দেশী-বিদেশী নারীদের আদানপ্রদানের রূপরেখা
 

       সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক যোগাযোগ জোরদারের সঙ্গে সঙ্গে চীনের অধিক থেকে অধিক নারী সংস্থা আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প এবং প্রগতিশীল আন্তর্জাতিক তত্ত্ব ব্যবহার করে নারীদের আসল সমস্যার সমাধান করে । বিগত পাঁচ বছরে নিখিল চীন জাতীয় নারী ফেডারেশন বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নানা পদ্ধতিতে,নানা ক্ষেত্রে ও নানা আকারের আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প চালিয়েছে । নারীদের স্বাস্থ্য উন্নয়ন,নিরক্ষরতা দূরীকরণ আর ক্ষুদ্র ঋণের মাধ্যমে চীনা নারী ও শিশুদের জীবিত থাকা ও উন্নয়ন-পরিবেশ উন্নত করার জন্যে ভাল ভূমিকা পালন করেছে । উচ্চ কাযকরীতা ও বিশ্বস্ততার কারণে চীনের জাতীয় নারী ফেডারেশন ব্যাপকভাবে আন্তর্জাতিক অংশীদারদের প্রশংসা লাভ করেছে এবং সেরা অংশীদার বলে আখ্যায়িত হয়েছে ।

       সাম্প্রতিক বছরগুলোতে চীনের নারী সংস্থা আন্তর্জাতিক প্রাসঙ্গিক নারী সংস্থার সঙ্গে বৈচিত্রময় ও ফলপ্রসূ আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প চালিয়েছে । যেমনঃ

      “চীন-কানাডা নারী আইন প্রকল্প”(১৯৯৮) । এটা কানাডার আন্তর্জাতিক উন্নয়ন পরিষদের অর্থবিনিয়োগে নিখিল চীন জাতীয় নারী ফেডারেশন ও কানাডা আবাসিক এলাকা ইনস্টিটিউটেরমিলিতভাবে কাযকরী করার এক সহযোগিতা প্রকল্প । প্রকল্পটির লক্ষ্য হল , মূল স্তরের নারীদের আইন-সচেতনতা ও আইন ব্যবহারের দক্ষতা, আইন কর্মীদের সামাজিক লিঙ্গবোধ ও নারী ফেডারেশন সংস্থার আইন প্রচার ও শিক্ষাদানের ক্ষমতা উন্নত করার মাধ্যমে আরও ভালভাবে নারীদের অধিকার ও স্বার্থ সম্পর্কিত আইনবিধি বাস্তবায়িত করে নারীদের অধিকার রক্ষা করা । প্রকল্পভূক্ত নারীদের মধ্যে অনেকে প্রকল্পটির মাধ্যমে আইন ব্যবহারকরে কাযকরভাবে নিজেরঅধিকার ও স্বার্থ রক্ষা করতে শিখেছেন । 

       “মেকোং নদীর উপ-অঞ্চলের নারী-শিশু পাচার দমন ও প্রতিরোধ প্রকল্প”(২০০২)। এটি আন্তর্জাতিক শ্রম সংস্থার সাহায্যে চীনের ইয়ুন্নান প্রদেশে নিখিল চীন জাতীয় নারী ফেডারেশনের চালানো এক আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প । নারীদের সাংস্কৃতিক গুণমান উন্নত,আইনগত সচেতনতা গড়ে তোলা ওপ্রতিরক্ষার ক্ষমতা জোরদার করা এবং ক্ষুদ্র ঋণ দেয়ার মাধ্যমে নারী পাচার-প্রতিরোধের জ্ঞান-বুদ্ধি আয়ত্তে আনা এবং তাদেরআত্মবিকাশের জন্যে শর্ত সৃষ্টি করা প্রকল্পটির প্রধান লক্ষ্য । যাতে অতীতকালে বাইরে গিয়ে যে আয় পাওয়া যেতো এখন বাড়িতেও তা পাওয়া যায় এবং প্রতারণা ও পাচারের ঝুঁকি অনেক কমে যায় ।