নারীরা সমাজিক তত্পরতায় অংশ নেয়া

       চীনের অর্থনীতি আর সমাজ নিরন্তর উন্নয়নের সংগে সংগে আরো বেশী নারী সমাজিক তত্পরতায় অংশ নেন।

  সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেয়া আর আলোচনার ক্ষেত্রে চীন সরকার নারীদের জন্যে সুষ্ঠু সমাজিক পরিবেশ সৃষ্টি করে ,যেমন:নারী ক্যাডার প্রশিক্ষণ করা , সার্বিক আর উচ্চ পর্যায়ের নারী কর্মক্ষম জনশক্তি প্রশিক্ষণ করা , রাজনীতিতে অংশ নেয়া আর আলোচনার ক্ষেত্রে নারীদের চেতনা আর প্রদ্বিতন্দিত ক্ষমতা উন্নত করা , পেশাদার প্রযুক্তি আর ব্যবস্থাপনার কর্মীদের মধ্যে নারীদের প্রশিক্ষণ জোরদার করা , যাতে তাঁদের রাজনৈতিক স্তর আর পেশাদার স্তর উন্নত করা ।

  এই সংস্থার মৌলিক কর্তব্য হলো: ব্যাপক নারীদের ঐক্য আর সমাবেশিত করে চীনের অর্থনৈতিক নির্মাণ আর সমাজের উন্নয়নে অংশ নেয়া , এবং নারীদের সার্থ রক্ষা করে , নারীরা পুরুষের মতো সমান অধিকার লাভ করা ত্বরান্বিত করা ।

   চীনা নারী ফেডারেশন হচ্ছে চীনের কমিউনিষ্ট পার্টির নেতৃত্বধীন , আরো মুক্তি লাভ করার জন্যে চীনের বিভিন্ন জাতী , বিভিন্ন মহলের নারীদের যৌথ গঠিত একটি সামাজিক সংস্থা , এই সংস্থা ব্যাপক প্রতিনিধিত্বকারী , জনগণকারী , সমাজকারী সম্পন্ন হয় । চীনা নারী ফেডারেশন হচ্ছে চীনের কমিউনিষ্ট পার্টি আর চীন সরকার চীনা নারীদের সংগে যোগাযোগের সেতু , তা হচ্ছে জাতীয় রাজনৈতিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক স্তম্ভগুলোর অন্যতম । 

   চীনের সংবিধান অনুযায়ী , নারীদের রাজনৈতিক অধিকার পুরুষের মতো , খুবই সমান : নির্বাচিত করার অধিকার আর নির্বাচিত হওয়ার অধিকার ক্ষেত্রে , নারীদের অধিকার পুরুষের অনুরুপ ; এবং পুরুষের মতো জাতীয় ব্যবস্থাপনা আর জাতীয় পদ গ্রহণ করার অধিকার লাভ করা ইত্যাদি ইত্যাদি । ১০তম চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে নারী প্রতিনিধির সংখ্যা হলো ৬০৪ , এটা হচ্ছে মটো প্রতিনিধি সংখ্যার শতকরা ২০.২ ভাগ , তার মধ্যে নারী স্থায়ী সদস্যর সংখ্যা হলো ২১ , এটা হলো মো স্থায়ী সদস্যদের সংখ্যার শতকরা ১৩.২ ভাগ ।

   নারীরা রাজনৈতিক তত্পরতায় অংশ নেয়ার অনুপাত আর নারীরা পুরোপুরিভাবে রাজনৈতিক অধিকার নিষ্চয়তা করার জন্যে , চীন সরকারের নারী ক্যাডার বেছে আর প্রশিক্ষণ করার ব্যবস্থা ইতিমধ্যই পুর্ণাংগ করেছে । ২০০৩ সালে চীনে মোট ৭জন নারী চীনের জাতীয় শীর্ষনেতার পদে গ্রহণ করেন , তাঁরা হলো: রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী উ ই , জীনের জাতীয় কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-পরিচালক হে লু লি , কু হিয়াওলিয়ান , উ ইয়েন গে মু গে , রাষ্ট্রীর পরিষদের সদস্য চেন জি লি , জাতীয় রাজনৈতিক পরামর্শ সমিটির ভাইস-চেয়ারম্যান লিউ ইয়েন তুং , হাও জিয়েন হিয়াও ।

  যে সংস্থা তাতে নারীদের সংখ্যা পুরুষের চেয়ে বেশী ,সেগুলো সংস্থায় নারী ক্যাডার সংখ্যা নারী শ্রমীকের সংখ্যা সম্পর্কিত ;গ্রামের কমিটি ,পাড়া কমিটির সদস্যদের মধ্যে নারীরা কিছু অংশ দখল করা ;নারীরা গণ প্রশাসনিক দফতরে অংশ নেয়ার উপায় প্রসার করা ,এবং নারীদের অংশ নেয়ার স্তর উন্নত করা ।