তা চাও সি মন্দির ও পা খোচিয়ে রাস্তা

     

লাসা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত তাচাওসি মন্দিরের নির্মাণকাজ খ্রীষ্টাব্দের ৬৪৭ সালে শুরু হয় । তিব্বতী রাজা সোংচানগাবু থাংরাজবংশের রাজকুমারী ওয়েনছেনকে স্বাগত জানানোর জন্য মন্দিরটি প্রতিষ্ঠিত করেন । মন্দিরের ভেতরে বৌদ্ধ-কক্ষ,ধর্ম-গ্রন্থ কক্ষ আছে । বৌদ্ধ-ভবনটি ৪ তলা,ভবনটির স্বর্ণমন্ডিত তাম্র ছাদ দেখতে উজ্জ্বল ও মহত । ভবনটির নির্মাণে থাংরাজবংশের এবং নেপাল ও ভারতের নির্মাণ-শিল্পের বৈশিষ্ট্য গ্রহন করা হয় । প্রধান কক্ষে ১২ বছর বয়সী সাইকমুনির সমান স্বর্ণমন্ডিত তাম্র মূর্তি পবিত্রকরণ করা হয় যা থাংরাজবংশের রাজকুমারী ওয়েনছেন ছাং-আন থেকে আনা হয় । মন্দিরের বারান্দা আর কক্ষগুলোর চার পাশে রাজকুমারী ওয়েনছেনের তিব্বত আগমনের আড়ম্বরপূর্ণ অবস্থা বণর্না করা এবং রূপকথা সম্পর্কে তিব্বতী দেয়াল-ছবি লাগানো হয়েছে । দেয়াল-ছবিগুলো হাজার মিটার দীর্ঘ । দেখলে মনে হয় ছবিগুলো জীবন্ত ।