কিরগিজ জাতি


      কিরগিজজাতির লোকসংখ্যা ১ লক্ষ ৫০ হাজার । এদের নিজের ভাষা আর অক্ষর আছে । 

  কিরগিজ জাতি প্রধানত সিনচিয়াংয়ের পশিচম দিকের পামির মূলভূমির গিজলাসু কিরগিজ স্বায়ত্তশাসিত বিভাগে বসবাস করে । কিরগিজ জাতি পশুপালনপ্রধান জাতি । তারা গ্রীষ্মকালে সমতলভূমি আর নদীর আশেপাশে এবং শীতকালে সূযমুখী উপত্যকায় থাকে । কিরগিজ জাতি মাটির তৈরী বাড়িঘরে থাকে । এধরনের চার কোনার বাড়িতে কুলঙগি আছে এবং এর সমান ছাঁদে জানালা খোলা আছে । কিরগিজ জাতি বাড়িঘরের চারপাশে শাকসব্জি ও ফল উত্পাদন করে। কিরগিজ জাতির খাদ্যও নানা ধরনের । এদের দুধজাত দ্রব্যের মধ্যে মাখন , পনির প্রভৃতি আছে । 

   কিরগিজ জাতির ঐতিহ্যিক পোশাক বিশেষ ধরনের । পুরুষরা পশমী টুপি পরতে আর নারীরা মাঝখানে রুপালি-বোতাম লাগানো কাপড় পরতে পছন্দ করেন । মেয়েরা বিয়ের আগে চুলে অনেক বেনী এবং বিয়ের পর দুই বেনী বাঁধেন ।