সুইউ হুয়া অর্থাত মাখন ফুল

 

সুইউ হুয়া অর্থাত মাখন ফুলকে মাখন দিয়ে মূর্তি গঠন করার চারুকলাও বলা হয়।এর বিষয় নানান ধরনের।এতে বৌদ্ধ-গল্প,সাইকমুনির গল্প,ঐতিহাসিক গল্প,রূপকাহিনী ও অপেরা-কাহিনী আছে ।সূর্য-চাঁদ-তারা,ফুল-ঘাস-গাছ,পাখি-পশু,প্যাগোডা,নানান বৌদ্ধ-মূর্তি,মন্ত্রী ও সেনাপতি ইত্যাদি সুইউ হুয়ার কাহিনীগুলোতে অন্তর্ভুক্ত ।সুইউ হুয়ার মান অত্যন্ত উন্নত ।

       আকার আর ব্যবহার –পদ্ধতি অনুযায়ী সুইউ হুয়ার মূর্তি পূজার জন্য ব্যবহৃত মধ্য ও ক্ষুদ্র আকার আর দেখার জন্য ব্যবহৃত বড় আকার দু ধরনে বিভক্ত। পূজার জন্য ব্যবহৃত ক্ষুদ্রাকারের সুইউ হুয়া রঙবেরঙয়ের,আকার নানান ধরনের এবং উত্সবের আনন্দের বৈশিষ্ট্যসম্পন্ন ।