ভৌগলিক অবস্থা


      ছিংহাই-তিব্বত মালভূমির ধারাবাহিক প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে বলে গোটা পৃথিবীর মালভূমি আর উচ্চপাহাড়ী অঞ্চলে ছিংহাই-তিব্বত মালভূমি গুরুত্বপূর্ণ অবস্থান অধিকার করে । কেউকেউ তাকে পৃথিবীর তৃতীয় মেরু বলে ডাকেন । 

   তার উচু আর খাড়া সমুদ্র-পৃষ্ঠ এবং এর সঙ্গে সম্পর্কিত ঠান্ডা আবহাওয়ার দরুন ছিংহাই-তিব্বত মালভূমিকে পৃথিবীর তৃতীয় মেরু হিসেবে গ্রহন করা হয় । তার গড়পড়তা সমুদ্র-পৃষ্ঠ ৪০০০ মিটারের উপর ,চার পাশে উচু পবতমালা ঘেরাও করে, মালভূমির মধ্য দিয়ে বহু উচ্চ পাহাড় বিস্তার করে । সমুদ্র-পৃষ্ঠ থেকে ৪৫০০মিটারের বেশী এমন মালভূমির পশ্চাদ এলাকার গড়পড়তা তাপমাত্রা শূন্য ডিগ্রি সেনসিয়াসের নিচে, অর্থাত সবচেয়ে গরমকালের গড়পড়তা তাপমাত্রাও ১০ ডিগ্রি সেনসিয়াসের নিচে । 

   ছিংহাই-তিব্বত মালভূমির সমুদ্র-পৃষ্ঠ ৪০০০ মিটার উপরে ।পৃথিবীর সাম্প্রতিকতম এক প্রবল ও বিরাটাকারের ভূত্বকের পরিবর্তন---হিমালয় পাহাড় গঠনের আন্দোলনের সঙ্গে ছিংহাই-তিব্বত মালভূমি গঠিত হওয়ার ঘনিষ্ট সম্পর্ক আছে । মালভূমিতে তুষার রেখা আর সমুদ্র-পৃষ্ঠ থেকে ৬০০০-৮০০০ মিটার উচু অনেক শৃঙ্গ আছে । এটি পৃথিবীর সবচেয়ে কমবয়সী মালভূমি এবং এশিয়ার বেশ কয়েকটি বড় নদীর উত্স । ছিংহাই-তিব্বত মালভূমির ভৌগলিক পরিবেশ