তিব্বতের বনের আয়তন প্রায় ৬৩ লক্ষ হেক্টর । এটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মোট আয়তনের ৫ শতাংশ । এ অনুপাত চীনের গড়পড়তার চেয়ে অনেক কম । কিন্তু গোটা স্বায়ত্তশাসিত অঞ্চলের কাঠের মজুত পরিমান ১৪০ কোটি ঘনমিটারে দাঁড়িয়ে গোটা চীনে দ্বিতীয় স্থান অধিকার করেছে । কাঠের পরিমানের দিক থেকে এটি চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি এলাকা । আদিম বনকে কেন্দ্র করে গঠিত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বন-সম্পদ কেন্দ্রীভূতভাবে ইয়ালুচাংবু চিয়াং নদীর মধ্য ও নিম্ন অববাহিকা,শান নান এলাকা এবং পূব এলাকার উপত্যকায় বিন্যস্ত । স্প্রাস গাছ ও ফার গাছকে প্রধান করে গঠিত কালো কোনিফার গাছ দ্রুতভাবে বেড়েছে এবং বিস্তারিতভাবে বিন্যস্ত হয়েছে বলে বিশ্বে কম দেখা যায় ।
তিব্বত প্রাকৃতিক পরিবেশের নির্মাণকে অত্যন্ত গুরুত্ব দেয় । এ পর্যন্ত তিব্বতে মোট ১৮টি রাষ্ট্রীয় ও প্রাদেশিক পর্যায়ের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এলাকা প্রতিষ্ঠিত হয়েছে । গোটা তিব্বত অঞ্চলের আয়তনে এগুলোর অনুপাত ৩৩·৯ শতাংশ । যার ফলে তিব্বতের দুর্বল মালভূমির প্রাকৃতিক পরিবেশ ও শহরাঞ্চল-গ্রামাঞ্চলের জীবনযাপনের পরিবেশ ভালোভাবে সুরক্ষিত হয়েছে । বর্তমানে তিব্বতের প্রাকৃতিক পরিবেশ মোটামুটিভাবে আদিম অবস্থায় আছে বলে তিব্বতের পরিবেশ রক্ষা চীনে সবচেয়ে ভালো ।
|