সুং ছিয়েং লিং
সুং ছিয়েং লিং (১৮৯৩ সাল—১৯৮১ সাল ),রাজনীতিবিদ , সমাজিক (activist),চীনের প্রধান শীর্ষনেতাগুলোর অন্যতম । কুওয়াংতুং প্রদেশের ওয়েন চাং অঞ্চলে(এখন এই অঞ্চল হাই নান প্রদেশে অন্তর্ভূক্ত হয়) জন্মগ্রহণ করেন ।১৯১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের গোর্গিয়া অঙ্গরাজ্যের একটি নারীবিশ্ববিদ্যালয়ে স্নাতক হন । ১৯১৫সালে তিনি সুন চুং সানের সংগে বিয়ে করেন । ১৯২৫ সালে সুন চুং সান মৃত্যু হবার পর , তিনি অব্যাহতভাবে রাশিয়া , কমিউনিষ্ট পার্টি সংযুক্ত করা এবং শ্রমীক আর কৃষিদের সাহায্য করার নীতিতে অবিচল থাকেন । ১৯২৭ সাল আর ১৯২৯ সাল তিনি আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বিরোধী পার্টির অনারারী চেয়ারম্যান নির্বাচিত হন ,এবং বিশ্বের ফ্যাসিবাদ বিরোধী কমিটির প্রধান নেতাগুলোর অন্যতম হলেন । ১৯৩১ সালে ,তিনি স্বদেশে ফিরে আসার পর ,সমাজ-কল্যান কাজ করেন ,জাপানী আগ্রাসন প্রতিরোধ করার অভিযাগে অংশ নেন ,এবং কুওমিন্টাং পার্টির জাপানের সংগে আপোস করা ,স্বদেশের জনগণের বিরুদ্ধেঅত্যাচারিতকরার নীতিকে তীব্র নিন্দা করেন । ১৯৩২ সালের শেষ দিকে তিনি “চীনের গণতান্ত্রিক অধিকার নিষ্চয়তা মিত্র ” প্রতিষ্ঠা করেন , হাতে গণতান্ত্রিক অধিকার লাভ করার জন্যে বিপ্লব করার জনগণকে উদ্ধাব করবে । ১৯৩৩ সালে তিনি ছিলেন চীনস্থ দূর প্রাচ্য সাম্রাজ্যবাদ বিরোধী আর যুদ্ধ বিরোধী মিত্রের শাখার চেয়ারম্যান । চীনের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ ঘটানোর পর , তিনি হংকংয়ে “ চীন রক্ষা করার মিত্র ”প্রতিষ্ঠা করেন ,এবং অনেক ওষুধ আর সরঞ্জান সংগ্রহ করে চীনা জনগণের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের সাহায্য করেন ।
১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে চীনের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ জয় হবার পর ,তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে যে আহ্বান জানিয়েছেন ,তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের চিয়াং জে সি সরকারের গুহ-যুদ্ধ ঘটানোর মনোভাবের সমর্থন করার আচরণ রোধ করা । একই সময়ে ,তিনি “চীনের কল্যান তহবিল ”প্রতিষ্ঠা করেন ,নারী আর শিশুদের কল্যান সংক্রান্ত কাজ করেন । নয়া চীন প্রতিষ্ঠার পর , তিনি চীনের কেন্দ্রীয় গণ সরকারেরভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন , তার পর যথাক্রমে চীনের ভাইস-চেয়ারম্যান , জাতীয় গণ কংগ্রেসের স্টেন্ডিং কমিটির ভাইস-পরিচালক , চীনা নারী ফেডারেশনের অনারারী চেয়ারম্যান আর চীনের শিশু রক্ষা কমিটির চেয়ারম্যানপদে গ্রহণ করেন । ১৯৫০ সালে অনুষ্ঠিত প্রথম রাজনৈতিক পরামর্শ সম্মেলনে তিনি ভাষণ দিয়েছেন ,এবং বিশ্ব শান্তি কাউসিল-অধিবেশনের সদস্য নির্বাচিত হন ,১৯৫১ সালে তিনি “ আন্তর্জাতিক শান্তি জোরদার করার” স্টালিন পুরস্কার পান । ১৯৫২ সালে ,তিনি এশিয়া আর প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলের শান্তি যোগাযোগ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন ।
চাই চাং
চাই চাং (১৯০০-১৯৯০),চীনের যতুর্থ আর পঞ্চম জাতীয় গন কংগ্রেসের ভাইস-পরিচালক । উল্লেখযোগ্য সর্বহারা-শ্রেণীর বিপ্লবী ,চীনের নারী অভিযানের সৃষ্টা আর উত্কৃষ্ট নেতা ,আন্তর্জাতিক উন্নত নারী অভিযানের বিখ্যাত (activist),হু নান প্রদেশে জন্মগ্রহণ করেন ।
তিনি ফ্রান্সে গিয়ে পড়া-লিখা করেন । ১৯২৩ সালে চীনের কমিউনিষ্ট পার্টিতে যোগ দেন । ১৯৩৪ সালের অক্টোবর মাসে লং মার্চে অংশ নেন । ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর ,তিনি যথাক্রমে প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান ,যতুর্থ নারী ফেডারেশনের অনারারী চেয়ারম্যান হন । তাছাড়া ,তিনি ছিলেন চীনের ৮তম ,৯তম ,১০তম আর ১১তম চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য , আর প্রথম , দ্বিতীয় তৃতীয় গন কংগ্রেসের স্টেন্ডিং কমিটির সদস্য , যতুর্থ আর পঞ্চম গণ কংগ্রেসের স্টেন্ডিং কমিটির ভাইস-পরিচালক ।
টেন ইয়েং চাও
