সিনচিয়াংয়ের পশুপালন


      সিনচিয়াংয়ে বহুজাতের গবাদিপশু আছে বলে সিনচিয়াং চীনের এক গুরুত্বপূর্ণ চারনভূমি । প্রাচীনকাল থেকে সিনচিয়াং নামকরা ঘোড়ার উত্স এলাকা । গবাদিপশুর মধ্যে ভেড়া ছাড়া ঘোড়া ,গরু, ছাগল , গাধা ,খচ্চর উঠ, চমরী গাই প্রভৃতি আছে । সিনচিয়াংয়ের খাঁসি মাংশের উত্পাদন পরিমান চীনে দ্বিতীয় স্থান অধিকার করে । সিনচিয়াংয়ের গবাদি পশুর মোট পরিমান ৪ কোটিরও বেশী ।

   সিংচিয়াংয়ের প্রাকৃতিক তৃণভূমির মোট আয়তন হলো ৫ লক্ষ ৭০ হাজার বর্গকিলোমিটার । এটা কৃষি,বন ও পশুপালনে ব্যবহায জমির মোট আয়তনের ৮৭শতাংশ । প্রাকৃতিক তৃণভূমি-সম্পদ সিনচিয়াংয়ের গবাদি পশু পালন কাজ উন্নয়নের সবচেয়ে মৌলিক ও প্রধান উত্পাদন-উপকরন । প্রাকৃতিক তৃণভূমিটি গোটা সিনচিয়াংয়ের ৭০ শতাংশের গবাদি পশু পালন করা ও পশুজাতদ্রব্যের সরবরাহের দায়িত্ব পালন করে ।

  সিনচিয়াং চীনের নতুন জাতের গবাদি পশু পালন করার ঘাঁটি । এখন সিনচিয়াং উত্তম-লোমের ভেড়া , চীনা মেরিনো ভেড়া ,সিনচিয়াং ছাগল ছানা ,সিনচিয়াং বাদামি রঙ গরু,ইলি-ঘোড়া,ইলি সাদা রঙ শুয়োর আর সিনচিয়াং কালো রঙ শুয়োর প্রভৃতি সবই নিজের গবেষনায় পালিত করা নতুন জাতের পশু । জৈববিদ্যার দিক থেকে এসব জাতের পশুর যার যার নিজস্ব বৈশিষ্ট্য আর অপেক্ষাকৃত উচ্চ অর্থনৈতিক মূল্য আছে । এগুলো সিনচিয়াং তথা গোটা চীনের মূল্যবান পশুপালনের উত্স ও গুরুত্বপূর্ণ জেন-গুদাম।