সিনচিয়াংয়ে এখন ১২ লক্ষ কাজাকজাতীয় আছেন । তারা প্রধানত উত্তরের কাজাক জাতি স্বায়ত্তশাসন বিভাগে বসবাস করেন । কাজাক জাতির নিজের ভাষা আর অক্ষর আছে ।
কাজাক জাতির অধিকাংশ লোক পশুপালন করেন । যারা কৃষি কাজ করে স্থির জীবনযাপন শুরু করেছেন এমন অল্প লোক ছাড়া সংখ্যাগরিষ্ঠ লোক ঋতু অনুসারে এক চারনভূমি থেকে অন্য চারনভূমিতে স্থানান্তরিত হয়ে যাযাবর জীবনযাপন করেন ।
কাজাকজাতি আন্তরিকতাপূর্ণ ও আতিথেয়পরায়ন জাতি ,অতিথি আসলে তারা বাড়ির সবচেয়ে ভালো খাদ্য দিয়ে এবং ছাগল জবাই করে অতিথিকে আপ্যায়ন করেন । খাওয়ার সময় স্বাগতিকরা প্রথমে মাথা সহ এক থালা খাসির মাংস অতিথিদের সামনে পরিবেশন করেন । অতিথি ছাগলের মাথাটা তুলে ধরে ছাগলের ডান চেহারার একটুকরা মাংস কেটে খান এবং ছাগলের কান কেটে স্বাগতিকের অল্প-বয়সী বাচ্চাকে খাইয়ে দেন । তারপর ছাগলের মাথাটা স্বাগতিককে ফেরত দেন ।
কাজাকজাতির নারী-পুরুষ সবাই ভালভাবে অশ্বারোহন করতে জানেন । যুব-পুরুষরা কুস্তি ও ছাগল ধরার প্রতিযোগিতা পছন্দ করেন । উত্সব বা কোনো বিশেষ আনন্দের দিনে পশুপালকরা নানান ধরনের অশ্বারোহন পরিবেশন করেন বা ঘোড়া দৌড়ানোর প্রতিযোগিতা করেন । মেয়েদের পশ্চাদ্ধাবন নামে খেলাটি যুবকযুবতীদের সবচেয়ে প্রিয় খেলা । খেলার সময় পুরুষরা ঘোড়ায় চড়ে সামনে দৌড়ান আর মেয়েরা পিছনে অনুধাবন করেন । এটা তাদের প্রেমিকপ্রেমিকা অনুসন্ধান করার ভালো সুযোগ।
(ম্যাপ: কাজাক জাতির জাতীয় খেলা“ মেয়েদের পশ্চাদ্ধাবন ”)
|