হ্যথিয়েন

      প্রাচীনকালে ইয়নথিয়েন নামে পরিচিত হ্যথিয়েন বিখ্যাত পশ্চিম অঞ্চলের অন্যতম সভ্য দেশ ছিলো । হ্যথিয়েন এশিয়া- ইউরোপ মহাদেশের পশ্চাদ ভূমিতে এবং রেশমী পথের গুরুত্বপূর্ণ দক্ষিণ অংশে অবস্থিত । বিভিন্ন জাতি এখানে সন্তান জন্ম দেয় এবং জীবনযাপন করে । এখানে প্রাচ্য আর পাশ্চাত্যের সংস্কৃতি পরস্পরের সঙ্গে সহ্য করে মিশে যায় । বিভিন্ন দেশের দূত ও ব্যবসায়ীরা ঘনঘন এখানে আসা যাওয়া করতেন । 

   হ্যথিয়নের উত্তর দিকে নির্জন তাকরামাকান মরুভূমি, দক্ষিণ দিকে খুনলুনশান পর্বত। এখানে আছে ঝকঝকে রহস্যময় তুষার পাহাড় ও মরুভূমি। কাল্পনিক রঙবেরঙের হ্রদের জলাভূমি ও তৃণভূমি । আছে জালের মতো বন । হ্যথিয়েনের জেদ পাথর, রেশম,কার্পেট আর ফলমূল বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। এ কারণে হ্যথিয়েন জেদপাথরের নগর, রেশমের রাজধানী আর ফলমূলের দেশ নামে দেশ বিদেশে পরিচিত ।

(ম্যাপ: হ্যথিয়েনের জেদপাথরে খোদাই করা কারুকাজ)