বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প


      মদ তৈরী শিল্প,পানিয়,দুধজাত দ্রব্য দৈনিক ব্যবহায রসায়ন শিল্প ,সুগন্ধি-দ্রব্য,মসলা,রত্ন ও জেদ পাথর প্রক্রিয়াকরণ চিনি উত্পাদন, জাতীয় ব্যবহার্য দ্রব্য প্রভৃতি দশ-বারোটি ক্ষেত্র নিয়ে সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প গঠিত হয়েছে । টমোটো জাতদ্রব্য,আঙ্গুরমদ,ফলের পানীয় , বীটজাত চিনি,রত্ন ও জেদ পাথরের প্রক্রিয়াকরন এবং জাতির বৈশিষ্ট্যসম্পন্ন দ্রব্য নিয়ে প্রাথমিক পর্যায়ের শিল্প উত্পাদন গঠিত হয় । তাছাড়া টাটকা দুধের মদ,ঘোড়ার দই এবং উইগুরজাতির ভেষজ ওষুধকে প্রধান কাচামাল হিসেবে গ্রহন করার নানা ধরনের খাদ্যদ্রব্য ও পানীয় প্রভৃতি উত্পাদকও বাজারে খুব সমাদৃত হয় ।