খানাস হ্রদ


      খানাস হ্রদ উত্তর অঞ্চলের বুলচিন জেলার জেলা-রাজধানী থেকে ১৫০ কিলোমিটার দূরে । খানাস হ্রদ আলতা পাহাড়ের গভীর বনে অবস্থিত এক পাহাড়ী হ্রদ । “খানাস” মংগোলীয় ভাষার একটি শব্দ । এর অর্থ হলো উপত্যকার হ্রদ। সমুদ্র পৃষ্ঠ থেকে খানাস হ্রদের উচ্চতা হলো ১৩৭৪ মিটার । হ্রদের সবচেয়ে গভীরতা ১৮৮.৫ মিটার,এর আয়তন ৪৫.৭৩ বর্গকিলোমিটার ।

  খানাস হ্রদেরচার পাশে দাঁড়িয়ে আছে তুষার আবৃত শৃঙ্গ । ঝলমলে হ্রদ আর পাহাড়ের দৃশ্য অতি মনোরম । জায়গাটি চীনের একমাত্র জায়গা যেখানে দক্ষিণ সাইবেরিয়ার আঞ্চলিক প্রাণী আর উদ্ভিদের চমত্কার বিন্যাস ঘটেছে । লার্চ,কোরিয় পাইন ,ড্রাগন স্প্রস ও ফার প্রভৃতি মূল্যবান গাছ আর বহু বার্চ এখানে উত্পন্ন হয় । জানা গেছে ,এখানে প্রায় ৮০০ ধরনের গাছ,৩৯ ধরনের পশু,১১৭ ধরনের পাখি , ৪ ধরনের উভয়চর সরীসৃপ , ৭ ধরনের মাছ , ৩০০ ধরনের কীটপতঙ্গ আছে । এগুলোর মধ্যে অনেক ধরনের প্রাণী বা উদ্ভিদ সিনচিয়াং অথবা গোটা চীনেও বিরল । এখানে বন আর তৃণভূমি পালাক্রমিকভাবে বিন্যাস্ত এবং নদনদী ও হ্রদ বহুল । এখানকার প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর বলে পর্যটন, সুরক্ষা,বৈজ্ঞানিক পর্যবেক্ষন ও ঐতিহাসিক সংস্কৃতির উচ্চ-মূল্য আছে ।

(ম্যাপ: খানাস হ্রদ)