর্তীতে , ওষুধের উত্স নিয়ে একটি দেশব্যাপী জরীপ হয়, এবং তারই সুফল হচ্ছে ১৯৬১ সালে প্রকাশিত গ্রন্থ চোং ইয়াও চি। ১৯৭৭ সালে ভেষজ ওষুধের অভিধান প্রকাশিত ও জনপ্রিয় হয়। এতে ৫৭৬৭টি ভেষজ ওষুধের নাম পাওয়া যায়। এ ছাড়াও রেফারেন্স বই, গবেষণা পুস্তক, পত্র-পত্রিকা আর ম্যাগাজিন বা সাময়িকী বেরোয় চীনা চিকিত্সা বিদ্যার ওপর। পাশাপাশি চীনা চিকিত্সাবিদ্যা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষাদান আর উত্পাদন বিষয়ক প্রতিষ্ঠানও গড়ে উঠে।

চীনা ভেষজ ওষুধের প্রাকৃতিক ঐশ্বর্য

  চীনের আছে বিশাল ভূভাগ, বহুমুখী ভৌগোলিক বৈশিষ্ট্য আর বৈচিত্র্যময় জলবায়ূ। ফলে তৈরী হয়েছে রকমারি প্রাকৃতিক পরিবেশ। যেখানে বিপুল প্রকার বৈচিত্র্যের ভেষজ গাছ-গাছড়া সহজেই বেড়ে ওঠে। বর্তমানে চীন ৮০০০ বেশী ধরণের ভেষজ গাছ-গাছড়ার চাষ করছে, যার মধ্যে ৬০০ ধরণের ভেষজ উদ্ভিদ নিয়মিত ব্যবহৃত হয়। এর সুবাদে চীন বিশ্বের সর্বাধিক ভেষজ ওষুধের অধিকারী দেশে পরিণত হয়েছে। এসব ওষুধ চীনের চাহিদা পূরণের পর পৃথিবীর ৮০টি দেশ আর অঞ্চলে রপ্তানীও হচ্ছে।

চীনা চিকিত্সাবিদ্যা প্রয়োগের পদ্ধতি

  চীনা চিকিত্সাবিদ্যা প্রয়োগের ইতিহাস সুদীর্ঘ। চীনা ওষুধু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি চীনা সংস্কৃতির সঙ্গে বেশ অনেকটা সঙ্গতিপূর্ণ। এর অধিকাংশ উপকরণ প্রাকৃতিক উত্স থেকে নেয়া হয় বলে তার পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বা খুব সামান্য। বনাজী ওষুধে বহু ধরণের উপকরণ থাকে বলে তা দিয়ে বহু ধরণের রোগ নিরাময় করা যায়। চীনা ওষুধের আরেকটি গুণ হচ্ছে, তা প্রধানতঃ যৌগ। বিভিন্ন ধরণের উপকরণ যথোপযুক্ত অনুপাতে সমন্বিত করে ওষুধ তৈরী করলে ন্যূণতম পার্শ্ব প্রতিক্রিয়াসহ জটিল রোগের চিকিত্সা করা যায়।  

  চীনা চিকিত্সাবিদ্যা তার তত্ত্বের ভিত্তিতে প্রযুক্ত হয় এবং তা মানবদেহে তার প্রভাবের ওপর আলোকপাত করে। ভেষজ উদ্ভিদের প্রাকৃতির ওপর নির্ভর করে তা থেকে তৈরী ওষুধের কার্যকরীতা। নিরাপদ ও ফলপ্রফূভাবে এ ওষুধ ব্যবহার করতে হলে ডাক্তারকে যে জিনিষগুলো জানতে হবে তা হলো, কী উপকরণ প্রয়োজন, এর প্রতিক্রিয়া কি হবে, ওষুধের মাত্রা, ওষুধ খাওয়ার পদ্ধতি, ব্যবস্থাপত্র কীভাবে লিখতে হবে ইত্যাদি। মাঝে মধ্যে ডাক্তারকে রোগীর অবস্থা অনুযায়ী উপকরণ বেছে নিতে হবে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়া , গর্ভ ধারণকালীণ পার্শ্ব প্রতিক্রিয়া, খাদ্যের পার্শ্ব প্রতিক্রিয়া, এবং রোগের পার্শ্বপ্রক্রিয়া ইত্যাদি বিবেচনা করতে হবে। মাত্রার ক্ষেত্রেএ ডাক্তারকে দৈনন্দিন মাত্রা নির্ধারণ করতে হবে এবং প্রতিটি উপকরণের যথাযথ অনুপাত ঠিক করে যৌগিক ওষুধ তৈরী করতে হবে।

চীনা চিকিত্সাবিদ্যার ভবিষ্যত

  ভবিষ্যতে চীন চীনা চিকিত্সা আর ওষুধের বর্তমান ধারা বজায় রেখে উত্কৃষ্টতর ভেষজ উদ্ভিদের চাষ করবে। তাতে আইসোটোপ আর জৈব প্রকৌশল ব্যবহৃত হবে। পাশাপাশি, যষ্টিমধুর শোকড়, বড় পুস্পবিশিষ্ট স্কালক্যাপের শোকড় এবং চীনা থরোওয়াক্স ইত্যাদি দারুণ চাহিদা সম্পন্ন ভেষজ উদ্ভিদের উত্পাদন বাড়ানো হবে। বীজের বিলুপ্তি রোধ এবং নতুন ভেষজ উদ্ভিদ চাষের উপর গবেষণাও বাড়ানো হবে।