চীনা নারী ফেডারেশন

 

     চীনা নারী ফেডারেশন হচ্ছে চীনের কমিউনিষ্ট পার্টির নেতৃত্বধীন , আরো মুক্তি লাভ করার জন্যে চীনের বিভিন্ন জাতী , বিভিন্ন মহলের নারীদের যৌথ গঠিত একটি সামাজিক সংস্থা , এই সংস্থা ব্যাপক প্রতিনিধিত্বকারী , জনগণকারী , সমাজকারী সম্পন্ন হয় । চীনা নারী ফেডারেশন হচ্ছে চীনের কমিউনিষ্ট পার্টি আর চীন সরকার চীনা নারীদের সংগে যোগাযোগের সেতু , তা হচ্ছে জাতীয় রাজনৈতিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক স্তম্ভগুলোর অন্যতম ।

       ১৯৪৯ সালের মার্চ মাসে এই সংস্থা প্রতিষ্ঠিত হয় , সেখুন তার নাম হলো “চীনা গণতান্ত্রিক নারী ফেডারেশন” , ১৯৫৭ সালে “চীনের নারী ফেডারেশন”নামে পরিণত হয় , ১৯৭৮ সালে “চীনা নারী ফেডারেশন” নামে পরিণত হয় ।

       এই সংস্থার মৌলিক কর্তব্য হলো: ব্যাপক নারীদের ঐক্য আর সমাবেশিত করে চীনের অর্থনৈতিক নির্মাণ আর সমাজের উন্নয়নে অংশ নেয়া , এবং নারীদের সার্থ রক্ষা করে , নারীরা পুরুষের মতো সমান অধিকার লাভ করা ত্বরান্বিত করা ।