২০০২ সালের শেষ নাগাদ পর্যন্ত , চীনা নারীদের মোট লোকসংখ্যা ৬২ কোটি , এটা চীনের মোট লোকসংখ্যার শতকরা ৪৮ দশমিক ৫ ভাগ দখল করে । চীন সরকার নারীদের উন্নয়ন আর অগ্রগতিকে গুরুত্ব দেয় , নারী আর পুরুষের সমতা হচ্ছে চীনের সমাজ উন্নয়নের একটি মৌলিক নীতি । দেশের সামশ্টিক নীতি প্রণয়ন করার সময়ে , নারী আর পুরুষ সমানভাবে অংশ নেয়া , মিলিতভাবে উন্নয়ন , মিলিতভাবে অধিকার লাভ করা প্রভৃতি নীতিতে মেনে চলে , নারীদের উন্নয়ন আর অগ্রগতির প্রক্রিয়ায় চীন সরকার দৃঢ় রাজনৈতিক আর আইনের নিশ্চয়তা সরবরাহ করে ।
গত শতাব্দীর ৯০’র দশকের অন্তর্বতীকালীন সময়ে , চীন সরকার যথাক্রমে পাচঁ বছর আর দশ বছর দুটো 《চীনা নারীদের উন্নয়নের কর্মসূচী》প্রণয়ন করে , যাতে বাস্তবভাবে নারীদের বৈধ অধিকার রক্ষা করবে , চীনা নারী উন্নয়নের সমাজিক পরিবেশ উন্নত করবে , নারী ব্রতের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে । চীনা নারীরা শুধু রাজনীতি , অর্থনীতি , সংস্কৃতি , সমাজ , পরিবার প্রভৃতি ক্ষেত্রে পুরুষদের মতো অধিকার লাভ করেন তাই নয় , বরং মৌলিক মানবাধিকার রক্ষা আর নিষ্চয়তা করার ক্ষেত্রে জাতীয় একটি গুরুত্বপূর্ণ গঠিত অংশ হিসেবে চীন সরকার আর সমাজ দিনে দিনে নারীদের বিশেষ অধিকারের রক্ষা করার উপর নিবিড় দৃষ্টি রাখে । চীন সরকার আর সমাজের বিভিন্ন মহলের যৌথ প্রয়াসে , চীনা নারীদের স্থান স্পষ্টভাবে উন্নত হয় , নারীদের গুণ সার্বিবভাবে উন্নত হয় , নারী ব্রতের উন্নয়ন একটি অভূতপূর্ব ভালো সময়ে প্রবেশ করে ।
(চীনা নারীরা সক্রিয়ভাবে বিভিন্ন ধরণের সামাজিক তত্পরতায় অংশ নেন)
|