উইগুরজাতি


      উইগুরজাতি উত্তরচীনের এক প্রাচীনতম জাতি ।উইগুরজাতি নিজেকে উইগুর ডাকে । এর অর্থ হলো ঐক্য বা সংযুক্ত হওয়া । উইগুরজাতি সিনচিয়াংয়ের প্রধান জাতি । এর লোকসংখ্যা ৭০ লক্ষ । উইগুরজাতির লোক গোটা সিনচিয়াংয়ে ছড়িয়ে আছে । তাদের বেশীর ভাগ দক্ষিণ থিয়েনশান পাহাড়ের কাশি, হ্যথিয়েন, আখসু প্রভৃতি এলাকায় বসবাস করে থাকেন । উইগুরজাতির নিজের ভাষা আর অক্ষর আছে । 

   উইগুরজাতির ঐতিহ্যিক পোশাক হলো , আবাল বৃদ্ধ-বনিতা সকলেই চার কোনার ফুল-তোলা টুপি পরেন । পুরুষরা বাইরে চীনা স্টাইলের ছাবান অর্থাত্ বোতাম মাঝখানে লাগানো আছে এমন লম্বা ঢিলা পরিচ্ছদ এবং ভিতরে চীনা-স্টাইলের ফুল-তোলা শর্ট পোশাক পরতে পচ্ছন্দ করেন । নারীরা শার্ট-যুক্ত স্কার্ট এবং তার বাইরে কালো রঙ আস্তিনবিহীন কোর্ট পরতে পছন্দ করেন । তারা দুল ,বালা ,আংটি আর হার পরেন । অবিবাহিতা মেয়েরা মাথায় বেণী বাঁধে । এখন শহরবাসীরা এই ফ্যাশন করতে পছন্দ করেন । 

  উইগুরজাতি ভদ্র ও বিনীত জাতি । প্রবীন বা বন্ধুর সঙ্গে দেখা হলে তারা ডান হাত বুকে রেখে মৃদুভাবে নত হয়ে সালাম দেন । 

  উইগুরজাতি নৃত্য ও সংগীত প্রিয় ও নিপুণ জাতি ।তাদের নৃত্য শিল্পনৈপুন্য ও সৌন্দযপূর্ণ এবং দ্রুতবেগে ঘুরবার ও পরিবর্তনশীল নামে পরিচিত । এতে উইগুরজাতির প্রফুল্ল ও সুখপূর্ণ স্বভাব প্রতিফলিত হয় । 

  উইগুরজাতি কৃষি উত্পাদনের সঙ্গে সঙ্গে পশুপালনের কাজও করে । তাদের আছে ব্যবসা করার ঐতিহ্য । তাদের ঐতিহ্যিক হস্তশিল্প অত্যন্ত উন্নত এবং অপেক্ষাকৃত উচ্চ শিল্পসুলভ মানসম্পন্ন । তাদের তৈরী কার্পেট, সূচি-কর্ম,রেশমী কাপড়,তামার কেটলি, ছুরি, বাদ্যযন্ত্র প্রভৃতি সবই-এই জাতির বৈশিষ্ট্যসম্পন্ন ।

(ম্যাপ: উইগুরজাতির লম্বা বেণীর মেয়েরা)