|
|
|
|
|
|
|
বর্তমানে সিনচিয়াংয়ের শিল্প-অর্থনীতি দ্রুতবেগে বৃদ্ধি হয়ে ইস্পাত ও লৌহ , কয়লা, তেল , যন্ত্রপাতি, রসায়ন, নির্মাণ-উপকরণ, বস্ত্রবয়ন, চিনি তৈরী, কাগজ তৈরী , চামড়া, সিগারেটসহ বহুজাতের এক পরিপূর্ণ শিল্প-ব্যবস্থায় পরিনত হয়েছে । আঞ্চলিক সম্পদের প্রাধান্য কাজে লাগানোর মাধ্যমে সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যসম্পন্ন কিছু দ্রব্য ও প্রাধান্যসম্পন্ন শিল্প উন্নয়ন করেছে । এখন সিনচিয়াংয়ে প্রায় ৬০ হাজারটি নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান আছে । এগুলো তেল , কয়লা, ধাতুঢালাই, বিদ্যুত, বস্ত্রবয়ন, রসায়ন , যন্ত্রপাতি, নির্মাণ উপকরন ও খাদ্যের সঙ্গে জড়িত প্রায় ২০০০ ধরনের দ্রব্য তৈরী করে ।
সিনচিয়াংয়ের গুরুত্বপূর্ণ বড় শিল্প-প্রকল্পের মধ্যে আছে , দুশানচি ইথিলিন প্রকল্প,তেল ও রসায়নের পলিয়েস্টার প্রকল্প , উরুমুচি শহরের তেল ও রসায়ন কারখানার ২ নং রসায়নসার প্রকল্প, মানাস বিদ্যুত উত্পাদন কারখানার প্রথম আর দ্বিতীয় পর্যায়ের প্রকল্প ও চিংতাশানখৌ পানি চালিত বিদ্যুত উত্পাদন কেন্দ্র, হোং ইয়েনছি বিদ্যুত কারখানার চতুর্থ পর্যায়ের সম্প্রসারন-প্রকল্প প্রভৃতি । তাবানছেন বায়ু চালিত পরীক্ষামূলক বিদ্যুত উত্পাদন কারখানা হলো চীনের বৃহত্তম বায়ু চালিত বিদ্যুত উত্পাদন কারখানা ।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|