হাজার বৌদ্ধমূর্তি-গুহা

      সিনচিয়াং থেকে বিস্তারিত রেশমী পথে অনেক বিশ্ববিখ্যাত পাস-কেন্দ্র, দুর্গ,পাথুরে গুহা-মন্দির, দূত-স্টেশন,কবরস্থান আর আলোক-সংকেত টাওয়ার রয়েছে । 

  কাজিরের হাজার বৌদ্ধ-গুহা,বাজকারিকের হাজার বৌদ্ধ-গুহা প্রভৃতি বিশ্ববিখ্যাত গুহা,এগুলোর খোদাই-করা দেয়ালে ছবি চীন,ভারত আর পারস্যের সংস্কৃতি সমন্বয় করে বিশেষ চারুশিল্পের বৈশিষ্ট্যসম্পন্ন,ছবিগুলোতে জীবন্তভাবে তখনকাল বিভিন্ন জাতির অধিবাসীদের উত্পাদন আর জীবনযাপন প্রতিফলিত হয়েছে । 

   বাজকারিক কথাটা উইগুর ভাষা । এর অর্থ হল পাহাড়ের অর্ধেক পথে । বাজকারিকের হাজার বৌদ্ধ-গুহা থুলুফ্যান শহরের উত্তর-পূর্বে অবস্থিত । ষষ্ঠ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত সময়ের মধ্যে গুহাটি খনন করা হয়েছে । গুহাটির দেয়াল-ছবিগুলো কড়াকড়িভাবে খোদাই করা হয়েছে । এগুলোর রঙ সুন্দর ও জমকালো । ছবিগুলোর মূর্তি চিত্তাকর্ষক । সেখানে মোকাও গুহার থাংরাজবংশ আমলের ছবি আঁকা-স্টাইলের বিস্তার রয়েছ। গুহাটির দেয়াল-ছবিগুলো গুরতরভাবে ধ্বংস হয়েছে বটে , কিন্তু ১২০০ বর্গমিটার দেয়ালের ছবি রক্ষা পেয়েছে।সার্বজনীন স্বীকৃতি অনুযায়ী গুহাটি হুইগু বৌদ্ধধর্ম-চারুশিল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ,সুরক্ষিত এবং সবচেয়ে প্রতিনিধিত্বসম্পন্ন এক চারুশিল্প ভান্ডার। গুহাটি পশ্চিম চীনের ইতিহাস,সংস্কৃতি,শিল্পকলা গবেষনা করার মূল্যবান তথ্য ।

(ম্যাপ: বাজকারিকের হাজার বৌদ্ধ গুহা)