দেশী-বিদেশী নারীদের আদানপ্রদানের রূপরেখা
 

       ১৯৯৫সালের জুন মাসে চীনের প্রথম এন-জিও হিসেবে চীনের জাতীয় নারী ফেডারেশন জাতিসংঘের অর্থনীতি ও সমাজ পরিষদের বাণিজ্যিক পরামর্শকের অবস্থান পাওয়ার পর সক্রিয়ভাবে জাতিসংঘ ও আন্তর্জাতিক বহুপাক্ষিক তত্পরতায় অংশ নিয়েছে,জাতিসংঘের বেশ কয়েকটিসম্মেলনে অংশ নিতে প্রতিনিধি পাঠিয়েছে । যেমন মানবাধিকার কমিটির অধিবেশন,নারীদের অবস্থান কমিটির অধিবেশন, নারী সমস্যা সংক্রান্ত বিশেষ জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন, শিশু সমস্যা সংক্রান্ত বিশেষ জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন, টেকসই উন্নয়ন সংক্রান্তবিশ্ব শীর্ষসম্মেলন ইত্যাদি । এই প্রক্রিয়ায় জাতীয় নারী ফেডারেশন নিজের কন্ঠস্বর উচ্চকিত করে চীনের জাতীয় নারী ফেডারেশন বিশ্ব শান্তি ও উন্নয়নমুখী দেশগুলোর স্বার্থ এবং বিশ্বের নারী ব্রতের বিকাশের জন্যে অবদান রেখেছে ।

  চীনের নারী সংস্থা পুরোপুরিভাবে বেসরকারী কুটনীতির প্রাধান্য দেখিয়ে নানা পযায়, নানা দিক ও নানা পদ্ধতির মাধ্যমে বৈদেশিক আদানপ্রদান ও সহযোগিতা চালিয়েছে । বর্তমানে নিখিল চীন জাতীয় নারী ফেডারেশন ১৫১টি দেশের ৭০০টি নারী ও শিশু সংস্থার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে , ব্যাপকভাবে জাতিসংঘ ও বহুপাক্ষিক নারী বিষয়ে অংশ নিয়েছে ,সাফল্যের সঙ্গে চতুর্থ বিশ্বনারী সম্মেলন, বিশ্বনারী সম্মেলনের পরবর্তী কাযক্রম ও অভিজ্ঞতা বিনিময় সম্মেলন, চীন-ই ইউ নারী বিষয়ক সেমিনার, এপেকের নারী নেতাদের সম্মেলন প্রভৃতি বিরাটাকারেরবহুপাক্ষিক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে । তাছাড়া চীনা নারী ফেডারেশন সংস্থা সক্রিয়ভাবে আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প চালিয়ে চীনা নারী ও শিশুদের সেবা করছে । এখন চীনা জাতীয় নারী ফেডারেশন সংস্থা ব্যাপক আন্তর্জাতিক প্রভাবশালী নারী সংস্থায় পরিণত হযেছে ।