নামুছো

      তিব্বতী ভাষায় হ্রদকে ছো বলা হয় । তিব্বত স্বায়ত্ত্বশাসিত অঞ্চলে মোট ১৫০০টি ছোটোবড় হ্রদ আছে । এগুলোর মোট আয়তন ২৪ বর্গকিলোমিটার ।এ আয়তন চীনের হ্রদের মোট আয়তনের এক তৃতীয়াংশ । মালভূমির হ্রদ যেমন বড় তেমনি গভীর । পানি-সম্পদের মজুদ পরিমান অত্যন্ত সমৃদ্ধ ।

  বৃহত্তম হ্রদ হলো নামুছো । নামুছোর অর্থ হলো স্বর্গীয় হ্রদ বা ঈশ্বর হ্রদ । নামুছো তিব্বতী বৌদ্ধ-ধর্মের বিখ্যাত তীর্থস্থান । লাসা শহরের তাংস্যুং জেলা আর নাছু এলাকার বানগো জেলার মধ্যে নামুছো অবস্থিত । নামুছোর দক্ষিণ-পূর্বে মেঘ পর্যন্ত বিস্তারিত এবং সবসময় তুষার আবৃত নিয়েনছিং থাংকুলা পবতের প্রধান শৃঙগ। এর উত্তর দিকে একটার পর একটা মালভূমি আর নিচু পাহাড় আর চার পাশে বিস্তীর্ণ তৃণভূমি । স্বর্গীয় হ্রদ অতিকায় যাদু-আয়নার মতো উত্তর তিব্বত তৃণভূমিতে বসানো হয়েছে । নীল আকাশ,নির্মল হ্রদ, সাদা বরফ,সবুজ তৃণ,পশুপালকের গরুর লোম দিয়ে তৈরী তাবু আর রংবেরঙের পাহাড়ী ফুল প্রকৃতির সুন্দর ও আকর্ষণীয় দৃশ্য গঠিত হয় ।