জাল্বানি শক্তি ঘাঁটি  


      সিনচিয়াংয়ের উত্পন্নদ্রব্যসম্পদ অত্যন্ত প্রচুর , সিনচিয়াংয়ের কয়লা আর তেলের মজুদ পরিমান উভয়ই চীনের মোট মজুদ পরিমানের এক-তৃতীয়াংশ । এছাড়া চীনের প্রাকৃতিক গ্যাসের মজুদ পরিমানও সমৃদ্ধিশালী । সিনচিয়াং ইতিমধ্যে উত্তর-পশ্চিম চীনের বৃহত্তম তেল-ক্ষেত্র ও উত্তম উজ্জ্বল সম্ভাবনাসম্পন্ন স্থলভাগে তেল পরিমাপ করার এক পশ্চাদ অঞ্চলে পরিনত হয়েছে । অনুমান অনুযায়ী মোট আয়তন ৭ লক্ষ ৪০ হাজার বর্গকিলোমিটারের সিনচিয়াং তেল-ক্ষেত্রে ২০৮০কোটি টন তেল সম্পদ আর ১০ট্রিলিন ঘনমিটারের প্রাকৃতিক গ্যাস সম্পদ মজুদ আছে । এটা চীনের স্থলভাগের তেল-সম্পদের মোট পরিমানের ৩০শতাংশ । একে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা চীনের তৈল-শিল্পের আশার সমুদ্র বলে ডাকেন । ২০০৪ সালের অক্টোবর মাসে চালু হওয়া পশ্চিম দিকের গ্যাস পূর্ব দিকে পাঠানোর প্রকল্প সিনচিয়াংয়ের প্রাচুর্য প্রাকৃতিক গ্যাস পূর্ব -চীনের সাংহাই আর তার আশেপাশের এলাকায় পাঠাচ্ছে ।  

  সিনচিয়াংয়ের কয়লা সম্পদের মোট মজুদ পরিমান ২০০০০০ কোটি টনের বেশী । এটা গোটা চীনের মজুদ পরিমানের ৪০ শতাংশ হয়ে গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছে । তাবান ছেন শহরের বায়ু শক্তি চালিত পরীক্ষামূলক বিদ্যুত উত্পাদন কারখানা চীনের বৃহত্তম বায়ুশক্তি চালিত বিদ্যুত উত্পাদন কারখানা ।

(ম্যাপ: থালিমু তৈল ক্ষেত্র )