লোপা জাতি


        লোপা জাতি প্রধানতঃ দক্ষিণ-পূর্ব তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের লো-ইয়ু এলাকায় বিন্যাস্ত । লোপা জাতি প্রধানতঃ কৃষি উত্পাদন কাজ করেন । তাছাড়া লোপা জাতি বাঁশ দিয়ে জিনিস বানাতে পছন্দ করেন ।

    লোপা জাতির পুরুষরা উল দিয়ে বানানো পেট পর্যন্ত হাতাবিহীন পোশাক পরেন , তাদের টুপি ভল্লুকের চামড়া বা বেত দিয়ে তৈরী হয় । লোপা জাতির মহিলারা গোলাকার কলার ও সরু-হাতার শর্ট কাপড় আর হাঁটু পযন্ত লম্বা স্কার্ট পরেন । তাদের পায়ের নলা লেগিং দিয়ে বাঁধা হয় । ভূট্টা লোপা জাতির প্রধান খাদ্য । এ ছাড়া তারা চাল ও যবও খান ।