নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার আইনবিধি
 

       বর্তমান চীনে ইতিমধ্যে “সংবিধান”-এর ভিত্তিতে নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার আইনকে প্রধান অঙ্গ হিসেবে গ্রহণ করে বেসামরিক আইন,ফৌজদারী মামলা আইন,নিবাচন আইন,শ্রম আইন,বিবাহ আইন,লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনা আইন ,জমির ঠিকা আইন সহ নারীদের অধিকার ও স্বার্থ রক্ষা ও নারী-পুরুষ সমতা ত্বরান্বিত করার আইন ব্যবস্থা গঠিত হয়েছে । ১৯৯২ সালের এপ্রিল মাসে “গণ প্রজাতন্ত্রী চীনের নারীদের অধিকার ও স্বার্থ নিশ্চিতকরণ আইন”প্রকাশিত হওয়ার পর চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি নারীদের অধিকার ও স্বার্থ রক্ষা সংশ্লিষ্ট ১২টি আইন ও ২টি সিদ্ধান্ত প্রণয়ন করেছে । যেমন শ্রম আইন, গ্রামকমিটি গঠন আইন, বৃদ্ধদের অধিকার ও স্বার্থ নিশ্চিতকরণ আইন, লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনা আইন, গ্রামাঞ্চলের জমির ঠিকা আইন ইত্যাদি ।

  একই সময় চীন নিবাচন আইন, ফৌজদারী মামলা আইন, বিবাহ আইন সহ নারীদের অধিকার ও স্বার্থ সম্পর্কিত ৭টি আইন সংশোধন করেছে । রাস্ট্রীয় পরিষদ নারীদের অধিকার ও স্বার্থ রক্ষা সংশ্লিষ্ট ৭টি প্রশাসনিক আইন প্রণয়ন করেছে, সংশ্লিষ্ট বিভাগগুলো ৯৮টি প্রাসঙ্গিক নিয়মবিধি প্রণয়ন করেছে । প্রতিটি প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্র শাসিত মহানগর নারীদের অধিকার ও স্বার্থ নিশ্চিতকরণ আইন কাযকরী করার পদ্ধতি তৈরী করেছে । নারীদের অধিকার ও স্বার্থ নিশ্চিতকরণ আইনের বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্যে প্রতিটি সংশ্লিষ্ট বিভাগ ও অঞ্চল কিছু নীতিগত দলিলও তৈরী করেছে এবং ব্যাপকভাবে সম্প্রচার তত্পরতা চালিয়েছে, যাতে আইন অনুযায়ী নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার সচেতনতা ধাপেধাপে জনপ্রিয় হয়ে যায় ।