টেন ইয়েং চাও (১৯০৪-১৯৯২),সর্বহারা-শ্রেণীর বিপ্লবী ,রাজনীতিবিদ ,বিখ্যাত সমাজিক (activist),চীনের নারী অভিযানের সৃষ্টা । গুয়াং সি প্রদেশের নান নিং শহরে জন্মগ্রহণ করেন । ১৯১৯ সালে তিনি সাম্রাজবাদ আর সামন্তবাদের বিরোধী করার “চৌঠা মে আন্দোলনে”অংশ নেন ,এবং মি:চৌ এন লাই প্রমূখ সংগে মিলে থিয়েন চিন শহরের ছাত্রছাত্রীদের দেশপ্রেমের আন্দোলন নেতৃত্ব করেন । ১৯২৫ সালে তিনি চৌ এন লাইয়ের সংগে বিয়ে করেন । বিশ্ব বিখ্যাত লং মার্চে অংশ নেন । তিনি চীনস্থ আন্তর্জাতিক আগ্রাসন বিরোধী অভিযানের শাখার সদস্য নির্বাচিত হন । নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর ,তিনি ছিলেন প্রথম আর তৃতীয় চীনা নারী ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান আর কমিউনিষ্ট পার্টি সংস্থার ভাইস-সম্পাদক , যতুর্থ চীনা নারী ফেডারেশনের অনারারী চেয়ারম্যান ,চীনের শিশু রক্ষা কমিটির ভাইস-চেয়ারম্যান , বৈদিশিক বন্ধুত্বপূর্ণ কমিটির অনারারী সভাপতি । তাছাড়া তিনি চীনের ৮তম, ৯তম,১০তম,১১তম আর ১২তম কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন , এবং তিনি ছিলেন ১২তম ১২তম কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য , কেন্দ্রীয় শৃখংলা তত্ত্বাবধান কমিটির দ্বিতীয় সম্পাদক , প্রথম ,দ্বিতীয়আর তৃতীয় জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্য ,যতুর্থ আর পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-পরিচালক আর প্রথম চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্ট্যান্ডি কমিটির সদস্য এবং ষষ্ঠ চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ।
সি লিয়াং
সি লিয়াং (১৯০০-১৯৮৫),চীনের চিয়াং সু প্রদেশের চান চৌ শহরে জন্মগ্রহণ করেন । পঞ্চম , ষষ্ঠ জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-পরিচালক ,পঞ্চম চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান ,চীনের প্রথম আইন মন্ত্রী । চীনের নারী অভিযানের সৃষ্টা আর নেতাদের অন্যতম ,রাষ্ট্রনায়ক,সুবিখ্যাত নারী আইনজীবী । ১৯৩১ সাল থেকে আইনজীবীর কাজ করেন । ১৯৩৬ সালে তিনি জাপানী আগ্রাসন অভিযান নেতৃত্ব করেছেন বলে কুওমিনটাং পার্টি তাঁকে গ্রেফতার করেছেন । নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর ,তিনি ছিলেন চীনের প্রথম আইন মন্ত্রী ,প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় ,যতুর্থ ,পঞ্চম আর ষষ্ঠ চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি ,দ্বিতীয় ,তৃতীয় আর যতুর্থ আর পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্য ,পঞ্চম আইন কমিটির ভাইস-পরিচালক ,ষষ্ঠ জাতীয় গণ কংগ্রেসের ভাইস-পরিচালক ,প্রথম , দ্বিতীয় , তৃতীয় আর যতুর্থ চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্ট্যান্ডিং কমিটির সদস্য , পঞ্চম রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান , গণতান্ত্রিক লীগের কেন্দ্রীয় কমিটিরপ্রথম কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য , প্রথম , দ্বিতীয় আর তৃতীয় গণতান্ত্রিক লীগের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আর যতুর্থ , পঞ্চম গণতান্ত্রিক লীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান , প্রথম , দ্বিতীয় , তৃতীয় আর যতুর্থ চীনা নারী ফেডারেশনের ভাইস-চেয়ারম্যান ।
উ ই
উ ই(১৯৩৮ সাল---) , চীনের উপ-প্রধানমন্ত্রী । হু পেই প্রদেশের উ হান শহরে জন্মগ্রহণ করেন । পেইচিং তেল একাডেমি তৈলশোধন বিভাগে স্নাতক হন ,ব্যাচলর ডিগ্রি পান ,উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ার ।১৯৬২ সালের এপ্রিল মাসে চীনের কমিউনিষ্ট পার্টিতে যোগ দেন , ১৯৬২ সালের আগস্ট মাসে কাজ করেন , তিনি যথাক্রমে ছিলেন প্রযুক্তি কর্মকর্তা , অফিসের ক্যাডার , ভাইস-পরিচালক । ১৯৮৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি ছিলেন পেইচিং ইয়েন সান তেল রাসায়নিক শিল্প কোম্পানির ভাইস-ম্যানিজার আর কমিউনিষ্ট পার্টির সংস্থার সম্পাদক । ১৯৮৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি ছিলেন পেইচিং শহরের ভাইস-মেয়র । ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি ছিলেন বৈদেশিক অর্থ ও বাণিজ্যিক উপ-মন্ত্রী , কমিউনিষ্ট পার্টির সংস্থার ভাইস-সম্পাদক । ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রীয় পরিষদের সদস্য । ২০০৩ সালের মার্চ মাসে তিনি হলেন চীনের উপপ-প্রধানমন্ত্রী । এপ্রিল মাসে তিনি হলেন চীনের স্বাস্থ্য মন্ত্রী । তিনি হলেন ১৩তম চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ,১৪তম ,১৫তম ,১৬তম কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ,১৫তম কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর বিকল্প সদস্য,১৬তম চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য ।
|