চীনা নারীদের শিক্ষা লাভের অধিকার

       চীনের “ সংবিধান”, “বাধ্যতামূলক শিক্ষা আইন”, “নারীদের অধিকার ও স্বার্থ নিশ্চিতকরণ আইন” আর অন্যান্য প্রাসঙ্গিক আইনে স্পষ্টভাবে পুরুষের সঙ্গে নারীদের সমানভাবে শিক্ষালাভের অধিকার নির্ধারিত হয়েছে । ২০০১ সালে চীনের স্কুলবয়সী শিশুদের স্কুলে ভর্তির হার ছিল ৯৯.১ শতাংশ আর মেয়ে শিশুদের স্কুলে ভর্তির হার ছিল ৯৯.০১ শতাংশ । ২০০২ সালে সাধারণ মাধ্যমিক স্কুলে ছাত্রীদের সংখ্যা ছিল ৩ কোটি ৮৭ লক্ষ ২ হাজার,এটা মোট শিক্ষার্থীদের সংখ্যার ৪৬.৭ শতাংশ । উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের সংখ্যা ছিল ৩৯ লক্ষ ৭০ হাজার,মোট শিক্ষার্থীদের সংখ্যার ৪৪শতাংশ এবং ৫ বছর আগেকার চেয়ে ৬ শতাংশ বেশী । সাম্প্রতিক বছরগুলোতে চীনা নারীদের শিক্ষা লাভের মান অপেক্ষাকৃত উন্নত হয়েছে । নারী-পুরুষের শিক্ষা লাভের সময়ের পার্থক্য আরও কমেছে । ২০০০ সালে চালানো পঞ্চম জাতীয় আদম শুমারি অনুযায়ী চীনের নারীরা গড়ে ৭.০৭ বছর শিক্ষা লাভ করেন ।বয়স্ক নারী-পুরুষের শিক্ষা লাভের সময়ের পার্থক্য ১৯৯৫ সালের ১.৪ বছর থেকে ১.০৭ বছরে নেমেছে ।