সমান বিবাহিত পরিবারের অধিকার ও স্বার্থ
 

       চীনে দেশে মোট ৩৫ কোটি পরিবারের মধ্যে অধিকাংশই প্রেমের ভিত্তিতে প্রতিষ্ঠিত অবাধ ও বৈধ বিবাহিত পরিবার , পারিবারিক সম্পর্ক সমান ও সুষম,নারীরা পুরোপুরি ব্যক্তিগত ও সম্পদের অধিকার উপভোগ করেন । 

   ২০০১ সালের এপ্রিল মাসে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি সংশোধিত“বিবাহ আইন”প্রকাশ করে । নতুন “বিবাহ আইনে”বহু-বিবাহ,তৃতীয় লোকের সঙ্গে বিবাহিতদের জীবনযাপন এবংপারিবারিক নিযাতন নিষিদ্ধ করা হয়েছে । নিষ্ফল-বিবাহ ব্যবস্থা লিপিবদ্ধ করা হয়েছে । স্বামীস্ত্রীর সম্পদ-ব্যবস্থা পরিপূর্ণ করা হয়েছে,বিবাহ-বিচ্ছেদের ক্ষতিপূরণ ব্যবস্থা নেয়া হয়েছে। বিবাহিত পরিবার বিনষ্ট করার আচরণকে শাস্তিদান জোরদার করা হয়েছে । এভাবে আইনের দিক থেকে বর্তমানকালে বিবাহিত পরিবারে নারীদের অবস্থান রক্ষা হয়েছে ।

  সমান,সুষম ও সভ্য বিবাহিত পারিবারিক সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্যে দীর্ঘকাল ধরে “ পাঁচসালা সেরা পরিবার সৃষ্টি ” নামে তত্পরতার ভিত্তিতে সরকারী ও বেসরকারী সংস্থার মিলিত উদ্যোগে ১৮টি “ জাতীয় পাঁচসালা সেরা পরিবার সৃষ্টি তত্পরতা সমন্বয় গ্রুপ গঠিত হয় এবং তত্পরতাটিকে জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন ও মতাদর্শগত সভ্যতা নির্মান করার সাধারণ পরিকল্পনায় অন্তর্ভূক্ত করেছে। চীনা নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে ২০০০ সালে চীনের জাতীয় নারী ফেডারেশন ও জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মিলিত উদ্যোগে চালানো জরিপ থেকে প্রমাণিত হয়েছে যে, চীনের শহরাঞ্চলের আর গ্রামাঞ্চলের ৯৩.২ শতাংশ নারী বিবাহিত পরিবারে অত্যন্ত সন্তুষ্ট বা অপেক্ষাকৃত সন্তুষ্ট ।