তিব্বতী ভাষায় থাংখা শব্দটির অর্থ হলো তুলো-কাপড়ে,রেশমী কাপড়ে বা কাগজে সেলাই করা বা আঁকা রঙিণ ছবি । যে ছবি একটা নাটাইয়ে গুটানো আছ,এটা তিব্বতের সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন এক ধরনের ছবি।
সাধারণত থাংখা শণের কাপড়ে সেলাই বা আঁকা হয় । কিন্তু ধনী বা বিখ্যাত মানুষ রেশমী কাপড়ে থাংখা সেলাই বা আঁকেন । জানা গেছে ,যখন ওয়েনছেন রাজকুমারী তিব্বতে আসেন তখন তিনি বস্ত্র প্রভৃতি উত্পাদনের কৌশল সঙ্গে এনেছেন । এই সব কাপড় থেকে বোঝা যায় যে,সে সময় উত্পাদন-কৌশলগুলো তিব্বতে ব্যাপকভাবে প্রয়োগ করা হয় ।
থাংখা আঁকার সময় যে রঙ ব্যবহার করা হয় তা সবই অস্বচ্ছ খনি-পদার্থ ও উদ্ভিদের রঙ এবং নির্দিষ্ট পরিমানের প্রাণী-সিরিশ ও গো-পিত্তরস নিয়ে তৈরী । রঙটি তৈরী করার বিজ্ঞানভিত্তিক ফর্মূলা ও তিব্বত মালভুমির শুষ্ক আবহাওয়ার কারণে এ ধরনের রঙ দিয়ে যে থাংখা আঁকা হয়েছে শতশত বছর পর তার রঙ নতুন আঁকা ছবির মতো এখনো ঝকঝক করে ।
থাংখার মর্মবিষয় ব্যাপকতর,এগুলোর মধ্যে ধর্মীয় বিষয় বেশী ।
|