পুতালা প্রাসাদ

         তিব্বত স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের রাজধানী লাসা শহরের উত্তর-পশ্চিম পাহাড়ে অবস্থিত পুতালা প্রাসাদের সামুদ্রিক উচ্চতা বিশ্বে উচ্চতম আর বৃহত্তম দুর্গ আকারের নির্মাণ । খৃষ্টীয় ৭ শতাব্দীতে পুতালা প্রাসাদের নির্মাণকাজ শুরু হয় । ১৩ তলা সম্পন্ন প্রাসাদটির হাজারেরও বেশি রুম আছে । এর আয়তন ৪১ হেক্টর । প্রাসাদটি পুরোপুরি গ্র্যানাইট পাথর দিয়ে তৈরী । প্রাসাদটির ভেতরে আগেকার দালাই লামাদের মৃতদেহ -প্যাগোডা,প্যাগোডা ভবন আর নানান ধর্ম-গ্রন্থ ভবন আছে । প্রতিটি প্যাগোডা সোনার পাতা,মুক্তা ও জেদ পাথর দিয়ে সাজানো হয়। বৃহত্তম পঞ্চম দালাই লামা প্যাগোডা র উচ্চতা ১৪.৮৫ মিটার । এর সাজাতে মোট প্রায় সাড়ে আট কিলোগ্রামের সোনা,৪০০০টি মুক্তা আর অজস্র অন্য মূল্যবান জিনিস লাগানো হয় । দালাই লামা পুতালা প্রাসাদে থাকেন , অফিস করেন এবং বৌদ্ধধর্ম-চর্চা করেন । তার বাসভবন সবচ্চো জায়গায় অবস্থিত এবং সারা দিনে রৌদ্রে থাকে বলে ভবনটিকে সূযালোক-ভবন বলে ডাকা হয় । 

   ১৯৬১ সালে চীনের কেন্দ্রীয় সরকার পুতালা প্রাসাদকে দেশের এক গুরুত্বপূর্ণ সংরক্ষিত ঐতিহাসিক ধ্বংসাবশেষ হিসেবে নির্ধারন করে এবং এর মেরামতের জন্য প্রত্যেক বছর অর্থ বরাদ্দ করে । ১৯৮৯ সালের বসন্তকাল থেকে ১৯৯৪ সালের গ্রীষ্মকাল পর্যন্ত পুতালা প্রাসাদের ব্যাপক মেরামতে সরকার ৫কোটি ৩০ লক্ষ রেনমিনপি বরাদ্দ করেছে ।

(ম্যাপ: পুতালা প্রাসাদ)