চাশিলুনবুসি মন্দির পরের তিব্বতের হুয়াংধর্মের বৃহত্তম মন্দির । এর ইতিহাস ৫০০ বছরের পুরানো । মন্দিরটি পান্চালামার ধর্মীয় ও রাজনৈতিক তত্পরতা-কেন্দ্র ছিলো ।
পাহাড়ের ঢালুতে নির্মিত মন্দিরটির ৫০টি ধর্মীয় গ্রন্থ-কক্ষ আর ২০০ও বেশী রুম আছে । এগুলোর মধ্যে মাইদ্রিয়া বৌদ্ধ-কক্ষের উচ্চতা ৩০ মিটার । কক্ষটি মুকুট, হারা,বুক,কোমর ও পা পাঁচ তলায় বিভক্ত । কক্ষটিতে মাইদ্রিয়া বৌদ্ধের বসার আকারের তাম্র মূর্তি পবিত্রকরণ হয় । ২৬.২ মিটার উচু তাম্র মূর্তি ৩৩৫ কেজি সোনা আর ১ লক্ষ ২৫ হাজার কেজি তামা দিয়ে তৈরী হয় । মূর্তিটা মোট ১৪০০টি ছোট-বড় হীরা,মুক্তা ও অ্যাম্বারে সাজানো হয় ।