সিনচিয়াংয়ের ধর্মাবলম্বী জনসাধারণ

      সিনচিয়াং এখনো একটি ধর্ম বহুল অঞ্চল । ইসলাম ধর্ম সিনচিয়াংয়ের সামাজিক জীবনে অপেক্ষাকৃত বিরাট প্রভাব বিস্তার করে আছে । এখন সিনচিয়াংয়ের বিভিন্ন এলাকায় ইসলাম ধর্মের মসজিদ এবং লামা ধর্মের মন্দির,ক্যাথলিক ধর্মের গির্জা সহ অন্য ধর্মের অনুষ্ঠান-কক্ষের সংখ্যা মোট ২৩০০০ । এগুলো বিভিন্ন জাতির ধর্মাবলম্বী জনসাধারণের চাহিদা পূরণ করে । সিনচিয়াংয়ের ধর্মসংগঠনগুলোর মধ্যে প্রধানত ইসলাম ধর্ম সমিতি,ইসলাম ধর্ম বিদ্যালয় আর বৌদ্ধ ধর্ম সমিতি প্রভৃতি ।

  এখন সিনচিয়াংয়ে উইগুরজাতি,কাজাকজাতি,হুইজাতি সহ মোট ১০টি সংখ্যালঘূজাতি ইসলাম ধর্ম বিশ্বাস করে । সিনচিয়াংয়ের লোকসংখ্যার ৫৬·৩ শতাংশ অর্থাত মোট ৯০ লক্ষ লোক ইসলাম ধর্ম বিশ্বাস করেন ।

  সিনচিয়াংয়ের মঙ্গোলীয় জাতির অধিকাংশ লোক অর্থাত প্রায় ৮০০০০ লোক তিব্বতের বৌদ্ধ ধর্ম বিশ্বাস করেন। সিনচিয়াংয়ে মোট ৪০টি তিব্বতী বৌদ্ধধর্মের মন্দির আছে । সিনচিয়াংয়ে খৃষ্টিয়ান ধর্মাবলম্বীর সংখ্যা ৩০০০০,গির্জার সংখ্যা ২৪ । এখন সিনচিয়াংয়ে ক্যাথলিক ধর্মাবলম্বীর সংখ্যা ৪০০০,গির্জার সংখ্যা ২৫। তাছাড়া সিনচিয়াংয়ে রুশজাতির শতাধিক লোক তুংচেন ধর্ম বিশ্বাস করেন, এদের জন্য দুটি গির্জা আছে ।