তিব্বতি বৌদ্ধ-ধর্ম ও লামা ধর্ম মন্দির

      তিব্বতী বৌদ্ধ-ধর্ম চীনের তিব্বত ও আন্তর্মঙ্গোলিয়া প্রভৃতি সংখ্যালঘূজাতি অধ্যূষিত এলাকায় প্রচলিত । যাকে লামা ধর্মও বলা হয় । এটি প্রাচীন ভারত ও চীনের অভ্যন্তর থেকে তিব্বতে প্রবেশ করে স্থানীয় প্রাচীনতম ধর্মের সঙ্গে সমন্বিত হয়ে তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন এক বৌদ্ধ-ধর্ম ।  
  চীনের হানজাতির বৌদ্ধ-ধর্ম ও ভারতের বৌদ্ধ-ধর্মের প্রভাবে তিব্বতী বৌদ্ধ-ধর্মের মন্দির নির্মানে হানজাতির রাজপ্রাসাদের বৈশিষ্ট্য গ্রহন করা এবং তা সম্প্রসারণ করা হয় । তিব্বতী বৌদ্ধ-ধর্মের মন্দির দেখতে মহত ও জমকালো । লাসার পুতালা প্রাসাদ, চেপাংসি মন্দির আর ছিংহাই প্রদেশের তারসি মন্দির সবই প্রাচীনকালের শ্রেষ্ঠ নির্মাণ ।  

   তিব্বতের মন্দির বিশেষভাবে তিব্বতী বৌদ্ধ-ধর্মের রহস্য গুরুত্ব দেয় । সাধারণত মন্দিরের বৌদ্ধ-মুর্তি কক্ষ উচু এবং গভীর । সর্বত্রই রঙবেরঙয়ের লম্বা পতাকা এবং কক্ষের থামগুলোর উপর রঙবেরঙয়ের কম্বল টাঙানো আছে। মন্দিরের বাইরে রঙের পার্থক্য গুরুত্ব দেয় । মন্দিরের দেয়ালে লাল রঙ এবং লাল দেয়ালে সাদা ও বাদামী রঙের ফিতা দিয়ে সাজানো হয় । ধর্ম-গ্রন্থ কক্ষ আর প্যাগোডায় সাদা রঙ লাগানো হয় আর সাদা রঙের দেয়ালে কালো রঙের জানালা-ফ্রেম বসানো হয় । এ ধরনের রঙের মাধ্যমে নির্মাণটির রহস্য স্পষ্ট হয়ে ওঠে ।

( ধর্মগ্রন্থ পাঠরত লামারা)