একাধিক ধর্মের সংযুক্ত স্থল

      ইতিহাসে পরপর বৌধ-ধর্ম,চিংচিয়াও ধর্ম,মোনি ধর্ম আর ইসলাম ধর্ম সিনচিয়াংয়ে প্রচলন ছিলো বলে সিনচিয়াং বিশ্বে এমন একমাত্র জায়গা যেখানে চারটি বড় ধর্ম সংযুক্ত হয়েছে । 

   খ্রীষ্টাব্দের প্রথম শতাব্দীতে বৌদ্ধ ধর্ম সিনচিয়াংয়ের রেশমী পথ বেয়ে পূর্ব দিক থেকে মধ্য সমতলভূমির বিভিন্ন অঞ্চলে প্রবেশ করে । চিং ধর্ম খৃষ্টিয়ান ধর্মের এক শাখা,খ্রীষ্টাব্দের ষষ্ঠ শতাব্দীতে চিং ধর্ম সিনচিয়াংয়ে প্রবেশ করে । প্রত্নতাত্ত্বিক গবেষণা চালানোর পর জানা গেছে,প্রাচীনকালের সিনচিয়াংয়ে শুধু চিং ধর্ম প্রচলিত ছিলো তা নয়, সিনচিয়াং চিং ধর্মের এক কেন্দ্রস্থলও ছিলো । পরে ইসলাম ধর্মের প্রবেশের সঙ্গেসঙ্গে চিং ধর্ম সিনচিয়াংয়ের ঐতিহাসিক মঞ্চ থেকে সরে গেলো। খ্রীষ্টাব্দের ৬৯৪ সালে মোনি ধর্ম চীনে প্রবেশ করে । ১৯শতাব্দী থেকে এপযন্ত তুনহুয়াংয়ের মোকাও গুহায় আর সিনচিয়াংয়ের থুলুফ্যানে বিপুল পরিমানের মোনি ধর্ম-গ্রন্থ পাওয়া গেল । এ থেকে প্রমানিত হয় যে , মোনি ধর্ম উত্তর-পশ্চিম চীনের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে প্রচলিত ছিলো এবং গভীর ও সুদূর প্রভাব ফেলেছিলো । খ্রীষ্টাব্দের ১০ শতাব্দীর মধ্যকালে ইসলাম ধর্ম রেশমী পথ বেয়ে কাশিতে প্রবেশ করলো । ১৬-১৭ শতাব্দীতে ইসলাম ধর্ম গোটা সিনচিয়াং-এ ছড়িয়ে পড়ে। এখন সিনচিয়াংয়ের উইগুরজাতি, কাজাকজাতি,হুইজাতি,উজবেকজাতি,কারকাজজাতি,তাজিকজাতি আর তাতার জাতি সহ মোট ১০টি সংখ্যালঘূজাতি ইসলাম ধর্মে বিশ্বাসী।


(ম্যাপ: হুইজাতি মসজিদে নামাজ পড়ছেন)